নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

লালু-কালুদের গল্প

২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০১



রাস্তায় বেরুলে পথে প্রান্তরে
হেথা হোথা সেথা বিক্ষিপ্ত
ছড়ানো ছিটানো অনেক
কুকুর দেখতে পাওয়া যায়
এসব কুকুরেরা সারাটাক্ষণ
অকারণ
হুদাই করতে থাকে ঘেউঘেউ
হয়ত হুদাই অকারণ নয়
হয়ত আছে কোনো গোপন অথচ
যৌক্তিক কারণ এই ঘেউঘেউয়ের
হয়ত কিছু চায় তারা
হয়ত পোলাপান তার ভুখা
অথবা নিজেই সে অভুক্ত
হয়ত প্রিয়জন তার ভালো নাই
হয়ত ঘেউঘেউয়ে সেই কথাই
থাকতে থাকে বলতে
হয়ত জিজ্ঞাসে তার খবর
কেমন আছে সে?
হয়ত ঘেউঘেউ তার করুণ আর্তনাদ
মানুষ যারা, তারা পথে প্রান্তরে
হেথা হোথা সেথা বিক্ষিপ্ত
ছড়ানো ছিটানো কুকুরদের
ঘেউঘেউ লয়ে ভাবিত না
নির্বিকার তারা
কুকুরগুলা তবু আপনাপন তাগিদে,
আপন মনে, আপন কাঙ্ক্ষায়,
আপন প্রয়োজনে, আপন ভালো লাগায়
নিরন্তর ঘেউঘেউ করতেই থাকতে থাকে
অবহেলিত এসব কুকুরদের
একটা নাম আছে-
এদের নাম ‘নেড়ি কুত্তা’
‘নেড়ি কুত্তা’ নাম সার্থক করতেই
নেড়ি কুত্তায় বিরামহীন করে চলে
ঘেউঘেউ ঘেউঘেউ
হয়ত জিজ্ঞাসে, কেমন আছে সে?
কিন্তু মানুষ যারা, নির্বিকার তারা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২১ রাত ৩:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৫ ই মে, ২০২১ সকাল ১০:৪১

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.