নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

মাহমুদ পিয়াস

মানুষ হবার চেষ্টা করছি ! পারছি কই !

মাহমুদ পিয়াস › বিস্তারিত পোস্টঃ

তখনকার নবাব আর বর্তমানে বগুড়ার বিচারক, পরিবর্তন কই ?

২৩ শে মার্চ, ২০২৩ রাত ১১:১১

নবাব সিরাজউদ্দৌলার শাসনকাল তখন!
ইংরেজরা নবাবকে উৎখাতের সমস্ত পরিকল্পনা শেষ করে ভাবলো, একবার নবাবের সাথে দেখা করে আসি !
আসার আগে তারা নবাবের কাজের লোককে জিগ্যেস করলো, আচ্ছা, নবাব কি খেতে ভালোবাসে ? নবাবের জন্যে কি নিয়ে আসলে তিনি সবচেয়ে বেশী খুশি হবেন?
নবাবের কাজের লোক জানালো, লেবু আনলে নবাব বেশী খুশি হবে !
একটা মানুষ আর কতোই বা লেবু খেতে পারবে, তাই ইংরেজরা নবাবের জন্যে একটা ছোট্ট ব্যাগে ভরে বেশ কিছু লেবু এনে নবাবের কাজের লোকের হাতে দিয়ে বললো, এগুলা নবাবের জন্যে উপহার !
কাজের লোকটা চরম বিরক্তি নিয়ে বললো, মাত্র এই কডা লেবু নিয়ে এই সারা ভারতবর্ষের নবাবের সাথে দেখা করতে এসেছো ?
ইংরেজরা বললো, নবাব আর কতোই বা লেবু খাবেন, যতগুলা লেবু এনেছি, আমরা সবাই মিলে খেলেও তো শেষ হবে না !
নবাবের চাকর রেগে গিয়ে বললো, নবাব লেবু খান না, তিনি কেবল লেবুর গন্ধ নেন! নবাবের ভোজনের সময় অজস্র লেবু কেটে তার চারপাশে ছড়িয়ে রাখতে হয়, নবাব সেই লেবুর ঘ্রান নেন আর তার ভোজন সারেন!
ইংরেজরা বুঝলো, এই কারনেই তিনি নবাব!
বগুড়ার স্কুলের ঘটনাটা নিশ্চয়ই জেনে গেছেন সবাই। স্কুলের সবাই রোল অনুযায়ী শ্রেণীকক্ষ ঝাড়ু দেয়, ওই স্কুলের এক বিচারকের মেয়ের যেদিন দায়িত্ব আসলো, সে বললো, এটা আমার কাজ না, আমি কোনো বুয়া না, আমার মা বিচারক, আমি ঘর ঝাড়ু দিতে পারবো না !
এখানেই শেষ নয়, বাসায় এসে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে, "আমি বিচারকের মেয়ে, তোরা হলি বস্তির মেয়ে, তোদেরকে আমার সমান হতে হলে, আগে তোদের মা'কে বিচারক হতে হবে"
তারপর সেখানে তার কয়েকজন সহপাঠি কমেন্ট করছে, সেই কমেন্টের জের ধরে সেই বিচারক মা, স্কুলে এসে কমেন্টকারীদের অভিভাবকদেরকে তার পা ধরে মাফ চাইয়েছে !
এক বিচারকের মেয়ে মাত্র ক্লাস এইটে পড়ে, অথচ এই বয়সেই সে বুঝে গেছে, একজন বিচারকের মেয়ে হিসাবে সে কতোটা উঁচু মানের এবং উঁচু জাতের। তার মা যেহেতু বিচারক তাই তার ঝাড়ু দেওয়া সাজে না, বিচারক মায়ের বোধও একই রকম, তিনি স্কুলে এসে সন্তানেরই সাপোর্ট নিয়েছেন, সন্তানকে বুঝিয়েছেন, তারা সমাজের নবাব, তাদের সাথে অন্যদের তুলনা চলে না, নিজের বিচারটাই তিনি সঠিকভাবে করতে পারেন নি, এজলাসে বসে তিনি এতোদিন কি বিচার করেছেন, আল্লাহ জানেন! সন্তানটাকেও শিক্ষিত করতে পারেন নি, তাকে মানুষ বানানো তো আরো বহুদূরের দায়িত্ব ! অতদূর যাওয়ার মতো ভিত্তি ওই বিচারকের গড়ে ওঠে নাই, এটা শুধু নিশ্চিত নয়, সুনিশ্চিত !
একটা সময় এই উপমহাদেশের জমিদারদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময়, কোনো প্রজা সেন্ডেল/চটি/জুতা পায়ে পরে যেতে পারতো না। জমিদারের বাড়ির সামনে জুতা পরলে জমিদারকে অসম্মান করা হবে! জমিদারের বাড়ির সামনে এলেই প্রজাদের সেন্ডেল খুলে সেটা বগলদাবা করে জমিদার বাড়ি অতিক্রম করার পরে আবার সেই সেন্ডেল পরতে হতো ! তাতেই জমিদার বাড়ির সম্মান অক্ষুণ্ণ থাকতো যুগের পর যুগ!
আপনার মনে হতেই পারে, সেই নবাব সেই জমিদার এখন আর নেই, কিন্তু নবাব বা জমিদারদের বিবর্তন আপনি বুঝে উঠতে পারেন নি! ডারউইন তার বিবর্তনবাদে শুধু গায়ে গতরে বিবর্তনের কথা বলেছেন, এই বিচারককে দেখলে তিনি নিশ্চয়ই মানসিক বিবর্তনবাদতত্বও প্রমান করে ফেলতেন।
এই বিচারকরাই এখন সেই যুগের জমিদার, সেই যুগের নবাব! এরকম বহু বিচারক/ম্যাজিস্ট্রেট/পুলিশ...... দিয়ে আমাদের সমাজ পূর্ণ, জাস্ট লেবাস, পেশা আর লিঙ্গভেদে জমিদারির ধরন একেকরকম !
অনেককিছু দেখার বাকী আছে এই নব্য প্রজাদের !


মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪৭

সোনাগাজী বলেছেন:




১৯ কোটীর দেশে ১টা মেয়ে এটা বলেছে, সেটার জন্য আপনি পোষ্ট লিখে ফেলেছেন?

২| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ১১:৪৮

সোনাগাজী বলেছেন:



১৯ কোটীর দেশে ১টা মেয়ে এটা বলেছে, সেটার জন্য আপনি পোষ্ট লিখে ফেলেছেন? আবার উহাতে নবাবকেও নিয়ে এসেছেন?

৩| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫২

রানার ব্লগ বলেছেন: খচ্চর কে ঘোড়ার আস্তাবলে রাখলে এমনি হবে।

৪| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১২:১০

স্মৃতিভুক বলেছেন: ওহে @ সোনাগাজী, উনি কি নিয়ে লিখবেন সেজন্য আপনার কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে? লেখাটা ওনার স্বাধীনতা, আশাকরি তাতে আপনি হস্তক্ষেপ করবেন না।

আমরা যতই চোখ বুজে থাকার অভিনয় করি, সবাই জানি এরকম বৈষম্যের উদাহরণ আমাদের সমাজে ভুরি ভুরি আছে। এমনকি ধরেন, এই ব্লগেই আছে। লেখার মান দুর্বল দেখলেই মাগনা উপদেশ দিয়ে প্রমান করে দেই , আমরা কেউ কেউ এখানে কত কুলীন শ্রেণীর ব্লগার। এমনকি কবিতা লেখার স্ট্যান্ডার্ড'ও আমরা নির্ধারণ করে দিচ্ছি। হা হা হা।

সমাজের অসংগতি দেখেছেন উনি, তা নিয়ে লিখেছেন। আপনি কোনখানে কোন হরিদাস পাল হে, এটা নিয়ে আপত্তি করার?

প্রায়শই আবর্জনা প্রসব করেন আপনি এখানে, আমরা কেউ কি কখনো আপত্তি তুলেছি? কিংবা আপত্তি তুললেও আপনি কি তাতে কখনো কর্ণপাত করেছেন, জনাব হরিদাস পাল?

৫| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১২:১৬

সোনাগাজী বলেছেন:


@স্মৃতিভুক ,

নীচে আপনার ব্লগিং'এর ইতিহাস। আপনি বকবক কম করেন, আমরা ১ম শ্রেণীর বাচ্চার ভাবনা পড়ার জন্য ব্লগে আসছি না। আপনি লিখতে জানেন না।


পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৭৫টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ মাস ১ সপ্তাহ

৬| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১২:৪০

রানার ব্লগ বলেছেন: সন্মানীত বিচারক তার বিচারিক ক্ষমতা হারিয়েছেন সুপ্রিম কোর্টের আদেশে।

৭| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১:৩০

স্মৃতিভুক বলেছেন: @ সোনাগাজী ওরফে হরিদাস পাল, তাতেই বুঝে ফেলেছেন আমি লিখতে পারি না? অর্ধশিক্ষিত আর কাকে বলে!

এখানে আপনার চারদিকে আপনি মাছি দেখতে পান। কেন জানেন? কারণ আপনি হলেন এই ব্লগের আবর্জনা। আর কে না জানে, মাছি সবসময়েই আবর্জনার চারদিকে ওড়াওড়ি করে।

আপনার কুৎসিত মন্তব্য আর কিছু অতি-নিম্নমানের পোস্ট দিয়ে এই ব্লগকে ডাস্টবিন বানানোর চেষ্টা করছেন। লেখার যে মান আপনার, আমার সত্যিকারের সন্দেহ আছে - আপনি কতটুকু পড়াশুনা করেছেন তা নিয়ে।

কিন্তু তারপরেও বলবো না আপনি বিদায় নিন কিংবা আপনাকে এখানে ব্যান করা হোক। আপনি চলে গেলে এখানে আমাদের কে বিনোদিত করবে, বলুন? সার্কাস দেখতে বানরের খাঁচার সামনে আমরা ভিড় করে থাকবোই।

৮| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ২:২৪

সোনাগাজী বলেছেন:


@স্মৃতিভুক,

আপনি লিখতে জানলে, ১ মাস ১ সপ্তাহে কিছু একটা বেরিয়ে আসতো। লিখতে না'জানলে ব্লগার হওয়া যায় না, সোজা হিসেব।

৯| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ৩:১১

স্মৃতিভুক বলেছেন: @ সোনাগাজী, আমি এখন মোটামুটি নিশ্চিত, আপনার মস্তিষ্কের পঁচাশি শতাংশ পূর্ণ হয়ে আছে উন্নতমানের পচা গোবরে। গাছ-পালার জন্য বেশ উপকারী, কিন্তু মানবমস্তিষ্ক দখল করে রাখলে কি হয়, আপনার মন্তব্য দেখে বুঝতে পারছি।

আপনার নিরেট মস্তিষ্কে ঢুকবে না জানি - কিন্তু কখনো বলেছি আমি ব্লগার হতে চেয়েছি কিংবা ব্লগার হতে চেয়ে এখানে এসেছি? কিংবা এখানে লিখিনা, তার অর্থ এই নয় যে অন্য কোথাও আমি লিখি না?

নিজের অক্ষমতা, অশিক্ষা, জীবনে ভালো কিছু করার ব্যর্থতা, নিম্নমানের জীবনাচরণ ইত্যাদি ঢেকে রাখার জন্যই বৃদ্ধ বয়সে অন্যের প্রতি আপনার এই রূঢ় আচরণ, গলাবাজি কিংবা নিজেকে জাহির করার আপ্রাণ প্রচেষ্টা - তা বুঝি। কিন্তু এভাবে অন্যের মনোযোগ আকর্ষণের আপ্রাণ চেষ্টা করেও লাভ হবেনা, যদিনা আপনার আচরণগত যে সমস্যা, সেখান থেকে বের হতে না পারেন।

আপনি একটা খালি কলস, অলরেডি প্রকাশিত এবং আমরা অনেকেই তা জানি। ধন্যবাদ।

১০| ২৪ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০২

সোনাগাজী বলেছেন:


@স্মৃতিভুক,
আপনি বলেছেন: @ সোনাগাজী, আমি এখন মোটামুটি নিশ্চিত, আপনার মস্তিষ্কের পঁচাশি শতাংশ পূর্ণ হয়ে আছে উন্নতমানের পচা গোবরে। "

ওগুলো আপনাকে দিয়ে দেবো, আপনি সোনাগাজীর মতো পরিচয় পাবেন।

১১| ২৪ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০৫

সোনাগাজী বলেছেন:


@স্মৃতিভুক,

আপনি বলেছেন, "আপনি একটা খালি কলস, অলরেডি প্রকাশিত এবং আমরা অনেকেই তা জানি। ধন্যবাদ। "

-আমার ব্যাপারে জানাই তো আপনাদের অনেকর জন্য ব্লগগিং।

১২| ২৪ শে মার্চ, ২০২৩ ভোর ৫:০৬

স্মৃতিভুক বলেছেন: @ সোনাগাজী ওরফে হরিদাস পাল, দুই লাইন লিখতেই তো কলম ভেঙে যাওয়ার মতো অবস্থা! এত বানান ভুল তো প্রাইমারি স্কুলের বাচ্চারাও করে না, বাছা।

আপনার পরিচয় একটাই, তা হলো চাপাবাজ-টাউট। আর কোনো পরিচয় আছে? থাকতে পারে, যেমন অর্ধশিক্ষিত গলাবাজ কিংবা চেক প্রসেসর।

ঠিকই বলেছেন, পঁচাশি পার্সেন্ট গোবর নিয়ে টাউটারি আর চাপাবাজি করেই পরিচয় পেয়েছেন। ঠিক যেমন গ্রামের লেংটা পাগল তার কর্মকান্ড দিয়ে পরিচিতি পায় আস-পাশের দশ গ্রামে।

১৩| ২৪ শে মার্চ, ২০২৩ ভোর ৬:০১

সোনাগাজী বলেছেন:


@স্মৃতিভুক ,

কয়েকদিন ডোডোগিরি করার পর বিদায় নিতে হবে, এটাই আপনার ব্লগিং'এর ইতিহাস হবে।

১৪| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০৩

নাহল তরকারি বলেছেন: এই জর্জের বাপ মা কে দেখতে চাই।

১৫| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ৯:০৯

রাসেল বলেছেন: It is a very good topic to rectify our own behavior.

It seems Mr. Gazi is a paying agent of anybody, who don't want betterment of Bangladesh. He like to misguide people. If you critisize him, he will start to cry. On the other hand, he enjoy to critisize people.

১৬| ২৪ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই মহিলা বিচারককে স্কুলে ডেকে এনে তার মেয়ের এহেন আচরনের জন্য মেয়েসহ মাকে ক্ষমা চাওয়াতে পারলেই উচিৎ বিচার হবে।

১৭| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: যারা ওই মেয়েটা আর বিচারকের সমালোচনা করছে, দেখা যাবে একই অবস্থানে গেলে তাদের আচরণও তেমনই হবে। আমাদের বাঙালি মনস্তত্ত্ব এমনই।

১৮| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঘটনাটা পড়ে গা জ্বালা করে উঠলো। আমার কেবলই জানতে ইচ্ছে হচ্ছিল, ঐ বিচারকের কোনো বিচার হয়েছে কিনা। ৬ নাম্বার কমেন্টে রানা ভাই বলেছেন, সন্মানিত বিচারক তার বিচারিক ক্ষমতা হারিয়েছেন সুপ্রিম কোর্টের আদেশে। আদালতের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ এ ইমেডিয়েট অ্যাকশনের জন্য, তবে, তবু আমার কাছে মনে হয়েছে, শাস্তি খুব কম হয়েছে। তার বিচারিক ক্ষমতা হারানোর সাথে ঐ বিচারক মা ও মেয়ে উভয়কে দিয়ে ক্লাসরুম ঝাড়ু দেয়ার আদেশ দেয়া যেত।

অসভ্য ও ইডিয়টরা কোনোদিন এ পোস্টের তাৎপর্য বুঝবে না।

১৯| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে ধীরে ধীরে সমাকজে এরকম ঘটনা কমতে শুরু করবে।

২০| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:১৩

অনল চৌধুরী বলেছেন: এইসব বেয়াদব সরকারী কর্মচারীদের প্রকাশ্যে জুতাপেটা করা দরকার।
চাকরীতে নিয়োগ দেয়াার সময়ই এদের শেখানো হয়না কেনো যে, সরকারী কর্মচারীরা জনগণের চাকর এবং তারা তাদের সেবা করতে বাধ্য !!!!আইন অনুযায়ী সরকারী কর্মচারীরা জনগণের চাকর (Public servant)


*** জনাব চাদগাজী, অনর্থক ঝড়গা করে নিজের সন্মান নষ্ট করছেন কেনো?
পারলে লেখায় ভালো মন্তব্য করেন, না হলে চুুপ থাকেন।

২১| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৩

জিকোব্লগ বলেছেন:



সোনাগাজীকে ধুইয়ে দিয়েছে স্মৃতিভুক। ভয়ে উহা স্মৃতিভুককে উহার পোস্টে ব্লক করেছে।
অবশ্য এটা উহা যাঁদের সাথে যুক্তিতে টিকতে পারে না , তাঁদের সবাইকে উহার পোস্টে
মন্তব্য করতে ব্লক করে। উহার পোস্টে শুধু উহার চামচারা মন্তব্য করতে পারে।

এতকিছুর পরেও সোনাগাজীর লজ্জা শরম বলে কিছু নাই। বেহায়ার মত এইসব নিয়ে
পোস্ট লেখবে , যাহাতে উহার চামচাদের কে উহার কাছে পায়। অবশ্য উহার চামচারাও
উহার মতনই বেহায়া।

ব্লগে আমরা ব্লগারের মানসিক বয়স তাঁর সাদা কালো লেখা দেখে অনুমান করতে পারি।
সোনাগাজীর মানসিক বয়স প্রাইমারী স্কুলের বাচ্চাদের মতনই। আর এই জন্যেই উহা বাঁদরামি
করেই চলছে।

স্মৃতিভুকের মত এখন আমিও চাই না সোনাগাজী বিদায় নিক বা উহাকে ব্যান করা হোক। উহা
চলে গেলে ব্লগাররা উহার বাঁদরামি দেখে বিনোদিত হওয়া থেকে বঞ্চিত হবেন। অবসর সময়ে বান্দরের
সার্কাস দেখতে মজাই লাগে। হয়তোবা মডু এবং ব্লগ কর্তৃপক্ষও ঠিক একই কারণে উহাকে রেখে দিতে চান ।


@সোনাগাজী, তুমার সার্কাস দেখানো অব্যাহত রেখে আমাদেরকে কে বিনোদিত করে যাও।
মানসিক বয়সে তুমি আমার চেয়ে অনেক অনেক ছোট হবে। এইজন্য তুমাকে তুমি বললাম বা বলি।

২২| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৫

সোনালি কাবিন বলেছেন: জনাব জিকোব্লগ, আপনার ব্লগীয় পরিসংখ্যানের লুংগি ধরে নির্লজ্জ টানাটানি এখনই শুরু হলো বলে!

২৩| ২৫ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৮

সোনালি কাবিন বলেছেন: জিকোব্লগ বলেছেন : স্মৃতিভুকের মত এখন আমিও চাই না সোনাগাজী বিদায় নিক বা উহাকে ব্যান করা হোক। উহা
চলে গেলে ব্লগাররা উহার বাঁদরামি দেখে বিনোদিত হওয়া থেকে বঞ্চিত হবেন। অবসর সময়ে বান্দরের
সার্কাস দেখতে মজাই লাগে। হয়তোবা মডু এবং ব্লগ কর্তৃপক্ষও ঠিক একই কারণে উহাকে রেখে দিতে চান ।


:-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.