নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
রাগ নাই
নাই ক্ষোভ
শুভ শুভ
বলে বলে
বসে আমি
রাত জেগে
রোজ তুমি
শ্রান্তিতে
অবসাদে ক্লান্তিতে
ভীষণ অস্থির
ভুল আর
ভ্রান্তিতে
মন কাঁপে তিরতির
সে তো হায় অদ্ভুত
আমি হই কিম্ভুত
ডেকে ডেকে হয়রান
নাম না জানা নাম
আমার ডাকা নামে
তার কিছু হয় না
মাথা কুটে বুক ফেটে
সাড়া তবু দেয় না
টলটলে চোখেতে
চাউনিতে গভীরে
সজলে অশ্রু ঝরে
বুকেরই কোণেতে
ভুল ভুল ভাবনায়
একলাই বলে হায়
আমি এত বলে যাই
কান ভেদে চলে যায়
দূরে থাকে
দূরে যায়
আরও দূরে
যেতে চায়
নাই বোধ
বাসা-বাসি
শুধু শুধু
বলি বলি
শোনে না তো
বোঝে না তো
সে ঠিক আমি ভুল
খুব করে বিলকুল
ভাবে ভুল শুধু ভুল
আপন মনেতে ভাবে
ক্লান্তি আর অবসাদে
জেগে রাত একলাই
২১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৬
মুবিন খান বলেছেন: ❤️
২| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৮
জাহিদ হাসান বলেছেন: চালিয়ে যান।
২১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭
মুবিন খান বলেছেন: উৎসাহিত হলাম। অনেক ধন্যবাদ। চেষ্টা করব আরও।
৩| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: আমার মনে হচ্ছে আমি আপনার চেয়ে ভালো কবিতা লিখি।
২১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৯
মুবিন খান বলেছেন: মনে হওয়ার কিছু নেই। নিশ্চয়ই আপনি আমার চেয়ে ভালো কবিতা লেখেন। এবং লেখেন বলেই মনে হয়েছে।
আমি নিজেকে কবি দাবী করি না। তবুও যা লিখি, সেটা কাজের ফাঁকে। আমি গদ্যর লোক।
৪| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৪
মা.হাসান বলেছেন: শোনে না তো
বোঝে না তো
সে ঠিক আমি ভুল
খুব করে বিলকুল
বিলকুল বিলকুল
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০৩
মুবিন খান বলেছেন:
৫| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার স্টাইলটা ভালো লেগেছে। শুরুটা চমৎকার, মাঝে কিছু ছন্দপতন হয়েছে।
২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০৬
মুবিন খান বলেছেন: এটা আসলে খুব ভেবেচিন্তে লিখি নি। হঠাৎ লিখে ফেলা। সেটা তাৎক্ষনিক। ছন্দ আমি পারি না। ফলে পুরোটারই পতন হবার কথা। তাই যেটুকু দাঁড়াল সেটা আমার কাছেই বিস্ময়।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৩
জাহিদ হাসান বলেছেন: