নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

দূরলেখাপন

১৯ শে জুন, ২০২১ দুপুর ১২:১২


আজকে তিনি ব্যস্ত যে খুব
কদিন ছিলেন খুব দিয়ে ডুব
ডাকলে বলেন কাজে আছি
যেন আমি একটা মাছি

ব্যস্ত তিনি ব্যস্ত অতি
আমি কাজে হারাই গতি
দূরআলাপন বন্ধ রেখে
‘সময় নাই’য়ের মলম মেখে

লিখতে থাকেন দিন নিশীথে
ভাসতে থাকি দূর অতীতে
পাঁজর কোণে ঘাপটি আমি
না জানার ভান করেন তিনি

ঝড় সাগরে নৌকা বেয়ে
স্বপ্নজলে নিত্য নেয়ে
দুইয়ে মিলে সাগর সেচে
জীবন তুলে দেই যে যেচে

মুগ্ধতাতে হাত বাড়ালে
মুখ ঘুরিয়ে দু চোখ খোলে
হাসি আমি যেন নবীন
কষ্ট লুকাই বুকের গহীন

সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে
তারে নিয়েই বুকের মাঝে
তার পাঁজরের গোপন জানি
তার বুকেও কাঁপন আমি

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১২:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর লাগল কবি দা

২০ শে জুন, ২০২১ রাত ১:৩৮

মুবিন খান বলেছেন: অনেক্ক ধন্যবাদ আপনাকে।

২| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছড়ায় আপনার হাত অসাধারণ। নিশিথে < নিশীথে হবে। মুখ ঘুরিয়ে দু চোখ খোলে< খোলে হবে 'খুলে'। তবে, ছড়াতে বাড়ালে'র সাথে 'খুলে'র অন্ত্যমিল একটু বিসদৃশ হয়, তেমনি 'আমি'র সাথে 'তিনি', যদিও লাস্ট দু লাইনে 'জানি/আমি' অনুপ্রাস চালিয়ে নেয়া যায়।

শুভেচ্ছা রইল।

২০ শে জুন, ২০২১ রাত ২:১২

মুবিন খান বলেছেন: ... অথচ মজার ব্যাপার কি জানেন? ছন্দ জ্ঞান আমার নেই তেমন। সেকারণে ছড়া তেমন লিখি না। মাঝে মধ্যে সাহস করে দুয়েকটা লিখেও ফেলি। আজকেরটা ওই মাঝেমধ্যর সাহসের অংশ। ...নিশীথে ঠিক করেছি। ধন্যবাদ। 'খোলে' ঠিক আছে। ওটাই লিখেছি। তেমনি ছন্দ জ্ঞানের অভাবের কারণে 'আমি' ও 'তিনি'ই লিখেছি। অসংখ্য ধন্যবাদ জানবেন।

৩| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১:৪৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আহারে প্রেমে পড়লে সকল ব্যস্ততাই অবসর হয়ে যায়।

২০ শে জুন, ২০২১ রাত ২:১৪

মুবিন খান বলেছেন: সেক্ষেত্রে প্রেমে পড়া খুবই জরুরি কাজ বলে বিবেচিত হওয়া উচিত। লোকেরা শুধু ব্যস্ত থেকে থেকে কাজই করবে, অবসর যাপন করবে না- এইটা কোনো কাজের কথা না।

৪| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১:৫৩

জটিল ভাই বলেছেন:
অসাধারণ! :)

২০ শে জুন, ২০২১ রাত ২:১৫

মুবিন খান বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.