নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনামুল হক ও লাকি ইনামের কন্যা হৃদি হক আমাদের তারুন্যের জমানায় নাটক শুরু করেছিল। সেই সময়ে তার অভিনয় তেমন ভাল লাগেনি। ইনামুল হক ও লাকি ইনাম ডাকশাইটে অভিনেতা অভিনেত্রী ছিলেন। তাদের তুলনায় মেয়ের অভিনয় একেকবারেই দাগ কাটতে পারেনি যেটা সফলভাবে সেই সময়ে পেরেছিল বিপাশা হায়াত। খুব বেশি দেখা হয়নি হৃদি হকের নাটক। বহু বছর পর সেই হৃদি হকের পরিচালনায় নির্মিত '' ১৯৭১ সেই সব দিন'' সিনেমার ট্রেইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সারা ফেলেছে।
ট্র্রেইলার দেখে বেশ চমকপ্রদ হয়েছি। এতটা উন্নত মানের নির্মানশৈলী ও চিত্রগ্রহন দেশি সিনেমায় দেখা যায় না। ভাল অভিনয় ও ভাল কাহিনী নির্ভর সিনেমা হয়ত অনেক আছে আমাদের দেশে। কিন্ত কারিগরী দিক এথেকে আমাদের সিনেমা বরাবরই পিছিয়ে। এই সিনেমার ট্রেইলার সেই ভ্রম দূর করেছে।
১৯৭১ এর সেই দিনগুলো
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঠিক বলেছেন এই মুভির ট্রেইলারটা আমারও ভাল লেগেছে।