নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

তোমার গল্পটা...

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩


শুনছো? তোমার গল্পটা আমি বদলে দেব
আহা শোনই না, গল্পে তুমি হবে রাজকন্যা
যার সবকিছু একেবারে রূপকথার মতো
কিন্তু দূরের মানুষ নয়, ছুঁয়ে দেয়া যায়।

না না, সোনার কাঠি রূপার কাঠি দিয়ে
ঘুম পাড়ানো রাজকন্যা হওয়াবো না,
সে তো পরাধীন, বন্দিনী দৈত্যের
তুমি হবে স্বাধীন রাজ্যের স্বাধীন নারী।

খুব সাধারণের মনের মাধুরীর রাজকন্যা
মুকুট পরাবো না মাথায়, নিজেই হবো ছায়া
বৃষ্টি চাইলে হবো মেঘ, যদি জ্যোৎস্না চাও, তবে
সূর্য থেকে ধার করতে আলো, ছুটব আকাশে।

কি বললে! রক্তকরবীর নন্দিনী হতে চাও?
নাহ্‌, নন্দিনী নয়, মকররাজ বড় নিষ্ঠুর
পুঁজিবাদের বিশ্বস্ত প্রতিনিধি, বড় জটিল লোক
আলোতে না আসা, অন্ধকারের মানুষ তিনি।

নন্দিনীর রঞ্জনের মৃত্যু নিশ্চিত করতে চান
আমাকে ‘বিশুপাগল’ বানায় কিনা কে জানে!
বিশুপাগলও নন্দিনীকে খুব ভালোবাসে
কিন্তু লোভীর মতো নন্দিনীকে পেতে চায় না।

না না, নন্দিনী নয়; কি বললে? লাবণ্য তবে?
লাবণ্য অবশ্য তোমার মতোই সৌন্দর্যে, রুচিতে,
হৃদয়ে, জ্ঞানে আর কবিতায় অভিজাত বটে
তবু লাবণ্য নয়, লাবণ্য অমিতকে ছেড়ে যায়।

দেবী চৌধুরানীর প্রফুল্ল হবে তবে! হয়ো না।
জমিদার পুত্রবধু, কিন্তু সমাজ ডাকে জাতিভ্রষ্টা
শ্বশুর নেয় না,বিয়ের দিনেই তাই পিত্রালয়ে
শুরুর জীবনটা বড় কষ্টের প্রফুল্লর।

তারচেয়ে তোমাকে ইভ বানাবো, চেনো নি?
পৃথিবীর প্রথম নারী ইভ, খুব সুকৌশলে
ইশ্বরের কাছ থেকে পৃথিবীকে নিয়ে ফেলে
অ্যাডামকে দিয়েছিল, তারপর নিজেই...

পৃথিবীটার সঙ্গে সকল অনুরাগ মিশিয়ে
অ্যাডামের আপন ভুবন হয়ে উঠেছিল।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ২:২৫

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপানকে।

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

শের শায়রী বলেছেন: বাহ! ভালো লাগা।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ২:২৬

মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪১

ময়ূরী বলেছেন: প্রতিটি চরণ পড়ে মুগ্ধ হলাম।।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ২:২৭

মুবিন খান বলেছেন: দারুণ উৎসাহের জন্যে অনেক ধন্যবাদ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

নেওয়াজ আলি বলেছেন: দারুণ ছন্দ বর্ণ ।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

মুবিন খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.