নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
একদিন উদাস হব
উদাস হইয়া ঘর হইতে সিদ্ধার্থর মতো
চুপে চুপে বাইর হইয়া যাব।
সিদ্ধার্থরে চিন তো? গৌতম বুদ্ধ;
সে জঙ্গলে গেছিল, গিয়া ধ্যানে বসছিল।
আমি ধ্যান করব না, গল্প দেখব
দুনিয়ার মানুষ সকলেই একেকটা গল্প,তাদেরে
পড়ব আমি, তারা তোমার মত দুর্বোধ হবে না;
তারপরে আর ফিরব না।
আমি কোথায় যে যাব কেউ জানবে না,
নিজেই জানব না তো কেউ জানবে কেমনে?
তুমি কি কানবা তখন? খুঁজবা আমারে?
কি করবা না পাইলে?
একদিন হারায়ে যাব
হারায়ে গিয়া পথে পথে ঘুরব।
পরিব্রাজক হব তখন, হিউয়েন সাঙের মতো
ফাঁকি দিয়া শহর হইতে বাইর হইয়া যাব।
ভ্রমণ কাহিনি লেখব ভাবছ? লেখব না,
কবিতাও না। পন্ডিতগিরি করব না,
কোনও রাজনৈতিক সম্পর্কও গড়ব না
হিউয়েন সাঙের মতো অনুবাদ করব তয়?
না, সেইটাও করা যাবে না। বিদ্যা নাই।
পুরা এশিয়াও ঘুরব না, বাংলা ঘুরব খালি,
খালি ঘুরব পথে পথে। তুমি খুঁজবা; হয়ত।
কিন্তু...
কিন্তু কোত্থাও খুঁইজা পাইবা না।
কি করবা তখন কও তো?
একদিন মইরা যাব
মইরা গিয়া প্রতিশোধ নিব।
মুক্তিযোদ্ধার মতো অহঙ্কারের মিত্যু;
মাইন দিয়া ব্রিজ উড়ায় দিতে গিয়া
মইরা গেছিল যেই মুক্তিযোদ্ধা, কিংবা
যুদ্ধক্ষেত্রে গোলাম আজমরে মাইরা ফেলতে
না পারার দুঃখ নিয়া মইরা গেছিল যে-
তাদের মতো অহঙ্কার আর দুঃখ নিয়া
মইরা যাব একদিন।তখন লোকেরা
হায় হায় করবে, আক্ষেপ করবে তারা,
লোকেরা বলবে,’আহা! বড় ভালো লোক ছিল।’
তুমি শুনবা। শুইনা কি কানবা তুমি?
হেঁচকি তুইলা তুইলা কানবা তুমি?
আমারে পাওয়ার রাস্তা তখন বন্ধ হইয়া যাবে
কও দেখি কি করবা?
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২
মুবিন খান বলেছেন: জঙ্গলের মশারা গুরুচণ্ডালী ভাষার উপ্রে রুষ্ট থাকে কিনা সেইটা জানবার সুযোগ এখনও হইয়া ওঠে নাই ভাই। তবে গেলে অন্তত তাদের কামড় খাইয়া ঘরে ফিরা যাবে না। তো জঙ্গলে হাওয়া বাতাসের ঠেলায় যেহেতু কয়েল জ্বলানো যাবে না, তাইলে ক্রিম লইয়া যাইতে হবে। মশার কামড় রোধক ক্রিম। সেই ক্রিম গায়ে মাইখা ঘোরাঘুরি করতে হবে।
মজা করলাম। আসলে আমার 'কবিতা ভীতি' আছে। কবিতা লিখতে গেলেই 'কবিতা হোলো না' ভাবনাটা মাথায় ঘোরাঘুরি করতে থাকে। তবু লিখে ফেলি কখনও কখনও। সেটা 'কবিতা' হয়ে উঠল কিনা ও ভাবনায় যাই না। আমার জায়গাটা গদ্য। সেখানেই আমি প্রাণভরে নিঃশ্বাস নিতে পারি, ইচ্ছে মতো চলতে পারি।
আরেকটা কথা, ভাষাগত আপত্তি বলছে আপনি প্রমিত ভাষায় লিখতে সমর্থন করছেন। কোনও ভাষার সার্বজনীন স্বীকৃত রূপটাকেই তো সেই ভাষার মান্য বা প্রমিত রূপ বলা হয়। তাহলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের থেকে কতজন প্রমিত ভাষায় কথা বলে? সেক্ষেত্রে যে ভাষায় মানুষ বলছে, সে ভাষায় লিখলে সেটি গ্রহণযোগ্য কেন হবে না? আঞ্চলিক ভাষাতে সাহিত্য রচিত হচ্ছে তো। আর প্রমিত ভাষা নিজের জায়গাতেই রয়েছে। এখন কথ্যভাষাতেও লিখছে মানুষ। দিন দিন অনেক জনপ্রিয় হয়ে উঠছে। 'প্রমিত' সাধারণ মানুষের ভাষা নয় জেনেও আমরা তবু 'প্রমিত'ই লিখি। লিখবও আরও বহুকাল।
আমার 'কবিতা না হয়ে উঠতে পারা' লেখাটি পড়লেন বলে আপনাকে অনেক ধন্যবাদ। মতামত দিলেন বলে কৃতজ্ঞতা জানবেন।
২| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৪৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি শুনবা। শুইনা কি কানবা তুমি?
হেঁচকি তুইলা তুইলা কানবা তুমি?
...................................................................
নারী কি এখনও অবলা আছে ???
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৮
মুবিন খান বলেছেন: নাহ্, নারী আর অবলা নাই। এ কেবল মুখের কথা না। আপনি সচিত্রে যে প্রমাণ দাখিল করলেন, তাতে ধারণা আর ধারণা নাই, বিশ্বাস আর আস্থা হয়ে গেছে।
কিন্তু একটা কথা, ক্রন্দন কি খালি অবলারা করে? 'বলা', 'সবলা' আর বলবানদের কি ক্রন্দনের ইচ্ছা জাগে না কখনও?
৩| ১০ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫২
নুরহোসেন নুর বলেছেন: অভিমান জমুক ঘুর্নিঝড় উঠুক মনের সমুদ্রে,
তুমি যখন শুনছো না,
আমাকে দেখছো না,
তখন আমি কেন ঘরত্যাগী হবো?
আমি প্রতিশোধ নিবো চরম প্রতিশোধ,
অভিমানের ঘুর্নিতে ধ্বংস করে দিবো তোমার অহংকার।
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৩
মুবিন খান বলেছেন: ভালোবাসায় কোনও শর্ত থাকে না। থাকে না স্বার্থ। তাই 'প্রতিশোধ' শব্দটা এই সম্পর্কর ক্ষেত্রে প্রযোজ্য হয় না।
৪| ১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২
সেলিম আনোয়ার বলেছেন: অভিমান প্রেমের হাওয়ায় ভেসে যাক। প্রিয়তমার সঙ্গমে বাঙময় হয়ে ওঠুক।
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
মুবিন খান বলেছেন: যাক ভেসে...
৫| ১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩
নীল আকাশ বলেছেন: আপ্নি আবার কবিতা লেখা শুরু করলেন নাকি?
কবিতা ভাব চক্কর ভালোই লাগলো।
আপনার লেখার ভাষা একটু অন্য রকম। পড়ে মজাই লাগলো।
হারিয়ে গেলেও মাঝে মাঝে ব্লগে ফিরে আসবেন কিন্তু!
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৫
মুবিন খান বলেছেন: 'ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??'- না, ডাকাত আমি হই নি। তবে হঠাৎ হঠাৎ ইচ্ছে জাগে 'লিখে ফেলি একটা...।' কিন্তু সঙ্গে এও জানি, আমার লেখা কবিতা জাত কবিদের রোষের কারণ। ফলে জাত কবিরা আমাকে এড়িয়েই চলেন। কেউ কেউ আবার অসহ্য হয়ে আক্রমণ করেও বসেন। আর আমি উদাসীন হয়ে গদ্যে পথ খুঁজি।
হারিয়ে যেতে চাই না। আর গেলেও ব্লগে ফিরব। সঙ্গে থাকবেন।
৬| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমারো মাঝেমইধ্যে তারে এমন একখান হুমকি দেওনের ইচ্ছে হয়
একদিন সব ছাইড়া ছুইড়া হারাইয়া যাইতে, জঙ্গলে । মঙ্গলে।
কবিতা ভালো লেগেছে।
১১ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
মুবিন খান বলেছেন: মঙ্গলের খোঁজে জঙ্গলে যান বা না যান, হুমকিটা তারে দিয়া দিতে পারেন। সে জানুক আপনিও অত সোজা না। সস্তা তো না-ই। আমার মতো আর কি।
৭| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার কিন্তু এই রকম কবিতা লিখতে ইচ্ছা হয়। আমার ভালো লাগলো।
কবিতায় ++
১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮
মুবিন খান বলেছেন: আপনার ভালো লাগা জেনে আপ্লুত হয়েছি। আমার লেখার এ ভাষাটা নিয়ে অনেকেই অভিযোগ করেন। কিন্তু আমি এ ভাষাটায় লিখতে খুব মজা পাই। মন ভালো হয়ে যায়। তাই সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করি না।
আপনার যদি এমন কবিতা লিখে ফেলার ইচ্ছে জেগেই থাকে, তবে ইচ্ছেটার মূল্যায়ন করুন।
৮| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৮ ই নভেম্বর, ২০১৯ ভোর ৪:৩৯
মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৪২
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতার ভাষা দেখে
ভাব সাব ভাল ঠেকছেনা
জঙ্গলে গেলে মশার কামড়
খেয়ে ঘরে ফিরতেই হবে ।
সাধু চলতি মিশ্রনটা না হলে
বেশ ভালই লাগত ।
লেখা চালিয়ে যান
আশা করি একসময়
ভাল ভাল কবিতা
দেখতে পাব ।
শুভেচ্ছা রইল