নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

ডাকাডাকি

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫৩



তোমার মুখে চেয়ে থেকে
কাটে আমার দিন
যতই তুমি করো হেলা
আমার তবু ঋণ

তোমায় দেখে জেনে গেছি
মুগ্ধ কেন হই
শরীর তোমার একটা যেন
ভালোবাসার বই

তোমার চোখে চাইলে আমার
ঘড়ি থেমে যায়
তোমায় ঘিরে ভাবনা আমার
সকাল-বিকাল ধায়

কাঁপা তোমার ঠোঁট দুটাতে
আমার যত লোভ
বলতে গেলেই চোখ পাকিয়ে
ঝাড়ো তুমি ক্ষোভ

তাতে আমার যায় কি আসে
জানো তুমি খুব
আরও জানো তোমার বুকেই
থাকি দিয়ে ডুব

ভীষণ তোমার অভিমানে
চোখে-মুখে বেড়া
কিন্তু যে মন খুব বেয়াদপ
ডেকে আমায় সাড়া

অংক জানো, বাংলা জানো
জানো তো খুব ইংরেজি
দোহাই এবার মনটা জানো
থাকি তোমার বুক জুড়ি

চাই না ক্ষমা চাই যে তোমায়
জানো তুমি খুব করে
এবার এসো ঝাঁপিয়ে পড়
তোমার 'আমি'র বুক জুড়ে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.