নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

নন্দিনীর ফাঁকি

২০ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২১



ঝামটা মেরে মুখের ‘পরে
বলে আমায় ভয়ঙ্কর
নন্দিনী ও ঠিক যে আমার
আমি যে ওর শুভঙ্কর

বললে একটা আরটা বোঝে
ছিঁড়ি আমি মাথার চুল
যা খুশি তার বলুক গিয়া
বলুক যত্ত খুশি ভুল

স্বৈরাচারী লোকের মতো
স্বেচ্ছাচারী আচারী
কিন্তু গোপন আপন বড়
আমার ও তো আমারই

জীবন তারে দেয় নি কিছু
বুক ভরা তার অভিমান
জীবন লয়ে হাতের মুঠোয়
সাধি তারে দিনমান

মুখ পানে তার থাকলে চেয়ে
প্রশান্তিতে ভরে বুক
আমার দিকে চাইলে যে ওর
ফুঁসে ওঠে ফর্সা মুখ

কিন্তু তবু আমার আপন
বোঝে না ছাই একটুও
মাথায় তুলে রাখি ওরে
মারে আছাড় আদরেও

খুব খেপেছে ওই দেখ ওই
স্বঘোষিত পাগলীটা
জানে না হায় ডরায় আমায়
পাড়ার নূরা পাগলাটা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২১ রাত ১০:১২

খায়রুল আহসান বলেছেন: "আমার ও তো আমারই" - বেশ ভালো!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪৬

মুবিন খান বলেছেন: "মাথায় তুলে রাখি ওরে"- ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.