নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মরুর পাখি\" এর দ্বিতীয় ব্লগ \"জুলকার নাঈন\"। \"মরুর পাখি\" -ই- \"জুলকার নাঈন\"।

মোঃ জুলকার নাঈন

ভাল আছি ভাল থেকো- আকাশের ঠিকানায় চিঠি লিখ। [email protected]

মোঃ জুলকার নাঈন › বিস্তারিত পোস্টঃ

দি ল অব রিভার্সড এফোর্ট---বাঁচতে চাইলে, হাল ছেড়ে দিন!

১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১০

দি "ল" অব রিভার্সড এফোর্ট-----বাঁচতে চাইলে, হাল ছেড়ে দিন!
আমাদের জীবনে এমন কিছু সময় আসে, যখন আপনি যত বেশি করে বাঁচার প্রচেষ্টা করবেন, তত দ্রুত মরে যাবেন। বিষয়টা এমন যেন একটা আধোছেঁড়া দড়িতে কোনরকম ঝুলে আছেন, নড়লেই পড়বেন। যেমন, ধরুন আপনি চোরাবালিতে আটকে গেছেন। যত বেশি ছটপট করে বাঁচার চেষ্টা করবেন, তত দ্রুত বালি আপনাকে গিলে খাবে। আবার ধরুন আপনি সাঁতার জানেন না, পানিতে পড়ে গেছেন। আপনি হাত পা ছুড়ে বাঁচার চেষ্টা করছেন কিন্তু ডুবে যাচ্ছেন, একবার গা-ছেড়ে দিয়ে দেখুন, আপনি ভেঁসে উঠবেন। সকালে গুরুত্বপুর্ন মিটিং, খুব আয়োজন করে ঘড়ি ঘন্টা নিয়ে ঘুমনোর চেষ্টা চলছে, কিন্তু সেই রাতে আর কিছুতেই ঘুম আসছে না। আপনি ঘুমানো বাদ দিয়ে, অন্যদিন যা করেন তাই করুন, দেখবেন চোখ বুঝে রাজ্যের ঘুম চলে এসেছে।

ঠিক তেমনি, কোন একটা সম্পর্ক আপনি টিকে রাখার জন্য আপ্রান চেষ্টা করছেন, আপনার সকল এনার্জি শেষ করে ফেলছেন। ডিভ্যালুয়েশন ফেজ শুরুর পর, আপনি পুরোনো ভালবাসা ফিরে পেতে ভিক্ষর ঝুড়ি পেতেছেন। দেখা গেল সেই সম্পর্ক আর টিকবে না, কারন আপনি যত বেশি চেষ্টা করছেন, অন্যদিক থেকে ততদ্রুত সম্পর্কের পতন হচ্ছে। বরং যত দ্রুত নিজেকে সামলিয়ে এটা থেকে বের হয়ে আসবেন, আপনার মানসিক ক্ষতি তত কম হবে। আপনি সঠিক সময় এফোর্ট দেয়া বন্ধ করলেই হয়ত সম্পর্কটা টিকে যেত।

এজন্য জীবনে কিছু কিছু সময়; কিছু না করে চুপ চাপ বসে থাকতে হয়। এক কাপ চা হাতে রোদ্দুরে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। খুব উচুতে পাহাড়ের চুড়ায় কোন এক অলস বিকেলে বসে বসে, নিচের দিকে তাকিয়ে মানুষের মহাসমারোহ দেখতে হয়। সাগরের ঢেউগুলির অবিরাম আঁচড়ে পড়া ও মিশে যাওয়া দেখতে হয়। ঘাসের উপর শুয়ে শরৎ-এ রাতের আকাশে তারা গুনতে হয়। লন এর ঘাস ছাটাই এর পর ঘাসের অর্গানিক গন্ধটা চোখ বুঝে শুকতে হয়। কফির/চায়ের দোকানের সামনে যেতে যেতে যে ক্রেভিং সৃষ্টি হয়, সেটাকেও শান্ত ভাবে দমানো শিখতে হয়। এভাবে আপনি আপনার বেঁচে থাকার সময় টা প্রকৃতির সাথে ভাগাভাগি করুন, ভাল থাকুন। মাঝে মাঝে হাল ছেড়ে দিন, না হলে সব কিছু ভেঙ্গে পড়ে। তাই বলে সব জায়গায় হাল ছাড়বেন না। -------হা হা হা হা হা হা.. :D :P

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: মোঃ জুলকার নাঈন,




খুব চমৎকার বলেছেন।
মাঝে মাঝে হাল ছেড়ে দিতে হয়। এতে হতাশা কমে। তখন প্রকৃতির সাথে মিশে যেতে পারলে বাকী হতাশাটুকুও আর থাকেনা।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ আহমেদ জী এস, পড়ার ও মন্তব্যের জন্য।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: বাস্তব জীবন অনেক কঠিন।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৪

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ রাজীব নুর পড়ার ও মন্তব্যের জন্য। জীবন এটাই..

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৬

জ্যাক স্মিথ বলেছেন: আইডিয়াটা ভালো লেগেছে। মাঝে মাঝে হাল ছেড়ে দিতে হয়, সবকিছু ভেঙ্গে পড়ার পর আবার নতুন করে শুরু করতে হয়।

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২১

মোঃ জুলকার নাঈন বলেছেন: জ্যাক স্মিথ-- ঠিক বলেছে। অনেক সময় ভেঙ্গে নতুন করে শুরু করতে হয়।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: মানব মনের চেয়ে জটিল আর কিছুই নেই। নির্বিকার থাকাটা মানুষের ভেতর একটা খাম-খেয়ালি ভাব হিসাবে দেখা হয়৷

জটিল পরিস্থিতে চিন্তা করতে না দেখে, আমার স্ত্রী মাঝে মাঝেই খুব বিরক্ত হয়।

অথচ আমি জানি, দুশ্চিন্তা পৃথিবীর কোনো জটিলতার সমাধান নয়।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৮

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধান্যবাদ রিয়াদ পড়ার ও মন্তব্যের জন্য। দুশ্চিন্তা এবং প্যনিক এ্যটাক থেকে বাঁচার জন্যই এটা করতে হয়। ভাল ফল আসে।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: এখন ঘুমাবো এই বলে যদি ঘুমাতে যাই তখন আর ঘুম আসে না।

আপনি ঠিক বলেছেন।
আপনার বলা কথার মতো আমিও মাঝে মাঝে চেষ্টা করি।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৬

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধান্যবাদ বিজন রয় পড়ার ও মন্তব্যের জন্য। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক হওয়ার কথা।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯

জহির আসাদ বলেছেন: বিষয়টা আসলেই সুন্দর। হয়তো কেউ কেউ এমনই করে তাদের আবার "ভবগুড়ে" উপাধিও দেয়া হয়। ব্যক্তিগত ভাবে আমি ভাবি এভাবে মাঝে মধ্যে কিন্তু পিছুটান ও কর্তব্যের খাতিরে হয়ে ওঠে না।

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৬

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধান্যবাদ জহির আসাদ পড়ার ও মন্তব্যের জন্য। সারা জীবনটাই যদি এভাবেই থাকে তাহলে তো তাকে ভবঘুরে বলবেই। এটা করতে হয় কিছু কিছু সময়ের জন্য।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৯

নতুন বলেছেন: আমি অবশ্য হাল ছেড়ে দেবার পক্ষে না।

নতুন করে অন্য পদ্বতীতে চেস্টা করি। অনেক সময় মানুষ অনেক চেস্টায় কিছু হচ্ছে না এমন পরিস্থিতিতে পরে তার অর্থ ঠিক পদ্বতীতে চেস্টা করা হচ্ছেনা। তাই ঐ চেস্টা থেকে বিরত থেকে নতুন করে শুরু করলে আগের ভুলগুলি সুধরে যায় এবং সফলতা আসে...

১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৪

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধান্যবাদ নতুন পড়ার ও মন্তব্যের জন্য--- আপনি যখন মানসিক ভাবে ভেঙ্গে পড়বেন। তখন বিরতি নেয়া উত্তম। ঐ অবস্থায় anxiety--থেকে অনেক খারাপ কিছু ঘটতে পারে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

৮| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৮

অক্পটে বলেছেন: ভাল লাগল। জীবনকাল কত রকম পরিস্থিতির ভেতর দিয়ে যে যায়। অভিজ্ঞতার ঝুলিটা দিন দিন ভারি হচ্ছে।

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধান্যবাদ অক্পটে মন্তব্যের জন্য। বয়সের সৌন্দর্যই হল অভিজ্ঞতা।

৯| ২০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

Rahat islam juwel বলেছেন: সুন্দর লিখেছেন

২০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৪

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধান্যবাদ Rahat islam juwel পড়ার ও মন্তব্যের জন্।

১০| ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ দি ল অব রিভার্সড এফোর্ট, ভালো লিখেছেন। সত্য কথা। দরকারী কথা।
কিন্তু মানূষের মুশকিল হলো এই যে ---
মানুষ পড়ে বুঝবে না। এই টপিকের উপর অনেক বই আছে, অনেক আর্টিকেল আছে। ভালো ভালো আর্টিকেল। কিন্তু হঠাত করে কেউ একজন সেসব আর্টিকেল পড়ে নিগুঢ় সত্য বুঝতে পারবে না।

মানুষ শিখবে তার নিজ জীবনে ঠোকর খেয়ে। তখনই সে ম্যাচিউর হবে। আপনার এই পোস্ট তখন কারও হয়ত রেফারেন্স হিসেবে কাজে আসবে।

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৭

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ জাহিদ অনিক। যে যত সমস্যার ভেতর দিয়ে বড় হবে, তার প্রতিকুল পরিবেশে বাঁচার সম্ভবনা তত বেশি। সঠিক সময়ে সঠিক ডিসিশন টাই আসল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.