নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

সেই চেতনার কেনো ফাসি হবে না?

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫০

মসজিদ মাদরাসা পবিত্র স্থান।
কিন্তু মসজিদের মাইকে ঘোষনা দিয়ে সাম্প্রদায়িক হামলা হয়।মাদরাসাতে কোরানের হাফেজদের হাতে ছেলে শিশুরা যৌন নির্যাতন এর স্বীকার হয়।

এর মানে কি আমাদের মসজিদ গুলো জঙ্গি আস্তানা বা মাদরাসার সব আলেমরা Paedophile??

আপনি কি এর জন্য মসজিদকে নিষিদ্ধ করবেন, মামলা দিবেন নবী মোহাম্মদ (সাঃ) এর উপর, আর নিষিদ্ধ করবেন ইসলামকে - এই শত আউলিয়া পয়গম্বরের দেশে??

ব্যক্তির দোষে কখনো একটা বিশ্বাস বা আদর্শকে দেয়া যায় না।

বুয়েট ছাত্র দ্বীপ হত্যার প্রধান আসামী শিবির ক্যাডার মেজবাহ জামিনে বেরিয়ে বিয়ে করেছেন ।

বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার প্রধান আসামী ছাত্রদল নেতা মুকিত জামিনে বেরিয়ে বর্তমানে অস্ট্রেলিয়া ।।

মার্ডার আর এক্সিডেন্টাল মার্ডারের মধ্যে পার্থক্য আছে। প্রফেশনাল খুনী এবং ঘটনাক্রমে হয়ে যাওয়া খুনির মধ্যে পার্থক্য আছে।

অথচ জঙ্গির হামলায় নিহত বুয়েটের শিক্ষার্থী দ্বীপ, ছাত্রদলের গুলিতে নিহত সনি হত্যার বিচারের রায় আজ পর্যন্ত দিতে পারলো না!!!

দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট'র শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত। যাইহোক বিচারিক সংস্কৃতি ফিরে আসায় স্বস্তিবোধ করছি!

কিন্তু এই বুয়েটের আরেক শিক্ষার্থী আরিফ রায়হান দ্বীপ হত্যার বিচার কি আমরা পাবো? যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্ল্যাকার্ড লেখার কারণে আরিফ রায়হান দ্বীপকে কুপিয়ে হত্যা করেছিলো ছাত্র শিবিরের নেতা-কর্মীরা।
একই বিদ্যাপীঠের আরেকজন মেধাবী ছাত্রী সাবেকুন নাহার সনি নিহত হয়েছিলো ছাত্রদল ক্যাডারদের গুলিতে। দেড় যুগেও হয় নি বিচার।
বিচারের সংস্কৃতি ফিরে আসাতে আমরা কি দ্বীপ-সনি হত্যার বিচার চাইতে পারি না, মাননীয়? নাকি আমাদের সেই অধিকার নেই!

#দ্বীপহত্যা #বুয়েটহত্যা #ছাত্রীলীগেরদ্বীপ #StandForDip #Dip #BUETBUETdip

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:


সরকার আগের ২টার বিচার শেষ করছে না কেন, কোন ব্যাখ্যা?

২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পাবলিক সেন্টিমেন্ট বিবেচনা করে বিচার করা হয় মনে হচ্ছে।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
বিশজন সমান অপরাধী হতে পারে না। নিঃসন্দেহে এটা আবেগতাড়িত রায়।
আবরার মৃত্যুতে ২০ জনের ভুমিকা, ২০ জনের অপরাধের লেভেল অফ ইনভলবমেন্ট কি সমান?
বিশজন সবাই হয়তো অবগতও ছিল না কি হতে যাচ্ছে, সেখানে গদি বাচাতে সবাইকে একই পাল্লায় মাপা হলো!
এদের পুর্ব হিস্ট্রিতে এরা কখনো অপরাধ কর্মে জড়ায়নি, এরা চাঁদাবাজ লেভেলে পৌছায় নি, হাইয়েষ্ট অপরাধ হয়তো জোরপুর্বক বাকি খাওয়া। এ পর্যন্তই।
বয়সের কারনেই তো মৃত্যদন্ড দিতে পারেনা জজ।

যারা সরাসরি যুক্ত ছিল, মাস্টারমাইন্ড ছিল তাদের জন্য এই রায় মানা যায়। কিন্তু তাই বলে সেই সংখ্যাটা বিশজন?
সত্যই বাড়াবাড়ি, গদি বাচাতে আইনের জঘন্য অপপ্রয়োগ!
এ রায় প্রশ্নবৃদ্ধ।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৮

রানার ব্লগ বলেছেন: বিব্রত ও নিশ্চুপ !!!!!

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: তিন নং মন্তব্যকারীর সাথে আমি একমত।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫২

আমি নই বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: ২০ জনের অপরাধের লেভেল অফ ইনভলবমেন্ট কি সমান?

হয়ত তাদের ইনভলবমেন্ট মৃত্যুদন্ড পাওয়ার লেভেলের উপরে ছিল!!!

তবে যাইহোক, এর পরেও ছাত্ররাজনীতি যতদিন থাকবে ততদিনই মেধাবী ছাত্ররা বলী হতেই থাকবে।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

জ্যাকেল বলেছেন: ২০ জন ২২ জন এইভাবে বেশি করে মৃত্যু দন্ড দিলে পাবলিক সরকারের দিকে মন ফেরাবে। পরে চিপায় সবাইকে নানান কিসিমে মুক্তি দিয়ে দেওয়া হইবে। এর বেশি কিছু না। (প্রতারণা আর কি)

৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অপবিত্র স্থান কোনটা?

৯| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: নুরুলইসলা০৬০৪ বলেছেন: অপবিত্র স্থান কোনটা?
সবচেয়ে প্রয়োজনীয় স্থানটাই অপবিত্র স্থান। বাথরুম।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৭

নূর আলম হিরণ বলেছেন: এসব বিচারিক ব্যবস্থায় অদৃশ্য কত শক্তি কাজ করে!

১১| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৯

বিটপি বলেছেন: ২০ জনকে মৃত্যুদন্ড দিয়েছে যাতে হাইকোর্টে গিয়ে ১০ জন খালাস পায়, ৫ জনের দুই বছর করে জেল হয়, আর দুইজনের যাবজ্জীবনের নামে সর্বোচ্চ ৫ বছরের হাস্পাতাল বাস হয় । এইটুকু বুদ্ধি না থাকলে দেশের রাজনীতিই তো বুঝা যাবেনা।

এই সরকার বিরোধী বান্ধব সরকার। তাই ছাত্রদল বা শিবিরের বিচার না করে লীগেরটা করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.