নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামের সবচেয়ে বড় ক্ষতি কারা করেছে জানেন ?
কোনো ইহুদী/নাসারা এসে ইসলামকে বিতর্কিত করে নি ! যা ক্ষতি করার তা করেছে মুসলিমরা !
অাজ মুসলিমরা কয়টা দলে বিভক্ত, সেই হিসাব কারো জানা অাছে কি ?
একদলের মতে, তারাবীহর নামাজ ৮রাকাত পড়তে হবে, এটাই সহীহ হাদীস ! অাবার অারেকদল, কতো ধৈর্য্য নিয়ে তীব্র গরম উপেক্ষা করে ২০রাকায়াত নামাজই পড়ছে !
একদল মুসলিম হাসান-হুসেনের মৃত্যদিনে কতো বড় মিছিল করছে হায় হুসেন হায় হুসেন বলে অপরদিকে অারেকদল বলছে এটা বিদঅাত !
একদল লোক মসজিদে বুকের উপর হাত বাধছে অারেকদল বাধছে নাভীর উপরে !
মুহাম্মাদী মাযহাবের বিতর নামাজ নাকি এক রাকায়াত......!
এসব বির্তকের কোনো শেষ নেই ! অাপনি বলে বলে লিখে লিখে মুসলিমদের প্রত্যেকটা বিতর্ককে এক জায়গায় তুলে অানতে পারবেন না !
একবার ভাবেন তো, অাপনি মুসলিম ! ইসলামের ইস্যুতে অাপনার তো এক থাকার কথা ছিলো ! জগতের প্রতিটি মুসলিম একই কায়দায় নামাজ পড়বে, এটাই তো হওয়া উচিত ছিলো ! কেনো হচ্ছে না সেটা ?
দায়ী কে বা কারা ?
যদি বলি, এর জন্য দায়ী খ্রীষ্টানরা বা ইহুদীরা !
অাপনার কাছে উত্তরটা যথেষ্ট সঠিক বলে মনে হবে?
হতে পারে তারা ফাদ পেতে অাপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাহলে অাপনি তার ফাদে কেনো পা দিচ্ছেন ?
এবার যদি বলি, ইসলাম ক্ষতিগ্রস্ত হবার পেছনে সবচেয়ে বড় দায়ী হলো, মুসলিমরা ! মুসলিমদের একতাহীনতা ! তাহলে কি খুব বাড়িয়ে বলা হবে ?
অাজকের ঘটনাটাই ধরুন ! মাওলানা সা'দ অার মাওলানা জোবায়ের তাদের নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করবার জন্যে কি তান্ডবটাই না চালালেন সারাদিন ! বলতে গেলে ঢাকাকে একরকম অচলই করে ফেললেন ! প্রশাসনকে নীরব থাকতে হয়েছে ধর্মের স্পর্শকাতরতার কারনেই ! কতো মানুষ অাহত হলো, এতে ধর্মের কি লাভটা হলো বলতে পারবেন কেউ ?
ধর্মের বেশীরভাগ ইস্যুতে অামরা একমত হতে পারি নাই ! বিভ্রান্তির সৃষ্টি করে সাধারন মুসলিমদেরকে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরী করে দিয়েছি ! তার জন্য দায়ী কারা ?
অামরা ! মুসলিমরা ! মুসলমানরা ! সমাজের নামধারী 'কিছু টুপি-জোব্বাওয়ালা ফতোয়াবাজ'দের জন্যই অাজ অমুসলিমরা পৃথিবীর সবচাইতে পবিত্র ধর্ম নিয়ে অাঙুল তোলার সুযোগ পাচ্ছে, অামরা কেনো তাদের অাঙুল তোলার সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করেছি কখোনো ?
'প্যারাডকক্সিক্যাল সাজিদ' লিখে সাজিদদের নাস্তিক থেকে অাস্তিক বানানোর চেয়েও জরুরী হলো, সকল মুসলিমদের মধ্যকার বিভ্রান্তি দূর করে পৃথীবির সকল মুসলমানকে একমতের করানো ! তবেই ইসলাম অাবারো শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে নইলে যে মতপার্থক্য দিন দিন তৈরী হচ্ছে, তা ঘোড়ার গতিতে বেড়েই চলবে ! লাগাম টানা জরুরী !
এর লাগাম টানার উদ্যোগটাও মুসলিমদেরকেই নিতে হবে !
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শুধু আজই নয়, মুসলিমরা মহানবী ( সা : ) এর ওফাতের পর থেকেই অনেকভাগে বিভক্ত হয়ে রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে | মূল সমস্যা ক্ষমতা এবং অর্থের চরম লালসা |
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯
রাজীব নুর বলেছেন: সহমত।