নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল আছি ভাল থেকো- আকাশের ঠিকানায় চিঠি লিখ। [email protected]
১) এডিলেইডে, এ সপ্তাহ সবাইকে ফেস-মাস্ক ব্যবহার করার নির্দেশনা দেয়া হয়েছে। সবাই মাস্ক পরছে। কেউ ভুলবসত মাস্ক ছাড়া অফিসে বসে আছে, কলিগ কাছে আসলেই কাচুমাচু হয়ে দ্রুত পরে ফেলছে; অথবা অফিস থেকে বের হয়ে যখন বুঝল যে মাস্ক মুখে নাই-আবার ভেতরে ঢুকে মাস্ক মুখে লাগিয়ে বের হচ্ছে। মুখে মাস্ক না পরে অফিসে বসে থাকা, কিচেনে যাওয়া, টয়লেটে যাওয়া, করিডোরে বের হওয়া লজ্জার বিষয় হয়ে গেছে। আসলে যা নিয়ম তা না করাটাই লজ্জার।
২) প্রায় দশ-বছর আগে, ২০১১ সাল হবে। জাপানে এক সাউনা-তে আমার মাস্টার্স এর সুপারভািইজর (প্রফেসর), কো-ওয়ার্কার, এবং ল্যবমেট সবাই পুরোপুরি উলোঙ্গ হয়ে গরম পানির চৌবাচ্চায় গোষল করতে নামল। সবাই সবাইকে দেখছে, আপন মনে নিজের মত হট-বাথ নিচ্ছে। আমি একটি ছোট প্যন্ট পরে যেমনি চৌবাচ্চায় নেমেছি, অমনি সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, দুই একজন ল্যবমেট বলল, ওটা কি পরেছ!!! আসলে উলংগ হওয়াই যেখানে নিয়ম, সেখানে প্যন্ট পরা তো লজ্জার, আমি খুব লজ্জা পেলাম।
৩) একটা দেশ আছে যেখানে, ঘুষ খাওয়া, মিথ্যা বলা, খাদ্যে ভেজাল দেয়া, মানুষকে ঠকানো, মানুষকে অসম্মান করাই নিয়ম। ওই দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাকি পিএইসডি গবেষণার ৯৮ ভাগ নকল। চোর, বাটপার আর নেতাদের বাদ দিলে দেশে আর যারা থাকে তারা মানুষ হিসেবে গন্য নয়। যদি কেউ মুখ ফসকে বলে, "আমি সৎ মানুষ--এসব করি না", তাহলে তার আর রক্ষা নেই। এই সৎ উক্তি শুনে-- দেশের সবাই একযোগে হাসতে হাসতে পেদেই ফেলে। বেচারা সৎ মানুষটি লজ্জায় দুঃখে দেশ ছেড়ে পালাতে চায়, বেশিরভাগই নিয়মের সাথে মানিয়ে নেয়। আসলে, যা সবাই করে-তা না করতে পারাটাই সবচেয়ে লজ্জার!!!!
৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:২২
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ শেরজা, হ্যা-জাপান, কোরিয়া, চায়না তে হয়ত সাউনা অনেক পপুলার। আপনিও নিশ্চয় ওদিকেই ছিলেন।
অনেদিন পর আজ ব্লগে পোষ্ট করলাম। একসময় নিয়মিত লিখতাম।
২| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষ সামাজিক জীব। সমাজ মেনে মানুষকে বাস করতে হয়। সমাজের কোন কিছু ভালো না লাগলে কৌশল অবলম্বন করা উত্তম। কারণ সমাজকে হঠাৎ করে কেউ বদলাতে পারে না। তাই হয় কৌশলী হতে হবে অথবা সমাজকে মেনে নিতে হবে অথবা নিজের পছন্দের সমাজ খুজতে হবে। আপনার অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানলাম। ধন্যবাদ।
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৬
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ সাড়ে চুয়াত্তর। তাই নিতে হয়, জীবন যেখানে যা অর্পন করে।
৩| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:৪৮
হাবিব বলেছেন: একদিনে প্রথম পাতায় একাধিক পোষ্ট না দেয়াই শ্রেয়।
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১১
মোঃ জুলকার নাঈন বলেছেন: ঠিক আছে হাবিব। দেব না। ধন্যবাদ।
৪| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:৫০
শেরজা তপন বলেছেন: আপনাকে আমি আগেই চিনি- আমরাতো প্রায় সমসাময়িক কালের ব্লগার!
নিয়মিত লিখুন ও মন্তব্য করুন- কম মন্তব্য পেলে হতাশ হবেন না
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১০
মোঃ জুলকার নাঈন বলেছেন: ভাই জীবনের মোড় ঘুরে ঘুরে রুপ পাল্টায়, অনুভুতি গুলো হয়ে যায় এলোমেলো। লেখালিখি আর করা হয়ে ওঠেনি।
ধন্যবাদ মনে রাখার জন্য।
৫| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকায় মহামারি লাগার অনেক পরে মাস্ক বাধ্যতামুলক করেছে।
অন্যান্ন দেশের আগেই এ বছর মে মাসেই মাস্ক পরিত্যাগ করেছে।
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৯
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ হাসান। কান্ট্রি অব ফ্রিডম, তাই।
৬| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫২
আহলান বলেছেন: জীবন যেখানে যেমন!
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৪
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ আহলান। জীবন যেখানে যেমন, তেমনই হতে হয়।
৭| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৫:০১
সাসুম বলেছেন: ইয়ে ৩ নাম্বার প্যারায় যে দেশ টার নাম লিখেছেনঃ
সে দেশের লোক সবচেয়ে বেশি ধার্মিক এবং সব চেয়ে বেশি ধর্ম কর্ম পালন করে।
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৩
মোঃ জুলকার নাঈন বলেছেন: হ্যা, ধর্ম আর নৈতিকতা আর এক সুতোর বাঁধা নেই। এটাই সমস্যা। নামাজও পড়ি আবার ...............।
৮| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৭
রানার ব্লগ বলেছেন: যস্মিন দেশে যদাচার
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৭
মোঃ জুলকার নাঈন বলেছেন: ধন্যবাদ রানার ব্লগ। জীবন যেখানে যেমন, তেমনই হতে হয়।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৮:৫৯
শেরজা তপন বলেছেন: সহমত
তবুও অনেকে সব ঝড় ঝঞ্জাকে উপেক্ষা সৎ থাকার চেষ্টা করেই যাছে, এইটেই আশার খবর।
আপনার দ্বীতিয় প্যারার অভিজ্ঞতার সম্মুখিন আমিও হয়েছি