নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

অঘুম

২৯ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪০


একটা বাজে দুইটা বাজে
রাত গাঢ় হয়, নির্ঘুমে নয়
আমার শুধু তোমার
মন খারাপেই ভয়
এত করে বলি তবু
গাল ফুলিয়ে রয়
দারিদ্রতা সঙ্গী হলেও
অর্থনীতির ঋণে আমি
জর্জরিত নই
পৃথিবীতে হাঁটতে গিয়ে
পথে পড়া ঋণে বিঁধে
দু’পা কাটার শঙ্কা নিয়ে
আশঙ্কিত হই।

তিনটা বাজে চারটা বাজে
ঘুম গাঢ় হয় তোমার চোখে
নির্ঘুমে যে মনটা কাঁদে
নাম ধরে যে ডেকেই চলে
হৃদয়-হারা হৃদয় নিয়ে
তোমার হৃদয় চাইতে গিয়ে
ঋণা-ঋণীর হুঙ্কারে যে
বুকটা শুকায় ভয়
কেন এমন হয়!

পাঁচটা বাজে ছয়টা বাজে
আঁধার কাটে সূর্য হাসে
ঝলমলে তার মুখটা ভাসে
ধুকপুকিয়ে বুকটা বাজে
কানে পেতে রই যন্ত্র পানে
বাজে বুঝি ঘণ্টাধ্বনি
ডাকল বুঝি নিবিড় টানে
সময় কাটে চোখে চেয়ে
সূর্য তখন প্রখর হোলো
ঠোঁট দুটা তো মিষ্টি বড়!
রেগে তবে লাল কি হোলো?

সাতটা থেকে নয়টা বাজে
রাত থেকে যে সকাল কাটে
ব্যস্ততা সব লোকের মাঝে
হেলান দিয়ে বসে খাটে
একলা আলাপন
হয়ত তুমি সদ্য জেগে
আমায় থুয়ে ঠিকই তারে
ভাবছ ঠিকই রেগেমেগে
বুক কাঁপে যে মানের ভারে
আমি বিসর্জন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৯

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।

৩| ৩০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

ফয়সাল রকি বলেছেন: নির্ঘুম রাতের কাব্য। সুন্দর ।

০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

মুবিন খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.