নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

বেচাবিক্রি

৩১ শে আগস্ট, ২০২২ দুপুর ২:৫৩



তোমারে কিনবো বলে নিজেরে বেচতে ধরছি আমি।
কিন্তু তোমার যে আকাশছোঁয়া দাম!
এই কারণে সিদ্ধান্তে আসছি, একসঙ্গে পুরাটা বেচবো না।
অঙ্গপ্রত্যঙ্গগুলাদের আলাদা আলাদা বেচলে নাকি
দাম ভালো পাওয়া যাবে। আজকে তাই হৃদপিণ্ড তুলবো
নিলামে। হৃদপিণ্ড বেচার অর্থ দিয়ে
তোমার তুমিটারে বেচবা তো? ভাবনা ভেবো না।
দাম যদি আরও বেশি হয়
তাইলে মন তুলবো নিলামে।

তুমি তোমারে প্যাকেট করে ফেলো। আই কামিং।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: বিক্রি করার দরকার কি? আপনার সোলমেট নির্ধারিত। তার জন্য অপেক্ষা করুন।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১২

মুবিন খান বলেছেন: আপনি যেটা বললেন, সেটা হলো ভাগ্য। আমি যেটা বললাম, সেটা হলো পছন্দর মূল্যায়ন। এই দুইয়ে বিস্তর ব্যবধান আছে।

আপনাকে ধন্যবাদ।

২| ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কিডনি বেচুন।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৩

মুবিন খান বলেছেন: হৃদপিণ্ড একমাত্র। কিডনি দুই মাত্র। আপনার বিষয়বুদ্ধি ভালো।

৩| ৩১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আই রিডিং গেলাম। স্টাইলটার ব্যাপারে মন্তব্য করতে সময় লাগবে আরো কিছুদিন।

০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৪

মুবিন খান বলেছেন: আই হেপ্পি। ... 'আরও কিছু সময়' শেষ হওয়ার অপেক্ষায় ওয়েটিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.