নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
তুমি বাসো না বলে
আকাশ মেঘ, বজ্র চিৎকার
মুষলধারা বৃষ্টি ঝরে
ভেঙেচুরে বাজে হাহাকার
তুমি আসো না বলে
বন্যা রেগে ভাঙে যে পথ
ভাঙে যে বুকের পাঁজর
বাধ ভেঙে যায় প্লাবনে
তুমি বল না বলে
জীবন থেমে থতমত খায়
বুক ছাড়ায়ে মন যেতে চায়
তোমার বুকের গহীণে
তুমি চাও না বলে
চাই না আমি তুমি বল কারও সঙ্গে
শুধু মনেতে চলে না আমার
হারাবো তোমার অঙ্গে
তুমি ভাবো না বলে
ভাবি না আমি ভাবছো অমন বটে
আমি ভাবি না, ভাবনারা শুধু
তোমার হৃদয়েই ছোটে
২০ শে আগস্ট, ২০২০ রাত ১:০৬
মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: মুবিন খানের কবিতা অন্যরকম!
২০ শে আগস্ট, ২০২০ রাত ১:০৮
মুবিন খান বলেছেন: আপ্লুত বোধ করছি। কৃতজ্ঞতা জানবেন।
৩| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:১৮
ইসিয়াক বলেছেন: বাহ! দারুণ তো। বেশ লাগলো।
২০ শে আগস্ট, ২০২০ রাত ১:০৮
মুবিন খান বলেছেন: লেখা সার্থক হলো। অনেক ধন্যবাদ।
৪| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২০ শে আগস্ট, ২০২০ রাত ১:০৯
মুবিন খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগাতেই সার্থকতা।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:১২
ফারদীন খান বলেছেন: মারহাবা মারহাবা