নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আব্বু এসেছিলো আমার শহর রাজশাহীতে । ATM বুথে আব্বু যেতেই চাইছিলো না, একরকম জোর করেই আব্বুকে নিয়ে ঢুকলাম । আমার Debit কার্ডটা বুথে দিতেই দুইটা আধপুরোনো পাঁচশত টাকার নোট বের হয়ে আসল । আব্বু তো আকাশ থেকে পড়ল । বলল, কিরে তুই একটা প্লাস্টিকের কার্ড দিলি, আর অমনি টাকা বের হয়ে আসলো !! আমি শুধু মনে মনে হাসি, পরে সব বুঝিয়ে বললাম । যতই বলি, এই আধপুরোনো লোকটা ততই অবাক হন আর বাইরে বিঞ্জানের আবিষ্কারকে ধন্যবাদ দিতে থাকেন । আপনার মনে হতেই পারে, “আমার আব্বু জীবনে বুথ দেখেনি,এইটা আবার কোন ক্ষ্যাত” ।
আপনার কথায় আমার কি আসে যায় বলেন ! আমারতো আব্বু তাই না ? প্রায় ২.২০বাজে তখন আমি লক্ষীপুরে । আব্বুকে বললাম আব্বু, আপনি থাকেন, যেভাবেই হোক আমাকে ২.৩০এর মধ্যেই একটা জায়গায় যেতে হবে । উনি বললেন, তাহলে একটু আগে বলিসনি ক্যান? যা তাড়াতাড়ি যা!! কাজ শেষ হলে ফোন দিস । একবারের জন্যও জানতে চান নি, আমি কোথায় যাবো, তার কাজের থেকে আমার কাজটাই বেশী গুরুত্বপূর্ণ কি না । তিনি জানেন, তার ছেলে যাই কিছু করুক না কেন অন্তত খারাপ কোনো কাজ করবে না । এই আমার আব্বু, পেশায় মাধ্যমিক স্কুল শিক্ষক । আমার সব কাজের উৎসাহদাতা ।..........
শতবর্ষী হোক সকল বাবারা ...।।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
মাহমুদ পিয়াস বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ .।।
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
মনস্বিনী বলেছেন: বাবা -মা যেরকমই হোক বাবা-মা। এই বোধ আজকাল অনেক ছেলে মেয়ের মধ্যেই নেই । আপনার লেখা পড়ে ভালো লাগলো।
০৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬
মাহমুদ পিয়াস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১২:১০
অশ্রুকারিগর বলেছেন: ভাল থাকুক সকল বাবারা !