নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

দুঃখকাব্য

১১ ই জুলাই, ২০২১ রাত ১০:২৭



সন্ধ্যা-সকাল আড্ডা মারে
সময় যে ভোর ছয়টা রোজে
কাঠফাটা রোদ পথে ঘুরেও
চোখ দুটা না বোজে

আড্ডা চলে রাত্রিদিন
আড্ডা নিশি ভোরে
দিননিশীথে কাটি মাটি
ফাটা কপাল জুড়ে

সন্ধ্যা থেকে আড্ডা সকাল
ছয়টা বাজায় রোজই
কাঠরোদে রোজ পথে ঘুরে
চোখ দুটা না মুদি

একলা আমি দোকলা ও যে
আড্ডা মারার ফাঁকে
আড়-ভাবনায় আমায় ভেবে
মিচকা হাসি হাসে

লম্বা শ্বাসে বুকটা হাঁপর
আমি বেচারার
কুটকুটিয়ে ও হাসে লয়ে
চৌকিদার চামার

একলা আমি না ঘুমিয়ে
রাজ্যকথা বুনি
আমার আকাশবৃষ্টি ও যে
অঝোর ঝরে মনই

ওর পথেতে চোখটা মেলে
ভাবনা খালি বুক
একলা আমি অপেক্ষাতে
দেখায় না যে মুখ

চেনা লোকে অচিন ভানে
চিনতে আমায় মানা
ওর বুকেতে সুর যে আমি
ঠিক যে আমার জানা

পাঁজর কোণের ডাক শোনে না
ডাকি তবু কান পাতে না
বুকের গভীর গান শোনে না
অচিন লোকের ডালি

রাত দুপুরে অচিন লয়েই
আড্ডা মারে খালি
আমি কিছু বলতে গেলেই
আমায় মারে গালি

আড্ডা চলে দিনরাত্রি
রাত্রি নিশি ভোর
কলম হাতে কাটি মাটি
ফাটা কপাল মোর

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: এটা কি লক ডাউনের কবিতা ভাইয়া???

১৩ ই জুলাই, ২০২১ রাত ১:৩৯

মুবিন খান বলেছেন: না ভাইয়া, এটা দুঃখ ও কষ্টর কবিতা (প্রায়)।

২| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২০

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দে ছন্দে ঝরে পড়ে দুঃখের কথা মালা।

১৩ ই জুলাই, ২০২১ রাত ১:৪০

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৫ ই জুলাই, ২০২১ ভোর ৬:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: দুঃখ-যন্ত্রনা সাময়িক পীড়ার কারন হতে পারে বৈ কি! তবে তা থেকে যে কবিতা আপনার লেখনিতে বেড়িয়ে আসছে তা কিন্তু সারাজীবন থেকে যাবে কবি ভাই। অনেক ভালোলাগা থাকলো দুঃখবোধের এই কবিতায়। ধন্যবাদ।

২২ শে জুলাই, ২০২১ রাত ১০:০৯

মুবিন খান বলেছেন: কবি হওয়া কঠিন। কবি নই তাই। কৃতজ্ঞতা জানবেন সুহৃদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.