নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
অবশেষে আমি একটা শুয়োর হয়ে গেছি
মানুষের বাচ্চা হয়েই জন্মেছিলাম আসলে
নিজেকে মানুষ ভেবে হাঁটাচলাও করতাম
বুকে পিঠে মাথায় সর্বত্র পুঁথি-কেতাব
জ্ঞানী জ্ঞানী ভাব, পকেটে লাল গোলাপ
কিন্তু চলতি পথে গোলাপরঙা মাংস দেখলেই
গরম হাওয়া ছেড়ে নাক বেজে ওঠে ঘোৎ ঘোৎ শব্দে
তখুনি জেনে যাই আমি আসলে শুয়োর একটা
চারপাশে গিজগিজ ঘোৎ ঘোৎ দাঁতালো শুয়োরেরা
০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৪
মুবিন খান বলেছেন: আপনার স্বীকৃতি অনুযায়ী ছবিটা কবিতার সঙ্গে যায়। তাহলে ঠিকই আছে।
কবিতাকে যে অভিধায় আখ্যায়িত করলেন, তাতে কবিতাও সার্থক।
মজা নয়, সত্যিই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব আপনার ট্রাম্প পাগলাতো
শত্রুর মুখে ছাই দিয়ে হাসপাতাল থেকে
পালাইছে !!
০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৫
মুবিন খান বলেছেন: হাহাহাহা..
৩| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষকে পশুর সাথে তুলনা করা ঠিক না।এতে পশুর অপমান হয়।
০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৯
মুবিন খান বলেছেন: সত্যিই তাই। তবে পশুর সঙ্গে তুলনায় মানুষ নিকৃষ্টর উদাহরণ পেয়ে যায়। সেটা বোঝাতেই পশুর কথা বলে দেয়া। পশুকে অপমান করবার অভিপ্রায় একেবারেই ছিল না।
অনেক ধন্যবাদ আপনাকে।
৪| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪
নেওয়াজ আলি বলেছেন: এখনি সময় প্রতিরোধ গড়ে তোলার
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২০
মুবিন খান বলেছেন: গড়বার মানুষ নেই তো। কারা গড়বে। কবে গড়বে।
৫| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৯
মা.হাসান বলেছেন: নিজের ওপর ঘেন্না লাগে। আমিও এর অংশ। নিজের মায়ের সামনে, স্ত্রীর সামনে দাড়াতে সংকোচ বোধ করি।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২১
মুবিন খান বলেছেন: আমারও নিজেকেই ঘৃণা লাগছিল... অসহায় লাগছিল... জানোয়ার মনে হচ্ছিল নিজেকে... শুয়োর মনে হচ্ছিল নিজেকে... সকলকে...
৬| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম মাথা ব্যথা নিয়ে।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২২
মুবিন খান বলেছেন: সমস্যা নেই। এই কবিতাটিও ব্যথাই। অনেক ব্যথা ভাই। মৃত্যু যন্ত্রণার ব্যথা কেমন জানি না। এর চেয়ে বেশী হবার কথা নয়।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
বিশ্রী ছবি দিয়েছেন; কবিতার অবস্হাও সংগীন