নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মরুর পাখি\" এর দ্বিতীয় ব্লগ \"জুলকার নাঈন\"। \"মরুর পাখি\" -ই- \"জুলকার নাঈন\"।

মোঃ জুলকার নাঈন

ভাল আছি ভাল থেকো- আকাশের ঠিকানায় চিঠি লিখ। [email protected]

মোঃ জুলকার নাঈন › বিস্তারিত পোস্টঃ

ঝুলন্ত ভালবাসা!!!

২০ শে অক্টোবর, ২০২৩ ভোর ৬:৪৪

অবিরাম ব্যস্ততার অজুহাতেও সূর্যটাকে আটকাতে পারি না।
এখানেও সন্ধ্যা নামে, শরীরটা জুড়িয়ে যায়, বিষন্নতার বাতাস বয়,
গভির রাতের নিরবতা ছুয়ে ভেতরটা কাঁপুনি দিয়ে ওঠে,
গলাটা শুকিয়ে যায়, হৃদপিন্ড মাহাজাগতিক উল্কা হয়ে ছুটতে থাকে।
যে বায়োলোজিক্যল ঘড়িটা চালু করে দিয়েছ, ওঠা থেকে মুক্তি নেই।

মধ্যরাতে- ভার্সিটির লাভব্রিজ-এ, তালাবন্দি ভালবাসা গুলি ঝুলছে,
দেখ--ভালবাসা বন্দি এবং ভালবাসা ঝুলছে! কাব্যিক দোলা।
তালাবন্দি করে কি মানুষকে ভালবাসা যায়?
মুক্তি, মর্যাদা ও আস্থাহীন ভালবাসার ক্ষত তো মারিয়ানা ট্রেন্সের মতই গভির!
এভারেস্ট মাড়িয়ে কি সেই ক্ষত পূরণ হয়?

তোলপাড় ভালবাসার বজ্রপাত, হিরকের ক্রিস্টালকেও বিচুর্ন করে,
পুরুষ! ব্যস্ততার মোড়কে বিষন্নতার স্রোত ঠেলে,
উন্মাদ নারীতে! অচেনা ভয়ে! কি এক যাতনায়-হাওমাউ করে কাঁদে!

১৯/১০/২০২৩
এডিলেইড, সাউথ অষ্ট্রেলিয়া

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.