নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"মরুর পাখি\" এর দ্বিতীয় ব্লগ \"জুলকার নাঈন\"। \"মরুর পাখি\" -ই- \"জুলকার নাঈন\"।

মোঃ জুলকার নাঈন

ভাল আছি ভাল থেকো- আকাশের ঠিকানায় চিঠি লিখ। [email protected]

মোঃ জুলকার নাঈন › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত বাপ-মায়ের আমরণ লালিত শোক, পৃথিবীতে কি একটাও ভাল ছেলে নেই!!

৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:১৯

ছেলের নাম দুঃখ, মধ্যবিত্ত বাপ-মায়ের আমরণ লালিত শোক, পৃথিবীতে কি একটাও ভাল ছেলে নেই!!

ঘটনা-০) একটি মাত্র ছেলে সন্তানের আশা আল্লাহ পুরুণ করল না। পুত্রসন্তানের কথা চিন্তা করে আজ চার-চারটি কন্যা সন্তান। ভাবি, বাবা-মা হিসেবে আমাদের মত হতভাগা আর কেউ নাই।

ঘটনা-১) ভাবি জানেন, রহমত সাহেবের ছেলে নেশা-পানি তো করতোই, ইদানিং নাকি বাপকে পর্যন্ত মারে, নেশার টাকা দেয়না এজন্য মারে। এরকম ছেলে কোন মায়ের গর্ভে আল্লাহ যেন না দেয়। আসলে, একটা ছেলে মানুষ করা ভাগ্যের ব্যাপার।

ঘটনা-২) বাপ-মা হিসেবে একটাই আশা ছিল জীবনে, ছেলেটা যাতে মানুষের মত মানুষ হয়। ছোটবেলায় লেখাপড়ায় ভালই ছিল, বড় হয়ে রাজনীতিতে যেয়ে মাস্তানি শুরু করল, আজ ধর্ষন মামলার জেলে আটকা। এই জানোয়ারটার জন্য রাস্তা দিয়ে মাথা নিচু করে হাটি, সমাজে মুখ দেখানো দায়। বাপ-মা হিসেবে আত্তহত্যা করতে ইচ্ছা করে।

ঘটনা-৩) একটা কুলাংগার ছেলে জন্ম দিছ, সারাদিন বাবু হয়ে ঘুরে বেড়ায়, আর বাপের অন্ন ধংস করে। এই ছেলের জীবনে কিছুই হবে না। পড়া লেখা কইরা ঘোড়ার ডিম করছে। অমুকের ছেলে ওর সাথে পাশ দিয়ে এখন সংসারের হাল ধরছে। আমাদের জীবনে আল্লাহ একটু সুখ দিল না।

ঘটনা-৪) পড়া-লেখা শিখছ, দুই-দিনও হয় নাই চাকরি পাইছে। এখনি বিয়া করতে হবে। আর কয়েকটা দিন পর বিয়া কর। বাপ-মা হিসেবে আমাদের প্রতি কি ওর কোন দায়ীত্ব নাই। সারা জীবন টানা-হেছড়ার জীবন, এইভাবেই মরতে হবে। একটা ছেলেও মানুষ হইল না।

ঘটনা-৫) রহমত সাহেব, আপনার তো পোয়া বারো। ছেলেরে বিদেশে পাঠাইয়া খুব ভাল করছেন। বিদেশী টাকা, জমি কিতেছেন, বাড়িও করলেন। ধুর ভাই-কি যে বলেন, এত কষ্ট কইরা জমি জিরাত বিক্রি কইরা পোলারে বিদেশে (ইতালী, মালয়শিয়া) পাঠাইলাম, মাত্র ৭ বছর হইল, কিছু টাকা জমাও যাতে আমারা সবাই মিলে ভাল থাকি। তা না, গত বছর আইসা বিয়া কইরা গেল, আর নাকি থাকব না। আর ১০ টা বছর বিদেশে থাক, এখন মনে হইতেছে-বিয়া দেওটাই ভুল হইছে।

ঘটনা-৬) ভাই, আপনার পোলা-তো অনেক ভাল চাকুরি করে, বিয়াও দিছেন, আপনি একটা গর্বিত পিতা। আরে কি যে বলেন। নিজের পছন্দে বিয়া করছে, আমরা শশুর-শাশুড়ি জীবনে বউ-মার একটু সেবা পাইলাম না। ওরা তো নিজেরা ঢকা শহরে খুব ভালই আছে। বউয়ের কথায় ওঠেবসে, বছরে একবার আসে। এমন পোলা থাকা না থাকা সমান।

ঘটনা-৭) ছেলেরে পড়া-লেখা শিখাইয়া ডাক্তার/ইন্জিনিয়ার বানাইলাম, বিদেশে গেল। এখন নিজের মত সবকিছু করে, বাপ-মা হিসেবে আমাদের মতামতের কোন ধারধারে না। খালি, মাসে মাসে টাকা দিলেই কি আমাদের প্রতি দায়ীত্ব শেষ নাকি। বোনদের বিয়ে দেওয়া ছাড়া আর কোন দায়ীত্ব পালন করছে নাকি। ওর মা তো নামাজে বইসা প্রতেক দিন কান্দে, ২- ৪ বছরে ছেলেরে একবার দেখতে পায়না। এত মানুষ দেশে এত কিছু করতেছে, এর নাকি দেশে কোন চাকরী নাই। পোলা, ২ টাকা ইনকাম করলেও কাছে থাকাটাই ভাল। এই যে আমরা এত মানসিক কষ্টে আছি, ওরা কি নিজ চোখে দেখতেছে। বাপ-মা হিসেবে কপালটাই খারাপ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লালিত শোক, পৃথিবীতে একটাও ভাল ছেলে নেই।
............................................................................
বিষয়টা খুবই আপেক্ষিক ,
আমি আপনি বাবার কেমন ছেলে ছিলাম , বিবেচনা করুন ?
অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের সবার কষ্ট হতে পারেনা ,
তবে যুব সমাজের ভালো একটা গাইড লাইন সরকারের থাকা দরকার ।

৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪২

মোঃ জুলকার নাঈন বলেছেন: বিষয়টা খুবই আপেক্ষি, বেশীর-ভাগ ঘটনা গুলি এমন ভাই।
আশে-পাশে তো এমনই দেখছি।
অসচ্ছল পরিবারে, আমাদের দেশে ছেলেদের উপর বাবা-মায়ের চাপিয়ে দেওয়া দায়ীত্বটা একটু বেশিই। সবাই তো মানুষ।

২| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৪

হাবিব বলেছেন: সবারই কম বেশি দু:খ/ মনো:কষ্ট আছে। সবাই অসুখী। নিজের অবস্থানে কেউই সুখী নয়। নদীর এপার কহে ছাড়িয়া নি:শ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস!! (ব্যতিক্রমও আছে)

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৩

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ হাবিব। এটাই সত্যি, নিজের অবস্থানে কেউই সুখী নয়।

৩| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছেলেরা অনেক বড় পরীক্ষার মধ্যে আছে। সব দিকে ভারসাম্য রেখে চলা কঠিন হয়ে যাচ্ছে। অনেক বাবা মা বুঝতে চান না। তাদেরই বা কি বলা যায়। খেয়ে না খেয়ে ছেলে মানুষ করেছে।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৫

মোঃ জুলকার নাঈন বলেছেন: এটাই সম্যসা, বাচ্চাদের উপর অনেক বেশি আশা করাটা ঠিক না। সবার জীবন আলাদা। বাচ্চারা সুখি ঠাকাটাই তো বাবা-মায়ের সুখ হওয়ার কথা।

৪| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ১১:৩৯

বারবোসা বলেছেন:
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
‘ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।’
রবীন্দ্রনাথ আমাদের মন বেশ ভালোই বুঝতে পেরেছিলেন।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৮

মোঃ জুলকার নাঈন বলেছেন: যে কোন ভাবে, সবাই যেন খুব অসুখি।

৫| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫২

গফুর ভাই বলেছেন: কি করলে ভালো ছেলে ঊপাধি পাবে?

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৭

মোঃ জুলকার নাঈন বলেছেন: সেটাই তো মিলিওন ডলার প্রশ্ন। বাবা-মায়েরাই জানে ভাল।

৬| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪০

ফেনা বলেছেন: কিছুই বলার নাই। এই ধরনের ব্যাপারগুলি খুব কাছ থেকে দেখেছি।

১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৬

মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ ফেনা। এইগুলি আমাদের দেশেই বেশি। বাচ্চাদের উপর অনেক বেশি আশা করাটা ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.