নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসঘাতক

০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৪৫



এই যে তুমি, তুমি নাকি একজন হত্যাকারী খুঁজছ?
শোন, উচ্চতর নিষ্ঠুর খুনি হিসেবে আমি খুব উৎকৃষ্ট
বিশ্বাস হলো না তো! এই ছুরিটা দেখছ? মাত্রই খুন করে
এলাম বিশ্বাসকে; এই দেখ তাজা রক্ত, গরম এখনও

কি বললে? প্রতারকও চাই তোমার! এ আর এমনকি!
খুনের আগে বিশ্বাসের আস্থাভাজনই ছিলাম আমি
প্রবল আস্থায় বিশ্বাস আমার বুকে ঝাঁপ দিল, তখনই
ছুরির সুতীক্ষ্ণ ফলাটা আমূল বসিয়ে দিলাম পিঠে

এখন চিন্তামুক্ত হও; হ্যাঁ হ্যাঁ, আমিই তোমার লোক
কি বললে! দুশ্চরিত্র না হলে তোমার চলবে না!
প্রতারণায় বুকে টেনে পিঠে ছুরি মেরে যে খুন করে
তার চরিত্র খোঁজ! আশ্চর্য! হাহাহা... হাসিও না তো!

চরিত্র হারাতে হারাতে তার সংজ্ঞাই দিয়েছি পাল্টে
ভন্ডামিতে তুখোর রাজনীতিক অনায়াস পরাজিত
দেখ তোমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যর কমতি আমার নেই
বিশ্বাস কর, আমি শতভাগ কেবল তোমারই লোক।

এরপর মীরজাফরের মতো আমারও কদর বাড়ল খুব
একদিন ধারালো ছুরির ফলাটি বিঁধে গেল আমারই বুকে
ব্যাঙের রাজছত্রে মুষল বৃষ্টির ছাঁট সামলে তুমি বলছ
আমি নাকি বিশ্বাসঘাতক, প্রতারক, দুশ্চরিত্র এবং ভণ্ড।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: যত মন্দ যত অন্যায় যত দুর্নীতি সবই বুমেরাং হয় সময়ের ফেরে

সুন্দর হয়েছে

০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:১৭

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৪

রানার ব্লগ বলেছেন: ভালো লেগেছে প্রতারক হওার চেস্টায়

০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:১৮

মুবিন খান বলেছেন: হ্যাঁ, প্রতারক হওয়াও সহজ নয়। অনেক ধন্যবাদ।

৩| ০২ রা জুলাই, ২০২০ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আনন্দময় কবিতা লিখুন ভাইসাহেব।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:২০

মুবিন খান বলেছেন: এবারে দুঃখপ্রকাশ করছি। পরেরবার চেষ্টা থাকবে আনন্দ নিয়ে লেখার। কৃতজ্ঞতা আপনাকে।

৪| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১২:০৬

তারেক ফাহিম বলেছেন: সময় সঠিক জবাব দেয়।

কবিতায় ভালোলাগা।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:২১

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:২২

আজাদ প্রোডাক্টস বলেছেন: ওরে বাবা

০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:২২

মুবিন খান বলেছেন: কি হোলো ভাই! চমকে উঠলেন যে!

৬| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ১:৩৩

মোছাব্বিরুল হক বলেছেন: ভালো বলেছেন।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:২৩

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৭| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৩৯

এম ডি মুসা বলেছেন: যথাযথ ভালো লাগছে

০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:২৪

মুবিন খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৮| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:১১

নেওয়াজ আলি বলেছেন: ভীষণ ভালো লাগলো l

০৩ রা জুলাই, ২০২০ রাত ৩:২৪

মুবিন খান বলেছেন: কৃতজ্ঞ জানবেন।

৯| ০৩ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.