নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালীর জন্মের ইতিহাস বলতে কি বোঝেন?
১৪৯৮ সালে অামাদের দেশে পর্তুগীজরা এসে ব্যাবসা শুরু করছিল, দস্যুতা-প্রতিযোগীতামূলক ব্যাবসায় টিকতে না পেরে তারা বাংলা থেকে কাথাকম্বল গুটিয়ে চলে যায় কিন্তু বাঙালী নারীদের পেটে দিয়ে যায় তাদের ভ্রুন ! ধরি সেই ভ্রুন থেকে যে সন্তান জন্মগ্রহন করলো সেটির নাম 'পর্তু-বাঙালী' ভ্রুন ! তাদের পর ১৬০২ সালে উপমহাদেশে ব্যাবসার উদ্দেশ্যে অাসলো ওলন্দাজরা ! তারা অাবার ইংরেজদের সাথে ব্যাবসায়িক দ্বন্দ্ব, এদেশের শাসকদের সাথে বিরোধের ফলে ১৮০৫সালে যখন বাংলা ছাড়লো, তখন তারা এদেশের নারীদের গর্ভে তাদের অস্তিত্ব উপহার দিলো, তখন যে সন্তান জন্মগ্রহন করলো তাদের মধ্যে প্রবাহিত হচ্ছিলো পর্তু-বাঙালী-ওলন্দাজের সমন্বয়ের মিলিত জিন ! তারপর ১৬২০ সালে অাসলো দিনেমাররা ! তারা ব্যাবসাতে খুব একটা সুবিধা করতে না পারলেলেও জায়গামতো ঠিকই সুবিধা করে নিয়েছিল, ফলাফল স্বরূপ, যে জাতির সৃষ্টি হলো, তারা বহন করছিল, পর্তু-বাঙালি-ওলন্দাজ-দিনেমারের সমন্বয়ে এক মিলিত রক্ত ! তারপর আসলো, ইংরেজরা ! পর্তু-বাঙালি-ওলন্দাজ-দিনেমার-ইংরেজ সব মিলিয়ে জগাখিচুড়ি রক্ত ! এদিকে আমার দাদার বাবা আবার ছিল মীর-জাফর ! পরে ঘাড়ে চড়ে বসলো পাকিস্তান, তারা আবার লিস্ট ধরে ধরে তাদের বীজ আমার দাদীর শরীরে দিয়ে গেলো ! সেই মীর জাফরীয় বীজ আবার আমাদের মাঝে এসে প্রবাহিত করে দিল বেঈমানির রক্ত ! আমার বাবা সেই রক্ত নিয়ে তার নিজের জাতির সাথে শুরু করলো বেঈমানি ! পর্তু-বাঙালি-ওলন্দাজ-দিনেমার-ইংরেজ-পাকিস্তানী-বেইমানির সমন্বয়ে আমার শরীরে তৈরি হলো, আজব এক রক্ত, যার নাম দিতে গিয়ে কিবোর্ড হ্যাং হয়ে যাচ্ছে ! সেই বারোমিশালি রক্ত নিয়ে কিভাবে আমি দেশের সব ইস্যুতে এক হবো ? মুক্তিযুদ্ধ নিয়ে আমি দুই রুপ প্রকাশ করি, ধর্ষণের বিচার চাইতে গিয়ে পুরো জাতি দুইভাগ হই, যে জাতিকে শুধু কথার ফুলঝুড়িতেই দাবিয়ে রাখা যায়, রাস্তার মাঝে পিলার উঠলেই যারা ভাবে, এইতো উন্নয়ন হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি ! আসলেই এগুচ্ছি ?
অথচ এসব নিয়ে আমার ভাবার বা চিন্তার সময় নেই, প্রয়োজনও নেই ! এসব ভাবার জন্য যে বিশুদ্ধ রক্ত দরকার সেটা তো আমার মাঝেই নেই, আমি কিভাবে সেসব নিয়ে ভাববো ! আবার এসবের জন্য আমিও দায়ী না, কারন আমার জন্মটাই তো বেজন্মার ! সেই পর্তুগিজ থেকে ভাবনা শুরু করলে আজ আমার মাঝে যে রক্ত প্রবাহিত হচ্ছে, তা হলো,...............
ওহ ! আবার কীবোর্ডটা হ্যাং হয়ে গেলো !
আমার মতো বেজন্মাকে দিয়ে আপনি কিভাবে উন্নয়নের কথা ভাবেন!
২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
আবু তালেব শেখ বলেছেন: আগে উহাদের ধর্ষনের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন যারা চৌদ্দ শতক থেকে পর্যায়ক্রমে এহেন কার্য করিয়াছে
৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কীবোর্ড না আপনার মাথাও হ্যাং হয়ে আছে। রিবুট করুন...
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১
বেনামি মানুষ বলেছেন: আপনার জন্য করুণা হচ্ছে।