নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
আগের সরকার দমন পীড়ন চালিয়েছে। সেই দমন পীড়ন ভয়াবহ আকার ধারণ করেছিল।এছাড়া দমন পীড়ন চালিয়েছে ছাত্র-ছাত্রীদের উপর। দুর্নীতি ও অনিয়ম দিয়ে ক্ষতি করেছিল সাধারণ মানুষের। ক্ষতি করছে চাকুরির প্রত্যাশীদের। দালালি ছিল সারা বাঙলাতেই। এখনো যদি আগের মত চলে; বাক স্বাধীনতা না থাকলে নতুন বাংলাদেশ আদৌ হবে?
২| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪২
প্রহররাজা বলেছেন: আগের সরকার বাক স্বাধীনতা দিলে দেশ ১৫ বছর আগেই মৌলবাদের হাতে বন্দি হতো। যেমন দেশের জনগন তেমন দেশের সরকার।
৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৪
ছোট কাগজ কথিকা বলেছেন: যদি আগের মতো দমন-পীড়ন, দুর্নীতি, এবং অনিয়ম অব্যাহত থাকে, তাহলে সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়। বাকস্বাধীনতা, সুশাসন, এবং সবার অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে উঠতে পারে। জনগণের কণ্ঠ রোধ করে, অবিচার করে কখনোই দেশের অগ্রগতি সম্ভব নয়—পরিবর্তন আনতে হলে ন্যায়বিচার এবং স্বচ্ছতা অতি জরুরি।
৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:১৮
কামাল১৮ বলেছেন: মুসলিম দেশে বাঁক স্বাধীনতা অসম্ভব।সীমিত স্বাধীনতা দেয়া যায়।পৃথিবীর কোন মুসলিম দেশে নাই ।
৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৩
নতুন বলেছেন: সম্ভব কিন্তু সময় লাগবে। এতো দিনের অভ্যাস পরিবর্তন করতে সময় লাগবে।
আগে অন্যায় করতে উপরের নির্দেশ আসতো। অন্যায় করে নেতাদের আচলের নিচে আশ্রয় পেতো।
এটা যদি বন্ধ হয় তবে মানুষ আস্তে আস্তে সোজা হতে শুরু করবে।
এই বাংলাদেশীরাই কিন্তু বিদেশে গিয়ে রাস্তায় নারীদের টিজিং করেনা, রাস্তায় ময়লা ফেলেনা, যখন তখন কারুর গায়ে হাত তোলেনা, আমারে চেনোস বলে হুংকার দেয় না।
৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৪
জ্যাক স্মিথ বলেছেন: না।
৭| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৮
রাসেল বলেছেন: অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আপামর জনগণ সরকার পরিবর্তনে অংশগ্রহন করে এবং সফল হয় । তাই বলে কি সকল অন্যায় দূর হয়ে গেছে? না। দেশের প্রশাসনে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে দুর্নীতিপরায়ণ চক্র ঢুকানো হয়েছে, যার ফলাফল আমাদের সকল ক্ষেত্রে ভোগ করতে হইতেছে । যে দেশের পুলিশ প্রধান ডাকাত, সে দেশে এর থেকে ভালো কিছু আশা করা উচিত না ।
সমাজের ভালো কিংবা মন্দ পরিবর্তন হঠাৎ করে হয় না। ভালো কিছুর জন্য অবশ্যই বিচার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন, যা সর্বজন স্বীকৃত। তাহলে, দুর্নীতিকে লালন এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার লক্ষ্য কি সহজেই অনুমান করা যায় ।
৮| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৬
ষহততহ বলেছেন: Great job! Always appreciate the valuable information you provide. URL
০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১২
এম ডি মুসা বলেছেন: আমি বাংলাদেশে আছি। শর্ত পূরণ করে কোর্স করতে ব্যর্থ। ডলার পরিশোধ করতে পারব না।
৯| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৭
দূর আকাশের নীল তারা বলেছেন: আমি আলীগ আর বিম্পীর মধ্যে কোন পার্থক্য দেখি না। আমি হাসিনা আর তারেক জিয়ার মধ্যে কোন পার্থক্য দেখি না। হাসিনা কি করছে, তা দেখেছি। কিন্তু বিম্পীর দ্বিতীয় টার্মে তারেক জিয়া কি করেছে, তা আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি, আমরা মার্কা দেখে ভোট দেই। আমরা ভুলে গেছি, অতীতে তত্তাবধায়ক সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায়, আমরা নিজেরাই নিয়ম মেনে ফুটপাত দিয়ে রাস্তা পার হতাম, আর নির্বাচিত সরকার আসলে রাস্তার মাঝ বরাবর দিয়ে রাস্তা পার হতাম। আমরা নিজেরা যদি নিজেকে পরিবর্তন না করি, তাহলে আমরা কিভাবে পরিবর্তন আশা করতে পারি।
পরিবর্তন চাইলে
১) নিজেকে পরিবর্তন করতে হবে। মার্কা না, ব্যক্তি দেখে ভোট দিতে হবে।
২) পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসার কথা বলতে হবে: সেই দলকে ভোট দিতে হবে, যে দলে গণতন্ত্র চর্চা হয়। আলীগ আর বিম্পীর দলীয় সভাপতি পরিবর্তন হতে হবে। আমরা কি আলীগ বা বিম্পীর দলীয় প্রধানের পদে মুজিব বা জিয়া পরিবারের বাইরে অন্য কাউকে দেখতে প্রস্তুত?
যদি আমরা প্রস্তুত না থাকি, তাহলে আমাদেরও পরিবর্তন আশা করা উচিৎ না।
১০| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩৯
সোনাগাজী বলেছেন:
আপনি লিখিত পরীক্ষা দিলে কোন ধরণের চাকুরী পাওয়া অসম্ভব হবে। আপনি কোন ভালো লেখকের ১টি গল্প মুখস্হ করেন; লেখার সময় উনার বাক্যের গঠনটাকে প্রয়োগ করবেন।
০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
এম ডি মুসা বলেছেন: I will try to keep your word.
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪২
মহাজাগতিক চিন্তা বলেছেন: নতুন বাংলাদেশ চট করে হয়ে যাবে না। পুরাতন চট করে চলে আসার হুমকি দিচ্ছে। তারা নতুনদেরকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। সেখানে চট করে নতুন চাইলে তো হবে না।