নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

জ্বর

২৫ শে জুলাই, ২০২০ রাত ২:৪৩




না না, ঘুম নয়; তারচেয়ে তুমি বরং জ্বর হয়ে এস
খুব জ্বর গায়ে হাঁটলে মেঝেটা হয়ে যায় জাহাজ
তখন সমুদ্রে ঝড়, টালমাটাল হুমড়ি খেয়ে চলা
জ্বর-সমুদ্রর শীতল বাতাসে কোঁকড়ান শরীর

তোমাকে দেখে শরীরে জাগে যে ভীষণ উত্তাপ
দ্রুতলয় হৃদস্পন্দন কিংবা আষ্টেপৃষ্ঠে খেই হারানো
বলাবলিরা সহজেই প্রলাপ হিসেবে প্রতিষ্ঠিত হবে-
জ্বর হয়ে আসো যদি; ঘুম হলে নির্ঘুম ক্লান্ত চোখ

জ্বর হয়ে এলে না চাইলেও হয়ত ছুঁতে ইচ্ছে করবে
ইচ্ছে করবে শরীরে জড়িয়ে উত্তাপ শুষে নিতে
মরণাপন্ন হলে তো এমনিতেই ঘুম, গ-ভী-র ঘুম
এরচেয়ে ঘুম নয়, তুমি না হয় এবার জ্বর হয়েই এস

জ্বর হয়ে আসো যদি আধো ঘুম আধো জাগরণ
সারাটাক্ষণ, উত্তাপ আর শরীর দুজনে দুজনার
নিঃশ্বাস হারায় রাতভোর পরস্পরের ব্রহ্মান্ড-ভ্রমণ
ঘুম হলে নির্ঘুম লাল চোখে এক জীবনের তৃষ্ণা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ রাত ৩:১৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০১ লা আগস্ট, ২০২০ সকাল ১১:৪৯

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

২| ২৫ শে জুলাই, ২০২০ ভোর ৬:২২

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধ হলাম।

০১ লা আগস্ট, ২০২০ সকাল ১১:৫০

মুবিন খান বলেছেন: শুনে খুব ভালো লাগল। উৎসাহিত হলাম। কৃতজ্ঞতা আপনাকে।

৩| ২৫ শে জুলাই, ২০২০ ভোর ৬:৪৭

ইসিয়াক বলেছেন: বাহ! চমৎকার।

০১ লা আগস্ট, ২০২০ সকাল ১১:৫০

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.