নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
দাবানলে মিসেস টোনি ডোহেরটি
আগুন আর প্রাণ তুচ্ছ করে, ছুটে
গিয়ে ভাল্লুক শাবক কোলে তুলে নিলেন ;
বোতল খুলে খাইয়ে দিলেন মিনারেল জল।
সে জলে মমতা মেখে ভিজিয়ে দিলেন শরীর
গায়ের শার্টে জড়িয়ে ছুটলেন ঊর্ধ্বশ্বাসে।
বিশ্ব জুড়ে গণমাধ্যমেরা বলল, ‘হিরো’
মিসেস টোনি ডোহেরটি, আপনাকে শ্রদ্ধা।
অস্ট্রেলিয়ার আর্ত সেবক আমার বন্ধুটি উদাসে
সূর্যর ছবি তোলে; টকটকে লাল, গনগনে সূর্য
জ্বলছে দাউদাউ, পুড়ছে অস্ট্রেলিয়ার মতোই
বন্ধুটি আগুনের গন্ধ পায়, পায় ধোঁয়ার গন্ধ।
আমার মনে প্রশ্ন জাগে, বলতে ইচ্ছে করে,
'ধোঁয়ার গন্ধ পাচ্ছিস্! আগুনের গন্ধ পাচ্ছিস্!!
অযুত নিযুত পশুর মাংস পোড়ার গন্ধ পাচ্ছিস্ না?
দগ্ধ কাঁচা মাংসের গন্ধ? অথবা মৃত্যুর গন্ধ?'
তৃষ্ণার জল দেবে না বলে পাঁচ সহস্র উট
হত্যাকারীরা কি হত্যার গন্ধ লুকিয়ে ফেলল?
সেভ ওয়াইল্ড লাইফ নিশ্চুপ কেন?
মিসেস টোনি ডোহেরটি, আপনি কোথায়?
১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
মুবিন খান বলেছেন: হ্যাঁ, প্রতিবাদ চাই। অসংখ্য ধন্যবাদ।
২| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০
মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সময়ের আর্তনাদ
কষ্ট লাগে এসব নিয়ে ভাবলে
সুন্দর হয়েছে
১৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০০
মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
সবসময় তারা কথা বলে না, সবসময় তাদের ক্যামেরা আপ্লুত হয় না-
সবসময় কথা বলতে নেই, এটাই যেন সময়ের নিয়ম।
আপনার প্রতিবাদে আমিও শামিল হলাম....
কোন কোন প্রতিবাদ এভাবেই কবিতাই উচ্চারিত হোক-