নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
ক্যান যে করে এরম
পাল্টে উল্টে বলে বলে
মাধুরী লয়ে নেচে গেয়ে
হয় যে খালি গরম।।
ভাবনাতে তার মনটা হারায়
চুপেচুপে তার কাছে যায়
শুনলে তারে প্রাণটা জুড়ায়
কুচিন্তারা দৌড়ে পালায়।।
আজাইরা সব বলে খালি
নিত্য যে হয় গরম
কিসব কিসব ইচ্ছা করে
রাগটা লাগে চরম।।
কিন্তু যখন বলে কথা
বলে যখন যেমন
আনন্দতে বুকটা ভরে
আত্মহারা তেমন।।
এগ্লা তারে বলে দিলে
চোখ যে পাকায় তেড়ে
ডরে আমার বুকটা শুকায়
হাড় না ভাঙে মেরে!
ঘাপটি মারতে গিয়ে দেখি
সামনে খাড়া হায়!
আপন আপন ছেড়ে কি কেউ
বলো দূরে যায়?
এসব দেখে আমায় বলে
গেট আউট ফ্রম হিয়ার
করুণ চেয়ে বলি আমি
ডোন্ট শাউট গো ডিয়ার!
বুক ভরা তার দুঃখ খালি
আনন্দ ক্যান আমি
তার মুখেতে বানাই হাসি
কেমনে করে থামি!
এত্তগুলা অভিযোগে
মারে তখন ধামকি
কিন্তু মনে ঠিকই জানে
আমি ছাড়া প্রাণ কি!
মুখটা যে তার আমার বাঁশি
তার কাছে তাই ছুটে আসি
এসব খবর জানে সেও
চোরা চোখে চায়
না যদি সে দেখে আমায়
আছড়ে ভাঙতে চায়।
আলতো করে ঠোঁট কাঁপায়ে
কানতে ধরে তখন
বুকে আমার কম্প ভূমি
ক্যান যে মেয়েটা এমন!
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৬
মুবিন খান বলেছেন: তাই নাকি! বাহ্! কি করে জানলেন!
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: বাহ!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৬
মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
শততম পোষ্টের অভিনন্দন।