নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জনপ্রিয় ব্যক্তিত্ব নই। আমি কোন কবিও নই।কবিতা লেখি, শখের বিষয়। জানি ছন্দ জানি মাত্রা এই নিয়ে আমার পথ যাত্রা।। কুসংস্কার এবং অন্যায় বিরুদ্ধে সোচ্চার। মুক্তিযুদ্ধের চেতনা আমার বুকের ভেতর মজুদ করা।
যুগে যুগে হায় মুসলিম জাতি খেয়ে যাবে শুধু মার,
অবিচার করে জুলুমকারী ও পেয়ে যায় কত পার।
সক্ষমতায় মুসলিম জাতি কতকাল পিছে রবে,
হবে প্রতিরোধ সক্ষমতায় সেইদিন আর কবে?
সবাই পারলে মুসলিম জাতি পারবে না কেন ভাই
প্রতিরক্ষায় দূর্বল কেনো জ্ঞানের পরিধি নাই।
গোলা বারুদেই মানুষ মরলো নাই ঠেকানোর দায়
উল্টো তাদের অপবাদ আনে ধুলো মুখে দিয়ে যায়।
নির্দোষ হয়ে কেনোই মরবে আদমের শেষমেশ,
শাক দিয়ে মাছ ঢাকছে এখন নির্দোষী হয় শেষ।
খোদার শক্তি নবীর আমলে নও তুমি আর নবী,
তাকিয়ে রয়েছো তার সহায়তা খুঁজতে অমন ছবি।
শত্রু পারলে তুমি ও পারবে সক্ষমতায় ঘাঁটি,
নির্দোষ হয়ে মুসলিম মরে মানবতা হলো মাটি।
মুসলিম জাতি ঘুমিয়ে থেকো না জাগ্রত হও ভবে,
বাঁচতে হবেই যে বাঁচাতে হবে তোমারেই দিয়ে তবে।
০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৯
এম ডি মুসা বলেছেন: বেসামরিক মানুষ আর নির্দোষ মানুষকে হত্যা করে তারা সন্ত্রাসী এতে কোন সন্দেহ নেই। যুদ্ধ কেবল সৈন্য টু সৈন্য। নিরীহ মানুষের সাথে নয়।
২| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৭
আলমগীর সরকার লিটন বলেছেন: কিছু করার নেই কবি দা
মার খেতে খেতে তো মরেই যায়
করবি কি? ভাল থাকবেন!
০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩১
এম ডি মুসা বলেছেন: পৃথিবীতে যারা মানবতা নিয়ে কথা বলে। তারা কেন লাল তালিকা করছে না
৩| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:০১
অগ্নিবেশ বলেছেন: বেসামরিক মানুষ আর নির্দোষ মানুষকে হত্যা করে তারা সন্ত্রাসী এতে কোন সন্দেহ নেই। যুদ্ধ কেবল সৈন্য টু সৈন্য। নিরীহ মানুষের সাথে নয়। - হ ভাই, হামাস কয় দিন আগে কি করছিল? ইস্রাইলে ঢুকে কাদের মারছিল, কাদের ধরে এনে ধর্ষন করছিল?? মানে মুমিনরা করলে লীলা আর অন্যরা করলে বিলা?? যুদ্ধ করতে হয় সরা সরি, পুট কইরা একটা বোম ফাটাইরা বাচ্চাগো ইস্কুলের তলে কারা পালায়? তারপর বাচ্চাগো ঘায়েল ছবি দেখাইয়া নাকি কান্দা?? আল্লাহ মুমিন্দের ভন্ডামি ধরে ফেলেছে, তাই কাইন্দাও কুন লাভ নাই। ঢাল সড়কি ফেলাও, আলোচনার টেবিলে আসো।
০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৩
এম ডি মুসা বলেছেন: ১৯ শতক থেকে বিশ শতকের নীরিহ মানুষ হত্যার সংখ্যা কত? তাদের আত্মরক্ষার অধিকার কি নাই। আপনি লাখ লাখ মারবেন অনবরত একজন মারলে সেটা দোষ!!
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৮
আহরণ বলেছেন: ইরানের আবাবিল পাখি কোন কাজের না ভাইয়া। শুধু শুধু পন্ড শ্রম।