নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

মাহমুদ পিয়াস

মানুষ হবার চেষ্টা করছি ! পারছি কই !

মাহমুদ পিয়াস › বিস্তারিত পোস্টঃ

আমার ভাষা, আমার অহংকার !!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

প্রভাত ফেরিতে গেছিলাম প্রাইমারি স্কুলের বাচ্চাদের সাথে । ছোট ছোট বাচ্চাদের সাথে খালি পায়ে হাটার মধ্যে কেমন যেনো আনন্দ পাই । আমার আনন্দের কথা চুলোয় যাক, আসল কথায় আসি । প্রভাত ফেরি শেষ করে যখন বাসায় আসছিলাম তখন দেখি এক হকার(যারা মাইক বাজিয়ে বিভিন্ন তৈজসপত্র বিক্রি করে) । উনার মাইকে বাজছে, মুন্নি বদনাম হুয়ি.........
হকার কে বললাম,
>গানটা বন্ধ করেন !
>> কেনো ?
>আমি বললাম তাই, নইলে এই এলাকায় আপনার ঢোকা হবে না ।
উনি তার কপালের মধ্যে ঢুকে যাওয়া দু-চোখ দিয়ে আমার পুরো শরীর একবার স্ক্যান করলেন ।
তারপর বললেন,
>তাইলে কি বাজাবো !
আমি আমার ভাঙ্গা মোবাইলের ব্লুটুথ দিয়ে উনাকে সেই রেল লাইনের ধারে, আর বাপ্পা মজুমদারের তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেবরে, এই ২ টা দেশের গান সেন্ড করে দিলাম । আর বললাম, যতক্ষণ এই এলাকায় থাকবেন, ততক্ষণ এইটা বাজাবেন ।
উনি আমার কথা রাখলেন ।
সকালের খাওয়া শেষ করে যখন ছাদে বসে প্রতিবেশী ভাবীর সাথে গল্প করছি তখন দেখি ওই হকারটা পুরো গ্রাম ঘুরে আমার বাড়ির সামনে এসে দাড়িয়ে আছে । আমি নিচের দিকে তাকাতেই তার গানটা থামিয়ে বললেন,
ভাই এরকম গান আর আছে নাকি ?
নিচে নেমে এসে আমার ল্যাপটপ থেকে প্রায় ৫০ টা দেশের গান সহ কিছু বাংলা গান লোড দিয়ে দিলাম ।
আপনার চোখের সামনে এরকম ঘটনা হয়তো অনেক ঘটছে, আমার সামনেও এরকম অনেক ঘটেছে, তবে কেনো জানি, আজকের এই বিশেষ দিনটাতে ওইরকম গানগুলো শুনতে ইচ্ছে করছিলো না, তাই হয়তো সেই হকারকে নিষেধ করেছি ।
যাদের সাথে আমাদের দৈহিক উচ্চতা, গায়ের রঙ, বর্ণ, ধর্ম কোনো কিছুর মিল নেই, সেই সিয়েরা লিওন যদি শুধুমাত্র আমাদের ভাষার আত্মত্যাগের জীবনী পড়ে যদি আমাদের মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করতে পারে, তাহলে আমরা সেই আত্মত্যাগকারীদের দেশের অধিবাসি হয়ে, আমরা কি পারি না অন্তত বছরের একটা দিন অন্য কোনো ভাষার গান না শুনে, শুধু বাংলা গান শোনার চেষ্টা করতে?? তাহলে একটু হলেও রফিক শফিক জব্বারের আত্মাগুলো হয়তো কিছুটা শান্তি পাবে । যাদের দেহের বিনিময়ে আপনি আজ আমার লিখগুলো পড়তে পারলেন । অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা সকল ভাষা শহীদদের প্রতি……










মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.