নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঠোপথ২৩

মেঠোপথ২৩ › বিস্তারিত পোস্টঃ

ছাদবাগানগুলো এডিস মশা উৎপাদনের কারখানা

২৭ শে জুলাই, ২০২৩ রাত ৮:০৪

চলুন ২৫ বছর আগে নব্বই দশকে ফিরে যাই, কিনবা তারো আগে? আপনার কি কখনো ডেঙ্গু জ্বর হয়েছিল কিংবা আপনার পরিচিত কারো ? আমার কখনই হয়নি , আমার পরিচিত কারো হতেও শুনিনি। টাইফয়েড, জন্ডিস বা ম্যলেরিয়া জ্বর হতে দেখেছি ,কিন্ত ডেঙ্গূ নয়। ২০০০ সালের পর থেকে দেখছি ডেঙ্গুর প্রাদুর্ভাব। সাম্প্রতিক কয়েক বছরে ডেঙ্গূ মহামারীতে পরিনত হয়েছে বিশেষ করে বর্ষাকালে। রাস্তাঘাট , জলাশয়, ড্রেন নিয়মিত পরিষ্কার করা ও মশার ঔষধ ছিটানোর দায় সিটি কর্পোরেশনের। তাদের দ্বায়িত্বে অবহেলার অভিযোগ বহুকাল ধরে চলে আসছে। সেই প্রসঙ্গ নাহয় উহ্যই রাখি। তবে বাসা বাড়ির ছাদ বাগান পরিষ্কারের দায়তো আর সিটি কর্পোরেশনের নয়।

ঢাকার মেয়র প্রয়াত আনিসুল হকের একটি মন্তব্যে খুব সমালোচনা তৈরী হয়েছিল। তিনি বলেছিলেন যে, '' বাসা বাড়িতে গিয়ে মশা মারাতো আর সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়।'' কথাটা আসলেই খুব যৌক্তিক ছিল। ৮০/৯০ দশকে বাসা বাড়িতে বাগান বলতে বারান্দায় কিছু ফুলের টবকেই মনে পড়ে । খোলা ছাদে কখনো বাগান গড়তে দেখিনি। ২০০০ সালের পর থেকে ছাদ বাগান গড়ার হিরিক শুরু হয়।। এইসব ছাদবাগানগুলো বর্তমানে মশা উৎৎপাদনের কারখানা হয়ে দাড়িয়েছে। আর ডেঙ্গুও তাই মহামারীতে পরিনত হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে স্বাগতম। নিয়মিত পড়ুন, লিখুন, মন্তব্য করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.