নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো- আকাশের ঠিকানায় চিঠি লিখ। [email protected]
"""প্যলেস্টাইনে, যুদ্ধের ময়দানে যে কিশোরী হয়েছে নারী,
বেহেস্তের কুসুম কোমল নির্জনেও শোনে সে বোমার শব্দ।"""""
--------------------------------------------------------------------
যেন যত বড় লাল টিপ, তত বড় নারীবাদী!
আলখাল্লা পরা লম্বা দাড়ী-টুপিতে ভেজাল ব্যবসায়ীর মতই।
ট্রমাগ্রস্ত নারীর লম্বা মিছিল, স্বাধিন পুরুষ হওয়ার সুতীব্র কামনা,
অথচ মায়ের ও বোনের, কন্যার ও বউয়ের দখলে পুরুষের স্বাধিনতা!
অভিযোগের অবিরাম ঘেউ-ঘেউ অনন্তকালের,
দখলের চাপে পরাধীন পুরুষ নারীর টিপের দিকে বিস্ময়ে তাকায় !
এদিকে টিপের মুখোশে স্বাধিন স্বকামী নারী!
নারীত্ব হারিয়ে, আক্রোশে আশ্রয় খোঁজে রংধনুর ভেতর।
নারী! তোমার এত অবিশ্বাস!
যে পুরুষই তাকায় তোমায়, সেই ছুঁতে চায়?
তোমাতেই নিমজ্জিত হতে চায়! সত্যিই!!!!
তোমার প্রদর্শনী সত্ত্বা সাঁজেই এখন অন্য নারীর জন্য,
নারীরা-নারীতেই ডুবে মেকি বন্দনায় পরস্পরের ইবাদতে মশগুল,
ভাবী ই! খুুউব সুন্দর!!!! উফ..আহ..কি যে বলেন আপা, অন্য রকম লাগছে।
এলোমেলো অক্সিটসিন এর প্রবাহে,
ভুলে গেছো এ পৃথিবীতে পুরুষেরও বাস।
তোমাকে কেউ জানায় নি--
তোমার স্বাধিনতা, তোমার বেড়ে ওঠায় বন্ধী,
অনিরাপদ ও আস্থাহীন বৈশম্যের বালিকা, যৌবনেও মুক্তি পায় না!
মানসিক এ বন্দীদশার ট্রমা! চিন্তায়, খাবারে, ঘুমের ঘোরে।
পৃথিবীর কোন পুরুষে, কপাল জুড়ে টিপে, ট্রমাগ্রস্ত নারীর মুক্তি নেই!
প্যলেস্টাইনে, যুদ্ধের ময়দানে যে কিশোরী হয়েছে নারী,
বেহেস্তের কুসুম কোমল নির্জনেও শোনে সে বোমার শব্দ।
-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------
পৃথিবীর প্রতিটি মেয়ে শিশুর শৈশব, কৈশোর হোক অনাবিল, সচ্ছ, সুন্দর এবং নিরাপদ। ঘৃনা এবং কষ্ট ঝেড়ে বেড়ে উঠুক বিশ্বাস এবং আস্থা নিয়ে। বিশ্ব নারী দিবসে এই কামনা।
---------------------------------------------------------------
জুলকার নাঈন
এডিলেইড
০৯/০৩/২০২৪ ইং
বি.দ্র: কোন বিশেষ গোষ্ঠি আঘাত পেলে, ক্ষমা করবেন
১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৩৬
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ কলাবাগান১, আমার মনে হয়---আপনার বাংলা ভাষার যতি ও ছেদ চিহ্নের তালিম নেয়া দরকার।
==তোড়াবোড়া পাহাড়ের গুহায় তালেবানি দের সাথে বসবাস করলে আপনার এমন ভুংগুর যৌন চেতনা থেকে বাচতে পারবেন?
......যৌন চেতনা কোথায় দেখালাম। বাংলা ভাষা বোঝার জন্য বর্নমালা পড়েন আগে, তারপর কবিতা, এগুলি আপনার এন্টেনার বাহিরে।
পুরো কবিতটিা অতি উৎসাহি নারীবাদী এবং নারী ট্রমা নিয়ে...আপনি না বুঝে কথা বলছেন। এটা আপনার সীমাবদ্ধতা।
২| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:৪৩
জ্যাক স্মিথ বলেছেন: 'নারীবাদ' মানে কি?
১০ ই মার্চ, ২০২৪ সকাল ৭:২১
মোঃ জুলকার নাঈন বলেছেন: Wikipedia থেকে copy paste...................।
নারীবাদ বিংশ শতাব্দীতে উদ্ভূত একটি আন্দোলন যা নারীর ক্ষমতায়ন, ভোটদানের অধিকার এবং নারী পুরুষ সমান এই দাবী থেকে শুরু হয়।
৩| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫১
কলাবাগান১ বলেছেন: আজকের ডেইলি স্টার এর কলাম
"Dhaka men, we have high hopes for you -- you are modern, suave, and smart. It is time to change your archaic outlook and opinions regarding women. So, this International Women's Day, stop giving her pale roses and do not celebrate her role in your life for just one day.
Learn to accept her as your equal partner. Like the 2024 campaign theme – "Inspire Inclusion", I want you to acknowledge and give credit to the unique perspectives and contributions the women bring to your lives.
It is not hard to be friends and equal partners, you are a cosmopolitan man, so give up on chauvinism, embrace and inspire inclusion."
১০ ই মার্চ, ২০২৪ সকাল ৭:২৩
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ----এটাই তো আমি চাই....। আমি খারাপ টা কোথায় বললাম.....
৪| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৪
কলাবাগান১ বলেছেন: ও আপনি বিদেশেই থাকেন এডিলেইডে...তো কয়জন পুরুষ কে রাস্তায় দেখেছেন যে রাস্তায় নারীকেই দেখলেই ছুতে চায়???? ষেখানে তো টিপ নাই কিন্তু জামা-কাপড় এর সাইজ তো....।
১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:৩০
মোঃ জুলকার নাঈন বলেছেন: বাঙ্গালীর সমস্যাই হল, না বুঝে কথা বলা আর অহেতুক জ্ঞাণ দেয়া। আবার বলছি আপনাকে, একজন টিপ পরা আধুনিক নারীবাদীর দর্শন তুলে ধরার চেষ্টা করেছি। এটা আমার কথা --এটা একজন নারী নিজেই মনে করেন। পুরো কবিতা ট্রমা এবং নারীর অসামঞ্জস্য আচরণ নিয়ে। আপনি দেখছেন না---প্রশ্নবোধক চিন্হ..বিশ্বয় চিন্হ? পড়েন বোঝেন, তারপর মন্তব্য দেন....ধন্যবাদ
৫| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৭
রানার ব্লগ বলেছেন: চিন্তা চেতনার পরিবর্তন আনুন। প্রস্তর যুগে যদি থাকতেই চান থাকুন, এই সব আবর্জন রচনা করে নিজেকে প্তকাশ করা থেকে দূরে থাকুন।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ৭:৩৭
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ রানার ব্লগ----আপনিও তো লেখা লিখি করেন দেখলাম। কাব্য তো আপনার বোঝার কথা????? এই "আবর্জনা" যে পড়লেন। একটু কষ্টকরে তরজমা করে দেন তো আমাকে।
১০ ই মার্চ, ২০২৪ সকাল ৭:৩৯
মোঃ জুলকার নাঈন বলেছেন: এগুলি আপনার এন্টেনার বাহিরে। ধন্যবাদ। আপনার পড়ালেখা করা উচিৎ।
৬| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫০
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: এগুলি আপনার এন্টেনার বাহিরে। ধন্যবাদ। আপনার পড়ালেখা করা উচিৎ।
একদম !!
১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৫
মোঃ জুলকার নাঈন বলেছেন: বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ।
৭| ১০ ই মার্চ, ২০২৪ সকাল ১০:৫০
মিথমেকার বলেছেন: বন্ধু, আশেপাশের পরিবেশ, মানুষ, সেখানকার মানুষের চিন্তা ধরা, রীতি নীতি, আইন সব কিছুই একটা মানুষের আমূল পরিবর্তনে সহায়তা করে। এ জন্যই হয়তো সম্পূর্ণ সুস্থ রিপ্রোডাক্টিভ অর্গান নিয়েও অনেকে নিজেকে ননবাইনারি দাবি করে। মানুষের মেন্টাল স্টেট অসংখ্য কারণে পরিবর্তিত হতে পারে তার ভেতর ট্রমা একটা। ট্রমা থেকে বের হয়ে সুস্থ সাভাবিক জীবনে ফেরা সত্যি কঠিন ব্যাপার!
কবিতা সুন্দর হয়েছে।
১০ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩১
মোঃ জুলকার নাঈন বলেছেন: অবশ্যই একমত।
আমি কবিতায়, শরীফ এবং শরীফা বলতে "ছেলে এবং মেয়ের" মাঝামাঝি কিছু বুঝিয়েছি। এখানে" রহিম এবং রহিমা" বলতে পারি.কিছু পাঠক ভাবছে, আমি ট্রান্স নিয়ে কথা বলছি। একজন নারী যখন তার ফেমিনিন বৈশিষ্ট্য হারিয়ে ফেলে, এবং মাসকুলিনিটি এডাপ্ট করে, সে আসলে, কোনটাই পুরোপুরি হতে পারে না। সেটাই প্রথম কয়েকটি পঙ্ক্তি তে বুঝিয়েছি।
ধন্যবাদ, বন্ধু তোমার নামটি বোলে যাও...
৮| ১০ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪৯
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনি একটি বিড়াল।
১০ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:২৪
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো। কেন বলুন তো? আমি তো নিজেকে বিড়াল ও কুকুরের সংকর মনে করি।
৯| ১১ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: মন্তব্য গুলো ভালো লাগলো।
১৩ ই মার্চ, ২০২৪ সকাল ৭:৪৩
মোঃ জুলকার নাঈন বলেছেন: হা হা..। কি আর বলব আপনাকে। বাক স্বাধিনতার সঠিক প্রয়োগ অন্যকে আক্রমন করা।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০২৪ রাত ১০:২৩
কলাবাগান১ বলেছেন: "যে পুরুষই তাকায় তোমায়, সেই ছুঁতে চায়?"
তোড়াবোড়া পাহাড়ের গুহায় তালেবানি দের সাথে বসবাস করলে আপনার এমন ভুংগুর যৌন চেতনা থেকে বাচতে পারবেন...সামান্য টিপেই এমন অবস্হা....বিদেশে আসুন...কেউ ফিরেও তাকায় না অপরিচিত মহিলা/মেয়েদের দিকে যে যার যার কাজে ব্যস্ত..তাদের দেশে টিপ কেন, কোন কিছুতেই ছেলে-মেয়েদের একসাথে কাজ/পড়ালিখা করতে অসুবিধা হয় না..বাংগালীর প্যাশনই হল 'সেক্স'