নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত-বাংলাদেশ খেলার সময় ভারতকে আমরা (কিছু কিছু সমর্থক) কি বলে ডাকি ?
Rendia তাই না । কোনো ভারতীও সমর্থক যদি বাংলাদেশকে KANGLADESH বলে ডাকে, তাহলে একজন বাংলাদেশি হিসেবে আপনার কেমন লাগবে ?
নিশ্চয় রাগে আপনার পুরো শরীরের রক্ত গরম হয়ে যাবে ।
ধরেন, আপনি একটা মেয়েকে খুব ভালবাসেন, তাকে খুব সম্মান করেন, আপনার কাছে সে সোনার টুকরা । তাই বলে কি বাকি সব মেয়েরা খুব খারাপ ? ওদের ইভটিজিং করবেন ?
যদি আপনি মানুষ হয়ে থাকেন, তাহলে এই কাজটি নিশ্চয় করবেন না । তাহলে আপনি ভারতকে rendia বলে ডাকেন কেনো ?
এবার আসল কোথায় আসি, রবিবার BD-IND খেলা, আপনি বাংলাদেশি হিসেবে অবশ্যই বাংলাদেশকে সমর্থন করবেন কিন্তু অন্য কোনো দেশকে হেয় করে নয় । আমি নিজেও বাংলাদেশের কাট্টা সমর্থক । অনন্য দেশকে সম্মান করেই, আমাদের সকলের মাঝে দেশপ্রেম জাগ্রত হোক, এতে আপনার আত্মসম্মানের খুব বেশি একটা ক্ষতি হয়ে যাবে কি ???
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫১
মাহমুদ পিয়াস বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা সব বিদেশীদের প্রতি সব সময় সন্মান দেখায়ে থাকেন; আপনার সমস্যা আছে, ঠিক হয়ে যান।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
মাহমুদ পিয়াস বলেছেন: ভুল কথা ! ভাল করে খোজ খবর নেন বুঝতে পারবেন সমস্যা কার ???
ধন্যবাদ
৩| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫২
অবনি মণি বলেছেন: হুম ! ভালোই বলেছেন । বানানে একটু মিস্টেক হয়ে গেছে হয়তো ! খেয়াল করেননি !ঠিক করে নেন !
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৭
মাহমুদ পিয়াস বলেছেন: ধন্যবাদ, মনজোগ দিয়ে পড়ার জন্য । অভ্র দিয়ে লিখেছি, তাই হয়তো মিসটেক হয়ে গেছে ।
৪| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৯
রায়হানুল এফ রাজ বলেছেন: ভালো বলেছেন।
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৭
মাহমুদ পিয়াস বলেছেন: আপনাকে ধন্যবাদ
৫| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪১
এন.এ.আনসারী বলেছেন: একমত আপনার সাথে, সমর্থক যে দেশেরও হউক সে মানুষ আর যারা মানুষকে সম্মান করতে যানে না তারা নিশ্চয় উস্কানী দাঙ্গাবাজ
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৮
মাহমুদ পিয়াস বলেছেন: একদম সঠিক !!
৬| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪২
বিজন রয় বলেছেন: ভাল বলেছেন।
+++++
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:৫৮
মাহমুদ পিয়াস বলেছেন: আপনাকে ধন্যবাদ !!!
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো বলেছেন। আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।