নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাদের বড় প্রশ্নের মাঝে, একটা ছোট প্রশ্ন করি ?
"শিবিরকে, ছাত্রলীগের পদ দিতে হলো কেনো ?"..
ছাত্রলীগ বিরোধীরা সেই সময়ে বলতেন, "ছাত্রলীগে যে যত বেশী বিরোধীদল পিটাইতে পারবে, সে তত বড় পদে যাবে...."
তাহলে ছাত্রলীগে ঘাপটি মেরে থাকা শিবিরগুলাও বিরোধীদল পিটানোর কাজে হেলমেট পরে মাঠে নামতো ?
নইলে শিবির হওয়া সত্বেও লীগে পদ পাইলো কিভাবে ?
স্বৈরতন্ত্রের বিচারের প্রশ্নে ছাত্রলীগকে মুখোমুখি করা হলে, শিবিরের এই আত্মগোপনী নেতাদেরকেও বিচারের আওতায় আনা হবে কি না ?
না আনলে, কেনো ?
নাকি এখন শিবিরের পদ পাইছে বলে, ছাত্রলীগে তাদের অন্যায় গুলো সব মুছে যাবে ?
ছাত্রলীগ যে দোষে দোষী, ছাত্রলীগে ঘাপটি মেরে পদ বাগিয়ে বসে থাকা এই সব শিবিরগুলাও সেই একই দোষে দোষী কেনো হবে না ?
পদ পাইতে তো সিনিয়রদের চোখে পড়া লাগে !
কাওকে না পিটিয়ে নিশ্চয়ই সিনিয়রদের চোখে পড়েন নাই ? কোনো না কোনো সিনিয়রের চোখে পড়সেন বলেই তো পদ পাইছেন, তাহলে সেই সিনিয়রের চোখে পড়েছেন কিভাবে ?
ছাত্র পিটিয়ে ?
শিবির সমর্থকরা বলতেসে, এইটা নাকি স্ট্র্যাটেজী ! শিবিররা সব মেধাবী বলেই পদ পাইছে !
তাহলে ছাত্রলীগেও মেধার ভিত্তিতে পদবন্টনের চর্চা ছিল ?
এই যে, এখন বলতেসে ১৫২ সমন্বয়কের ১০৮ জনই নাকি শিবির পরিচয়ে আবির্ভূত হইতেসে !
সমন্বয়ক পরিচয়ের চেয়ে শিবিরের নেতা পরিচয় দেওয়াটাই এখন বড় পরিচয় হয়ে উঠছে কেনো তাদের ?
এখন কি তাহলে দুদিন পরে খোদ ছাত্রলীগের সাদ্দাম-এনান এসে বলবে, আমরাও শিবির ছিলাম, মূলত হাসিনার কাছ থেকে গোপন খবর বের করার জন্যে তার কাছে যাওয়ার স্ট্রাটেজীর ফলস্বরূপ আমাদেরকে কিছু সময়ের জন্যে লীগ সাজতে হয়েছিলো ! তারপর ওদের সব অপরাধ মাফ ?
তাহলে বোঝা গেলো আপনারা ছাত্র-জনতা আসলে জুলাই আন্দোলনে কিছুই করেন নাই, যা করেছে তা শিবিরই করেছে !
এখন কি তাহলে এটাও শোনা লাগবে যে আবু সাইদ শিবিরের সাথী ছিল, মুগ্ধের দাড়িটাও যেহেতু শিবিরদাড়ি ছিল সুতরাং সে ছিল শিবিরের আরেকটু বড় পদের কর্মী যারা নিজেদের জীবন বাজি রেখেছিলো ইসলামের জন্যে !
এইভাবে আবার মব জাস্টিস ফেলে 'মব পলিটিক্স' শুরু হবে ?
আর আমরা/আপনারা হবো টিস্যুপেপার ?
ভাবেন, ভাবেন !
কোন প্রশ্নটা বড়, সেটাও আরেকবার ভাবেন !
ওদের ছুড়ে দেওয়া বড় প্রশ্নটা ভাবা শেষ হইলে, শুধু আমার সেই ছোট প্রশ্নটা নিয়ে একটু ভাইবেন, ছাত্রলীগের ভিতরে শিবিরকে পদ দেওয়া হলো কেনো ?
মেধার ভিত্তিতে ?
অবশ্যই না, ছাত্রলীগে মেধার ভিত্তিতে পদবন্টন গত ১৫ বছরে হয় নি, সেটা শিওর থাকেন !
তাহলে এর নামাজী ছিল বলে ?
তা তো অবশ্যই না ! নামাজী মানেই তখন শিবির, আর শিবিরকর্মী এই ভুল অবশ্যই করবে না !
তাহলে অভারঅল ভালো ছেলে বলে পদ পেয়েছিলো?
সেটা তো মোটা দাগের 'না', এইসব ভালো ছেলে দিয়া লীগের কাজ কি ?
তবে রগ কাটাকাটির ট্রেনিং চর্চা থাকলে কিন্তু লীগের সিনিয়রদের দৃষ্টি কাড়তে বেশ সুবিধা ! আপনাদের অনেক কিছুর চর্চা বন্ধ থাকলেও তাদের এই 'সিগনেচার চর্চা'টা তাহলে স্ট্র্যাটেজীরই অংশ ছিল কি না, সেটা ভাবাও কি খুব অমূলক?
ভাবেন, তবে ভাবা বন্ধ কইরেন না !
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৯
আরইউ বলেছেন:
মাহমুদ,
আসল জায়গায় হাত দিবেননা, এমন প্রশ্ন করে বিব্রত করবেননা। তাহলে কিন্তু অনেকে গোস্বা হবে।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২১
এক্সম্যান বলেছেন: ভাল প্রশ্ন, এর চাইতেও ভাল প্রশ্ন হেলমেট পরিহিতদের তখন ধরে নাই কেন? আমরা শিবির-লীগ-দল বুঝিনা, বিচার বুঝি।
তখন হেলমেট পরিহিতদের ধরলে আজকের এই প্রশ্নই উঠতনা। কি বলেন?
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২২
প্রহররাজা বলেছেন: এদেরকে বিশ্বাস করা ঠিক না, বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বলে বসবে আমরা ছাত্রদল করতাম গোপনে।অথবা আর্মি ক্ষমতায় আসলে বলবে আমরা গোপনে আর্মিকে সহায়তা করতাম খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩১
শ্রীচরণেষু ঋষি বলেছেন: ইসলামের তাকিয়াবাজী জিনিসটা শিবির সবচেয়ে বেশি এবং অত্যন্ত নিখুতভাবে করতে পারে।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
টাকার গন্ধ বড়ই চমৎকার।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৬
সোনাগাজী বলেছেন:
আপনি আন্দোলনে ছিলেন?