নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় জুলাই ও অগাস্টে ১ হাজার ৪২৩ জন ছাত্র-জনতা শহীদ হয়েছেন বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব এবং কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফেসবুকে প্রকাশ করা ওই ভিডিওতে তরিকুল ইসলাম জানান, শহীদ এবং আহতদের সংখ্যায় আরও কিছু সংযোজন-বিয়োজন হতে পারে। তবে এ বিষয়ে খুব শিগগিরই একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও জানান, আন্দোলনে গিয়ে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন মানুষের সংখ্যা ৫৮৭ জন। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। তাদের মধ্যে ৯২ জন দুই চোখেই গুলি খেয়েছেন বা দুই চোখই নষ্ট হয়ে গেছে। সুত্র ঃ সময় নিউজ
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহনের পরেই জানিয়েছেন যে, তারা অগ্রাধিকার ভিত্তিতে জুলাই -অগাস্ট হত্যাকান্ডের বিচার করবেন । প্রশ্ন হচ্ছে সেটা কবে ? আন্দোলনে নিহত শহীদদের নিকটজনেরা সবাই মামলা করেছে। অনেকেই গ্রেফতার হয়েছে। কিন্তু প্রায় দেড় মাস পার হবার পরেও এখনও কেন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না? দেশেতো আইন আদালত, আইনজীবি সবই আছে। এই বিষয়ে স্বরাস্ট্র ও আইন উপদেষ্টাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারন বিচারের দায়টা স্বরাস্ট্র ও আইন মন্ত্রনালয়ের। এই দুই উপদেষ্টা কি ভয় পাচ্ছেন হাই প্রোফাইল আসামীদের বিচার করতে ? যদি ভয় পেয়ে থাকেন তাহলে দ্বায়িত্ব জোড় করে ধরে রাখার দরকার কি ? চাকুরি ছেড়ে দিলেই পারেন। প্রায় প্রতিদিনই আমরা পত্রিকা খুললে নানা ধরনের অরাজকতার খবর পাচ্ছি। বেশিরভাগ মানুষ আওয়ামিলীগ আমলের চাইতেও এখন বেশি ভয়ে আছে। কারন আশে পাশের আওয়ামী সুবিধাভোগীরা চোখ রাঙ্গিয়ে বেড়াচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহন ও সমর্থন দেয়ায়। অনেকেই ভয়ে আছেন যে কখন আবার ক্ষমতায় ফিরে আসে পতিত ফ্যসিস্ট সরকার। মানুষের মন থেকে ভয় দূর করতে এবং দেশে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে জোড়ালো আওয়াজ ওঠা প্রয়োজন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৫
মেঠোপথ২৩ বলেছেন: একমত। বিশেষ করে কিছু পুলিশকে দৃষ্টান্তমুলক শাস্তি দিলে, পুলিশবাহিনীতে শৃংখলা আপনাতেই প্রতিষ্ঠিত হবে।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৭
ইমরান৯২ বলেছেন: অবশ্যই বিচার হওয়া উচিত , কিন্তু সবকিছুতেই আমাদের এত তাড়াহুড়ো কেন ?
১৫/১৬ বছরের কাজ কি ২/১ মাসেই করে ফেলতে চাইছেন ?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৫
মেঠোপথ২৩ বলেছেন: আপনিতো তাড়াহুড়ো করে মন্তব্য করে ফেললেন। ১৫/১৬ বছরের কোন কাজ ২/১ মাসেই করে ফেলার কথা বলা হয়েছে ? আইন , আদালত সবই আছে দেশে। বিচার প্রক্রিয়া শুরু করলে অসুবিধা কোথায় ? বিচার প্রক্রিয়া যত বিলম্বিত হবে , তত বিচার না করার একটা প্রবনতা তৈরী হবে।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৩
সোনাগাজী বলেছেন:
আপনাকে "নতুন মুক্তিযোদ্ধা" খেতাব দেক ড: ইউনুসের সরকার; সাথে সাথে ব্লগারদের পক্ষ থেকে "নতূন স্বাধীনতার" ও "নতুন বাংলাদেশের" শুভেচ্ছা ও অভিনন্দন।
এই হত্যায় কারা কতজন হত্যা করেছে, সেটা বের করতে সময় লাগবে। আন্দোলনের ডিজাইনে ছিলো: বিপুল সংখ্যাক ছাত্রের মৃত্যু ঘটায়ে, মানুসকে রাস্তায় নামায়ে, সরকারের পতন ঘটানো।
সরকারের পুলিশের সাথে সাথে আন্দোলন পরিচলানাকারীদের থেকেও বিপুল সংখ্যক মানুষ ও ছাত্রকে হত্যা করা হয়েছে। এই বিচারের আগেই "কোমলমতিদের" নিয়ে অনেক কিছুবেরিয়ে আসবে।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
সোনাগাজী বলেছেন:
আন্দোলনে আপনি অংশ নিয়েছেন কিনা, সেটও ব্লগারদের জানার দরকার আছে।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১২
নতুন বলেছেন: আপনাকে "নতুন মুক্তিযোদ্ধা" খেতাব দেক ড: ইউনুসের সরকার; সাথে সাথে ব্লগারদের পক্ষ থেকে "নতূন স্বাধীনতার" ও "নতুন বাংলাদেশের" শুভেচ্ছা ও অভিনন্দন।
এই হত্যায় কারা কতজন হত্যা করেছে, সেটা বের করতে সময় লাগবে। আন্দোলনের ডিজাইনে ছিলো: বিপুল সংখ্যাক ছাত্রের মৃত্যু ঘটায়ে, মানুসকে রাস্তায় নামায়ে, সরকারের পতন ঘটানো।
সরকারের পুলিশের সাথে সাথে আন্দোলন পরিচলানাকারীদের থেকেও বিপুল সংখ্যক মানুষ ও ছাত্রকে হত্যা করা হয়েছে। এই বিচারের আগেই "কোমলমতিদের" নিয়ে অনেক কিছুবেরিয়ে আসবে।
আপনি নিজের ভাবনা থেকে মাঝে মধ্যে ভয়ংকর কিছু অভিযোগ করেন যার পক্ষে আপনার কাছে কোন প্রমান নাই।
পুলিশ/ছাত্রলীগ/আয়ামীলীগের সন্ত্রাসীরা কি ভাবে হত্যা করেছে তার ভিডিও আছে। সেইগুলির হুকুমের আসামী শেখ হাসিনার বিচার হলে কত বছর সাজা হবে তার?
সরকার পতনের আন্দোলনে মানুষ কেন নেমেছে?
কিছু শিবির/পাকিরা বললো আর জনগন নেমে গেলো? আপনিতো দেশের হাজার হাজার মানুষকে অপমান করছেন।
আন্দোলনে জনগন নেমেছে, কেউই মরতে নামেনাই। সরকারী নির্দেশ ছিলো গুলি করার।
আপনার কাছে প্রমান না থাকলে এই ভাবে ঢালাও ভাবে মিথ্যা প্রচার করা কি ঠিক?
২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪০
মেঠোপথ২৩ বলেছেন: ভাই , আমি গনহত্যা সমর্থনকারীদের সাথে কোন তর্কে যাব না বলে ঠিক করেছি। বিচার প্রক্রিয়া শুরু হলে , এই মিথ্যূকদের মিথ্যাচার আপনাতেই কমে যাবে।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২১
সোনাগাজী বলেছেন:
@নতুন,
আপনার ভাগিনা ( বোনের ছেলে ) ১ম শুনিটং'এর রাস্তায় যাবার পর, আপনি সেই ছেলে যাতে আন্দোলনে না'যায়, সেটার ব্যবস্হা নিয়েছিলেন?
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৪
সোনাগাজী বলেছেন:
@নতুন,
আমি শুরু থেকে কোমলমতিদের শিবির বলায় আপনি কি বলেছিলেন? এখন তো দেখে যাচ্ছে আন্দোলন পরিচালনায় হাজার হাজার শিরিব যুক্ত। এদের ট্রেনিং করা দিয়েছে? ড: ইউনুস সাহেবকে সরকারে কে যোগ করেছে?
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪
নতুন বলেছেন: @নতুন,
আপনার ভাগিনা ( বোনের ছেলে ) ১ম শুনিটং'এর রাস্তায় যাবার পর, আপনি সেই ছেলে যাতে আন্দোলনে না'যায়, সেটার ব্যবস্হা নিয়েছিলেন?
আমি তাকে যেতে নিষেধ করি নাই। বরং সাবধানে থাকতে বলেছি।
সে ফেসবুকে যাতে ব্যক্তি আক্রমন করে পোস্ট না দেয় সেটা বলেছি।
@নতুন,
আমি শুরু থেকে কোমলমতিদের শিবির বলায় আপনি কি বলেছিলেন? এখন তো দেখে যাচ্ছে আন্দোলন পরিচালনায় হাজার হাজার শিরিব যুক্ত। এদের ট্রেনিং করা দিয়েছে? ড: ইউনুস সাহেবকে সরকারে কে যোগ করেছে?
সম্ময়কদের মাঝে ১টা শিবির থাকাতে সবাই শিবির হয়ে যায় নাই, আন্দোলন শিবিরের হয়ে যায় নাই।
ড: ইউনুসের নামই সবার মাথায় এসেছিলো। অন্য কারুর পক্ষে আন্তজাতিক সমর্থন পাওয়া সমস্যা ছিলো।
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫২
সোনাগাজী বলেছেন:
সবার মাথায় ড: ইউনুস থাকার কথা নয়; আপনার ও আমার মতো লোকজনের মাথায় ডল ইউনুস ছিলেন; হেফাজত, জামাত-জামাত-শিবির, বিএনপি ও আওয়ামী লীগের খাতায় ড: ইউনুস ছিলেন না।
ড: ইউনুস এসেছেন আমেরিকা যুক্ত থাকার কারণে ও আমেরিকা আমাদের সেনা বাহিনীকে নিজের কন্ট্রোলে নেয়ার কারণে।
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৫
সোনাগাজী বলেছেন:
@নতুন,
আপনার ভাগিনা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র; অন্য গাধাদের মতো সে পুলিশের গুলির সামনে যায়নি; ইহা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের বেলায় কাজ করেছে। শিবির মাদ্রাসার ছেলেদের "শার্ট ও প্যান্ট" পরায়ে ইউনিভার্সিটির ছাত্র বলে চালায়েছে, তাদেরকেই পুলিশের রাইফেলের সামনে নিয়ে গিয়েছিলো।
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬
সোনাগাজী বলেছেন:
৯ নং মন্তব্যটা ন্লগার "নতুন"এর জন্য
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৪
নতুন বলেছেন: ড: ইউনুস এসেছেন আমেরিকা যুক্ত থাকার কারণে ও আমেরিকা আমাদের সেনা বাহিনীকে নিজের কন্ট্রোলে নেয়ার কারণে।
আমি ভারত বা চীনের পরিবর্তে আমিরিকার সাথে সম্পর্ক থাকা ভালো মনে করি।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬
সোনাগাজী বলেছেন:
@নতুন,
আপনি বলেছেন, "আমি ভারত বা চীনের পরিবর্তে আমিরিকার সাথে সম্পর্ক থাকা ভালো মনে করি। "
-আমাদের সেনাবাহিনী আমাদের জাতির প্রতিরক্ষার প্রতীক; কিন্তু এরা আমেরিকার বাহিনী ব্যতিত অন্য কিছু নয়; এরা টাকার দাস।
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
সোনাগাজী বলেছেন:
আন্দোলনে আপনার ভুমিকা থাকলে জানাবেন, আপনাকে "নতুন মুক্তিযোদ্ধা" খেতাব দেয়ার জন্য অনুরোধ করতে চাই দেশের সরকারের কাছে।
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৬
ঊণকৌটী বলেছেন: ভারতের জন্য নুতন দরজা খুলে গেছে, এবং সেইটা আম্রিকার হাত ধরে|
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪০
আহরণ বলেছেন: কিসের বৈষম্যবিরোধী?? এদের অধিকাংশই মাদক আসক্ত, টোকাই, ছিনতাইকারী, ভয়ঙ্কর কিশোর গ্যাং এর সদস্য।
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৩
প্রহররাজা বলেছেন: শহীদ কোন হিসাবে? কোটায় শহীদ? এরা নিজ দায়িত্বে জামাতের কথা শুনে পুলিশ পিটাতে গেছিল, এদের শহীদ না বলে সন্ত্রাসী বলা উচিত।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দ্রুত দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত ।