নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্তব্য শাহবাগ । ইউনাইটেড সার্ভিসের গাড়িতে উঠেছি মিরপুর ১০ থেকে । শ্যাওড়াপাড়া পার হয়ে যাবার পর দেখলাম, ফায়ার সার্ভিসের একটা লাল এ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়েই চলেছে । আমার গাড়ি চালকের সেদিকে কোনো নজর নেই । "আমি আগে যাবো" চিন্তা সব চালকের মাথাতেই থাকে, উনারও আছে, এতে দোষের কি আছে ?
যাই হোক, কোনো এক ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেছিলেন, যখন ফায়ার সার্ভিসের গাড়ি সাইরেন বাজায়, তখন বুঝতে হবে জরুরি কাজে যাচ্ছে , আর ফায়ার সার্ভিসের জরুরি কাজ কি হতে পারে সেটা সবার জানা, যখন চালক আপন মনে প্রতিযোগিতামূলক মনভাব নিয়ে গাড়ি চালাচ্ছিলেন, আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চালককে বললাম, ওই মামা, আপনার গাড়ি সাইড করেন, দেখেন না এ্যাম্বুলেন্স সাইরেন বাজাচ্ছে । লুকিং গ্লাস দিয়ে উনি একবার আমার দিকে তাকালেন, আমার কথা শুনে আমার পাশের সহযাত্রীও বললেন, ওই বেটা গাড়ি সাইড কর !! চালক বাধ্য হয়েই এ্যাম্বুলেন্সটা সাইড দিতে বাধ্য হলেন । এ্যাম্বুলেন্স টা সাই করে বের হয়ে গেলো ।
একটু পর তালতলার মোড়ে গিয়ে দেখি একটা দোকানের বেশির ভাগ অংশই পুড়ে গেছে, রাস্তায় চরম জ্যাম থাকায়, বাস থেকে নেমে শুনলাম, অনেকেই সেখানে ছিলেন কিন্তু পানির অভাবে কেউই আগুন নিভাতে সাহায্য করতে পারে নি, ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে । কয়েকমিনিট পর গাড়িটা আসলে সব শেষ হয়ে যেতো......... ।
নিজেকে চরম একটা ধন্যবাদ দিলাম, আমি গাড়ি চালককে অনুরোধ করেছিলাম, এই গাড়িটাকে সাইড দেওয়ার জন্য, কেননা আগুন লাগার মতো একটা জায়গায় একটা মিনিটও অনেক বড় সময় । এক মিনিট আগে আসার কারণে দোকান মালিক হয়তো বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছেন ।
ঢাকার সব গাড়ি চালকদের একটা ব্যাপার আছে, "আমি আগে যাবো" । আপনি ঢাকায় থাকেন, আপনারও খুব তাড়াতাড়ি বাসায় বা কর্মস্থলে যাওয়ার দরকার । কিন্তু কোনো এ্যাম্বুলেন্স যখন আপনার কাছ থেকে সাইড চাইবে, তখন সেটাকে অবশ্যই বিবেচনায় রাখবেন, আপনার নষ্ট হওয়া ১ মিনিট সময়ের বদলে হয়তো কারো জীবন রক্ষা হতে পারে অথবা কারো কোটি কোটি টাকার সম্পদ বেঁচে যেতে পারে ।
"আপনার নিজের কারণে যখন একটা উপকার হবে, তখন যে আত্মতৃপ্তি আপনি পাবেন, তা সারাজীবনের রোজগারের সমান" (it's proved)
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫
মাহমুদ পিয়াস বলেছেন: জী ভাই । আপনার কথা আর আমার কথা এক !!!
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
হিমুর মধ্যদুপুর বলেছেন: আসলে সবার এগিয়ে যাওয়ার প্রবনতা টা খুব বেশিই লক্ষ করা যায়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
মাহমুদ পিয়াস বলেছেন: এগিয়ে যেতেই হবে, নইলে আমরা পিছিয়ে পড়ব । তবে যেখানে জরুরি দরকার সেখানে আমাদের অবশ্যই কন্সিডার করা উচিত !!!
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
মহা সমন্বয় বলেছেন: এই শহরে প্রাণের কোন মুল্য নেই, যে কারণে বলা হয় প্রাণের শহর ঢাকা শহর ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
মাহমুদ পিয়াস বলেছেন: পজিটিভ আর নেগেটিভ, "প্রাণের শহর ঢাকা শহর" কথাটার অর্থ দুইভাবেই করা যায় !!!
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩
বিজন রয় বলেছেন: আসুন।
++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
মাহমুদ পিয়াস বলেছেন: এখান থেকেই হোকনা শুরু !!!
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
সাইফুল১৩৪০৫ বলেছেন: ঢাকার সব গাড়ি চালকদের একটা ব্যাপার আছে, "আমি আগে যাবো" । আপনি ঢাকায় থাকেন, আপনারও খুব তাড়াতাড়ি বাসায় বা কর্মস্থলে যাওয়ার দরকার । কিন্তু কোনো এ্যাম্বুলেন্স যখন আপনার কাছ থেকে সাইড চাইবে, তখন সেটাকে অবশ্যই বিবেচনায় রাখবেন, আপনার নষ্ট হওয়া ১ মিনিট সময়ের বদলে হয়তো কারো জীবন রক্ষা হতে পারে অথবা কারো কোটি কোটি টাকার সম্পদ বেঁচে যেতে পারে ।