নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

লোকেদের তো আসলেই কর্ম নাই

০৭ ই আগস্ট, ২০২১ রাত ২:১৯


লোকেদের কর্ম নাই।

এক লোকে দুই হাতের তালু জোড়া দিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গীতে কাকুতি মিনতি করতে করতে এক কেজি চাল চাইতেছে। সে লোকে ঢাকা শহরে চলাচল করা আজমিরী বাসের হেল্পার। ঘরে তার অভাব। বাচ্চারা তার না খেয়ে আছে। তার এক কেজি চাল দরকার। জোয়ান মর্দ লোক। কর্মক্ষম লোক। ঢাকার রাজপথে আজমিরী বাস এখন চলাচল করে না। অনেকদিন ধরেই করে না।

আজমিরী বাসের এই হেল্পার লোকটার এখন কর্ম নাই। পথচলতি লোকেদের কাছে জোয়ান মর্দ কর্মক্ষম লোকটা বিলাপ করে এক কেজি চাল ভিক্ষা চাইতেছে। আহা! ঘটনাটা কেউ একজন নিজের ফোনে ভিডিও করে ফেলছে। চল্লিশ সেকেন্ডের ভিডিও। সেখানে উন্নয়নশীল বাংলাদেশের উন্নয়নের প্রমাণ ফ্লাইওভার ব্রিজ দেখা যায়। তারই পথের ধারে এক কেজি চাল চেয়ে কাকুতি মিনতি তার। এখন আজমিরী বাসের এই হেল্পার লোকেরে এক কেজি চাল কে কিনে দিবে!

লোকেদের তো কর্ম নাই।

পথচলতি লোকেরা হেঁটে হেঁটে সামনে দিয়ে চলে যায়। কেউ কেউ ঘাড় ঘুরায়ে ইতিউতি চায়। তাদের অবস্থা আজমিরী বাসের হেল্পার থেকে খুব আলাদা কিছু না। কৃষক শ্রমিক মজুরদের অধিকার নিয়ে বড় বড় রাজনীতি করে যেসব লোকেরা,তাদের বড় বড় কথাবার্তা কিংবা ফেসবুক স্ট্যাটাস এরা যেভাবে দেখে শোনে আর পাঠ করে, এই আর্তনাদও তাদের কাছে ভিন্ন কিছু না। তারা পাত্তা দেয় না তাই। পাকস্থলী কারও একলা না, তাদেরও আছে।

লোকেদের আসলেই কর্ম নাই।

লোকেরা এখন তাই অলস সময় কাটায়। রাষ্ট্র কয়, এই দেখ কত্তগুলা বোতল। নেও, এখন দেখে দেখে শুমারি কর। লোকেরা বোতল শুমারি করে। গ্ল্যামারও দেখে। অনুসন্ধিৎসু কমেন্ট কমেন্ট খেলে। রাজা মারে, উজির মারে। আর বলে, ‘সাংবাদিকগুলারও আসলে কর্ম নাই।’

লোকেদের তো কর্ম নাই-ই। যাদের কর্ম আছে, তাদের আছে বেকার হওয়ার ভয়।

আমার প্রতিবেশির বাসায় পোলাওয়ের গন্ধ ম ম করে। আজকে শুক্রবার। তার উপ্রে লকডাউন। একটু ভালোমন্দ না রানলে চলে!

ঢাকার রাস্তায় আজমিরী বাস চলে না। কোনো বাসই তো চলে না। খালি রিকশা চলে। আমার যাতায়াত খরচ বাড়ন্ত।

জোয়ান মর্দ কর্মক্ষম এক লোক আজমিরী বাসের হেল্পার ছিল। সে হাহাকারে আর্তনাদে এক কেজি চাল চায়। ঘরে তার বাচ্চারা না খাওয়া। লকডাউনে বাস চলা নিষেধ। এই লোকের তাই কর্ম নাই।

আরও কত কত শ্রেণিপেশার লোকেদের যে কর্ম নাই!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৩:৫১

কামাল১৮ বলেছেন: করোনা যে আমাদের কোথায় নিয়ে যাবে বলা মুশকিল।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০২

মুবিন খান বলেছেন: হ্যাঁ, মুশকিলই বটে।

২| ০৭ ই আগস্ট, ২০২১ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


এই লোকটা ও অন্য যাদের ঘরে চাল নেই, সবাই মিলে "বিনা মাস্কের" কিছু লোককে লাঠিপেটা করে, সরকারী গুদামে ঢুকে খাবার সংগ্রহ করলে সঠিক হবে।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৩

মুবিন খান বলেছেন: মাফ করবেন। আপনার দেয়া সমাধানটি বুঝতে পারি নি।

৩| ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ৭:৪৭

সাসুম বলেছেন: ঘরে সন্তানের জন্য খাবারের কস্টের চেয়ে বেশি কস্ট আর মনে হয় কোন পিতার হতে পারেনা। উন্নত দেশ বা সভ্য দেশ হলে মানুষ এম্নিতেই দেখে এগিয়ে যেত। যার যা আছে তাই দিয়ে সাহায্য করতে।

ভিডিও ওয়ালা ভিডিও না করে, নিজে অল্প কয়টাকা সাহায্য করলে কিংবা যারা চলে যাচ্ছে এড়িয়ে তারা অল্প এগিয়ে এলেই সামস্টিক ভাবে দেশের ১২ টা বাজত না। বাট, আমাদের সোশ্যাল কিংবা এডুকেশানাল ভেলু আমাদের সামস্টিক চিন্তা করতে শিখায় না বরং নার্সিসিস্ট বানায়। এটাই সমস্যা

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৮

মুবিন খান বলেছেন: পৃথিবীর অন্যতম কঠিন কাজটির নাম- ঐক্যবদ্ধ হওয়া। আর আমাদের সামাজিক ও শিক্ষা ব্যবস্থা সেটিকে আরও দুর্গম করেছে বটে।
মূল সমস্যাটি কিন্তু আপনি বলে দিয়েছেন। খাওয়ার কষ্ট। মানে অভাব। এই অভাব আরোপিত। উৎপাদনমুখী না হওয়ার ফলাফল। সামনে আরও ভয়াবহ সময় আসছে। ...

৪| ০৭ ই আগস্ট, ২০২১ সকাল ১০:১৮

বিটপি বলেছেন: আচ্ছা, আমি না হয় ১ কেজি চাল কিনার জন্য ৫০ টাকা ধরিয়ে দিলাম। তাতে কি তার সমস্যার কোন সমাধান হবে? ১ কেজি চাল তো একদিনেই শেষ করে ফেলবে। তার মানে তাকে যাতে ৫ দিন ভিক্ষা করতে না হয়, সেজন্য অন্তত ২৫০ টাকা জোগার করতে হবে। আগে ২ টাকা ভিক্ষা দিলেই ভিক্ষুকের খুশি হত। এখন এইসব সফিস্টিকেটেড ভিক্ষুকদেরকে ১০ টাকা দিলেও সন্তুষ্ট হয়না।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৮

মুবিন খান বলেছেন: দরজা দিয়ে অভাব ঢুকলে কেবল ভালোবাসাই পালায় না। লাজ-লজ্জা, মূল্যবোধ, মানবিকতা- সকলই পালায়। এই লোকের কেবল লাজ-লজ্জাটুকু পালিয়েছে। মূল্যবোধ আর মানবিকতা যখন পালাবে তখন সে রাস্তায় দাঁড়িয়ে এভাবে আর্তনাদ করবে না। অন্যকিছু করবে। কি করবে আমরা জানি না।

ভিক্ষুক ২ টাকা খুশি না ১০ পেলেও অখুশি- সেটি বিবেচনায় নিতে চাই না। দু চার পাঁচ দশ টাকা ভিক্ষে দিলে ভিক্ষাবৃত্তিকেই উৎসাহিত করা হয়। ভিক্ষুক কেন তৈরি হয়? ভিক্ষুক থাকা মানে আমাদের পরাজয়। এ আর্থিকতায়, মানবিকতায়, শিক্ষায়, সামজিকতায়।

৫| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষের মনে মায়া দয়া কম। তাঁরা নিজের পরিবার ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবে না।

০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ১:২০

মুবিন খান বলেছেন: দিন দিন আমরা খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে উঠছি... আপনি কেমন আছেন? অনেকদিন আপনাকে দেখা যায় নি।

৬| ০৭ ই আগস্ট, ২০২১ দুপুর ২:০৮

মেহবুবা বলেছেন: চারিদিকে এমন অনেক চিত্র । অস্থির লাগে।
আকুল হয়ে আল্লাহ্ কে ডাকছি যেন এমন সব মানুষের দুঃখ দূর করতে হলেও করোনার প্রকোপ থেকে রক্ষা করে ।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০২

মুবিন খান বলেছেন: একটা প্রশ্ন প্রায়ই ভাবায়। করোনায় মৃত্যু ভালো না ক্ষুধার মৃত্যু ভালো?

৭| ০৭ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে। আবার করোনাকে পরাস্ত করতে হবে। দ্বিমুখী চ্যালেঞ্জের মুখোমুখি সমাজ ও সমাজের কর্ণধারেরা। যুদ্ধজয়ী এই জাতিকে হার মানলে চলবে না।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৪

মুবিন খান বলেছেন: যুদ্ধজয়ী জাতি আজকে অসংখ্য বিষয়ে হার মেনে আছে। আপনার কি অভিমত? আছে না?

৮| ০৭ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩২

নতুন বলেছেন: উনি কি ৩৩৩ এ কল করেছিলেন?

উনি জেলা প্রশাসকের দপ্তরে গিয়েছিলেন?

যে ভিডিও করেছে তিনি সাহাজ্য করেছেন?

এখন মানুষ ভাইরাল হবার জন্য অনেক ভিডিও বানায় কিন্তু আসলে মানুষের উপকারের চেস্টাটা করেনা ।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০০

মুবিন খান বলেছেন: ভাই, 'সাহায্য' বানানটা ঠিক করে নেন।

৯| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মসজিদ থেকে বের হলে যারা
দু টাকা সাহায্যের আবেদন নিয়ে
হাত বাড়িয়ে দেয় তাদের সে হাত
আমার কাছে পরিচিত নয়। এরা
করোনার সৃষ্টি নতুন হাত। কি করে
বোঝাই আমাদের অবস্থাও তাদের
থেকে খুব একটা দূরে নয়!! করোনা
সত্যি লণ্ডভণ্ড করে দিয়েছে সব।
লজ্জা সরমও ..........

১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৫

মুবিন খান বলেছেন: ঠিক তাই। এই-ই বাস্তবতা এখন।

১০| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কাজকর্ম বন্ধ করে সাধারণ মানুষকে চরম সংকটে রাখা জাতি কি করে ক্রিকেট, মডেল ও শরাব সংস্কৃতিতে নিমজ্জিত থাকে ?

১১| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৬

মুবিন খান বলেছেন: একজন বললেন, যুদ্ধজয়ী এই জাতিকে হার মানলে চলবে না। হয়ত এগুলো তারই প্রস্তুতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.