নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
জন্যে তোমার থাকি বসে
সকাল বিকাল রাত
চাও না তবু আমার পানে
তুমি থাকো অন্য ধ্যানে
খোঁড়ো হৃদয় অন্বেষণে
মুক্তো খোঁজ হাসিমালায়
নতুন ছাঁচের ছাদ
গণ্য তুমি চোখের নেশায়
গানে তোমার মুগ্ধ কথা
ভেজা ঠোঁটে কাব্য ব্যথা
সুরে স্বপ্ন ঠাট
সন্ধ্যা-সকাল তন্ময়তায়
রঙমহলের কথকতায়
হারিয়ে যাওয়ার সাধ
বন্য আমি সর্বহারা
তোমার বুকে গহীণ কোণে
টলটলে জল দুঃখ কোমল
ভীষণ অভিঘাত
বলাবলি বন্ধ রেখে
আকাশ ভরা অহংকারে
আপন ছাঁচেই মাত
০১ লা আগস্ট, ২০২০ রাত ১১:৩৮
মুবিন খান বলেছেন: ভালো লাগাটি জানালেন বলে কৃতজ্ঞতা। আপনার ভালো লাগাতেই সার্থকতা।
২| ০১ লা আগস্ট, ২০২০ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
০১ লা আগস্ট, ২০২০ রাত ১১:৩৮
মুবিন খান বলেছেন: ঈদ মুবারক। অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০২০ দুপুর ১২:২৮
ঢুকিচেপা বলেছেন: ছন্দময় কবিতাটি ভাল লেগেছে।
“বলাবলি বন্ধ রেখে
আকাশ ভরা অহংকারে
আপন ছাঁচেই মাত”