নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগরে আগুন লাগলে,
দেবালয়ও রক্ষা পায় না, ডিয়ার !
ভার্সিটি বন্ধের সিদ্ধান্ত সময়োপযোগী এবং প্রশংসনীয় ! তবে ছুটিটা যেনো আমরা কেও ট্যুর মনে না করি, সবাই সাবধান হই, সেল্ফ কোয়ারেন্টাইন নিই(কেও বলুক বা না বলুক), পাবলিক প্লেস যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি !
গত কয়দিন ধরেই মনে খুব মৃত্যুভয় কাজ করছে, জীবনে কি করলাম-সৃষ্টিকর্তার কাছে কি জবাবদিহিতা করবো সেসব নিয়ে, হয়তো আমার মতো অনেকেই আছেন এরকম ! তাই আসুন সবাই ধর্মীয় রীতিনীতি মেনে চলার চেষ্টা করি, কে-কখন-কিভাবে আক্রান্ত হয়ে যাই, বলা যায় না !
আল্লাহ আমাদের সুজলা-সুফলা দেশটাকে ইতালী-চীনের মতো পরীক্ষায় না ফেলুন, আমাদের দেশের যা পরিস্থিতি সেরকম কিছু হলে দেশ আবারো 'ওলা বিবি' (ডায়রিয়া হলে একসময় গ্রামকে গ্রাম সাফ হয়ে যেতো) যুগে ফিরে যাবো হয়তো ! সবাই দোয়া করি যাতে আল্লাহ সেই পরিস্থিতির মুখোমুখী আমাদের না করেন !
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন !
২| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৪২
নেওয়াজ আলি বলেছেন: সচেতন না হলে অনেক দুঃখ সহ্য করতে হবে।
৩| ১৭ ই মার্চ, ২০২০ রাত ১:৩৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: মসজিদ থেকেও করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই নামাজের বেলায়ও সতর্কতা অবলম্বন জরুরি।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: আল্লাহই আমাদের রক্ষা করবেন।