নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো- আকাশের ঠিকানায় চিঠি লিখ। [email protected]
একদিন তুমি আমি
মনে মনে লুকোচুরি
আনকোরা অনুভুতি,
সব ভাঁজ খুলে খুলে
জেনে যাও অলিগলি,
সুখসুখ অনুভবে, নিরবে সরবে,
অবিরাম মাখামাখি।
অতপর কিছুকাল,
কেটে যায় টক-ঝাল
আমি আমি আমি আমি
তুমি তুমি তুমি তুমি,
চাঁদ-তারা ভাঁজ খোলা
রাতদিন জল ঘোলা,
থাকেনা কিছুই দুজনার
চুমুতে চুমুতে জুড়াবার।
কথা ছিল কত কি!
বোঝা বুঝি সোজাসুজি
হেসে খেলে এলে বেলে
তুমি আমি কোলে বুকে
এঁটে রব ভালবেসে
আলো আর আঁধারে,
জীবনের শাখে বাঁকে।
কেন আজ অনুভবে,
সহস্র মাইল দুরে,
এক-ই চাদরে মুড়ে
মরে যাই নিরবে?
চুপিচুপি তুমি আমি
আজ তবে ভরাডুবি,
সবকিছু বোঝা হয়
কেউ আর কারও নয়,
প্রিয় ছায়াপথ ফেলে, আলোর মিছিল ভুলে,
নক্ষত্রটাও খসে পড়ে, চিরতরে যায় নিভে।
--------------------------------------------------------
জুলকার নাঈন
১৭/০৯/২০২৪ ইং
এডিলেইড
©somewhere in net ltd.