নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোনো গুন নেই এমনকি কোনো কিছুতেই সেরা নই কিন্তু সব সময় সেরাদের আশে পাশে থেকে সব সময় শিখতে চাই...\n

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী)

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) › বিস্তারিত পোস্টঃ

যে ৯ টি কারনে বাজার দর থেকে F Commerce এ দাম বেশি

০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০১

যে ৯ টি কারনে বাজার দর থেকে F Commerce এ দাম খানিকটা বেশি হয়..

১) প্রোডাক্ট হারানোঃ বাংলাদেশে ডেলিভারি কোম্পানি গুলোর জবাবদিহিতা নেই। কুরিয়ার কোম্পানি থেকে প্রোডাক্ট হারালে তারা তা অস্বিকার করে বা তার ১/৪ বা ১/২ অংশ ক্ষতিপূরণ দেয় মাস ছয়েক ঘুরিয়ে ।

অনেকেই মারচেন্টদের টাকা না দিয়ে অফিস গুটিয়ে পালিয়ে যায়। আমরাও পুলিশের কাছে যাই না,,কারন এই ১০-১৫ হাজার টাকার মামলা নিয়ে পুলিশের নজরদারিতে কে জেতে চায়। টাকা তো পাবোই না তখন আবার TIN , BIN , trade licences দেখতে চাইলে আরেক পেরা!!
কেও 10K এর নিচে Trade Licence করতে পারলে জানায়েনতো !!!

২) কাস্টমাইজড প্রোডাক্ট ক্লায়েন্ট cash on delivery তে রিসিভ করেন না

এই সেদিন একজন চিকিৎসক ভদ্রলোক ওটি ড্রেস নিবেন বলে কমেন্ট করলেন। কমেন্টেই নাম্বার দিলেন। ওনার এলাকায় cash on delivery নাই। ঊনি cash on delivery তেই নিবেন তাই Rangpur এ ডেলিভারি নিলেন!! ১৫ দিন সেটা রংপুরে পড়ে থাকলো,,উনি সুপার বিজি!!!
পরে ঢাকা ফেরত আসল!!

ওটি ড্রেস+প্রোডাক্ট বাবদ ক্ষতি = ১০০০৳
ডেলিভারি চারজ ও রিটার্ন চারজ =২০০৳
আমার রিক্সা ভাড়া =?
থাক,হিসাব করিয়েন না।

স্রেফ একজন সিনিয়র চিকিৎসক এর খামখেয়ালিতে আমরা হারালাম ১২০০ টাকা..

প্রতিযোগীতার যুগে F Commerce এ হাতি ঘোড়া প্রফিট হয় না! প্রায় ১ দিনের লভ্যাংশ এটা।

৩) Packaging : সাধারণ মেইলারস পলির দামো ৪/৫ টাকা। গ্লু,প্রিন্ট,ইনভয়েস এভারেজে একটা পেকেজিং এর খরচ থাকে ২০৳।

৪) অযাচিত রিটার্ন!

আব্বু কিনে আনসে ভাইয়া। এখন আর লাগতেসে না!

৫) বিকাশ চারজঃ ১০০০৳ এর প্রোডাক্ট সেল করলে এভারেজ প্রফিট থাকে ১০০৳ এর মত। ১৮-২০ টাকা বিকাশ কে দিলে থাকলো ৯৮০৳।

৬)প্রোডাক্ট স্টক করলে কিছু স্টোরে ডেমেজ হয়।

৭) যাতায়াত খরচ, ইন্টারনেট,গিফট,ফ্রি ডেলিভারি,COD charge!

ডেলিভারি কখনো ফ্রি হয় না। মার্চেন্ট পকেট থেকে দেয়। মান সম্মত ডেলিভারি চারজ ৭০৳/ ঢাকা।

এর সাথে আছে Cash on delivery চারজ ১%!

মানে আপনি ১০০০ টাকার ১ কেজি প্রোডাক্ট ঢাকা ঢাকা থেকে কিনলে,আমি ডেলিভারি চারজ ফ্রি দিলে আদতে আমি হাতে পাচ্ছি

1000 - 70 - 10(১% COD charge)-18(Bkash charge, delivery company আমাকে বিকাশে টাকা দিবে)-20 (packaging charge)
= 882৳

৮) বিভিন্ন মেয়াদি ফি- ফেসবুকের সেল গ্রুপ গুলোয় আমাদের কিছু চাদা / ফি দিতে হয়।
নিম্নে তা ৫০০৳-১৫০০৳। একটা গ্রুপের উপর ভরশা করে চলা যায়না।

৫/৬ টা গ্রুপে এড হলে কত খরচ হিসাব করেন!

৯) ফেসবুক বুস্টিং ও সুপার স্লো বিজনেস এপঃ
১ ডলার বুস্টে খরচ হয় ১২৫-১৩৫৳।
কখনো বুস্ট করে ক্লায়েন্ট পাওয়া যায়। কখনো কিছুই পাওয়া যায় না

আবার ফেসবুকের Business suit এপ এ নোটিফিকেশন আসে অন্রক ধীরে।
অনেক সময় নোটিফিকেশন আসে ১-১.৫ দিন পর ততক্ষনে ক্লায়েন্ট আরেক জায়গায় অরডার করে প্রোডাক্ট পেয়েও গেসে!!


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:০১

মাহদি (এক জন মেরুদণ্ডী প্রাণী) বলেছেন: যে ৯ টি কারনে বাজার দর থেকে F Commerce এ দাম খানিকটা বেশি হয়..

১) প্রোডাক্ট হারানোঃ বাংলাদেশে ডেলিভারি কোম্পানি গুলোর জবাবদিহিতা নেই। কুরিয়ার কোম্পানি থেকে প্রোডাক্ট হারালে তারা তা অস্বিকার করে বা তার ১/৪ বা ১/২ অংশ ক্ষতিপূরণ দেয় মাস ছয়েক ঘুরিয়ে ।

অনেকেই মারচেন্টদের টাকা না দিয়ে অফিস গুটিয়ে পালিয়ে যায়। আমরাও পুলিশের কাছে যাই না,,কারন এই ১০-১৫ হাজার টাকার মামলা নিয়ে পুলিশের নজরদারিতে কে জেতে চায়। টাকা তো পাবোই না তখন আবার TIN , BIN , trade licences দেখতে চাইলে আরেক পেরা!!
কেও 10K এর নিচে Trade Licence করতে পারলে জানায়েনতো

২| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো চোরের দেশ।

৩| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৪৩

অক্পটে বলেছেন: জাতিগত অসততা আমাদের চোর স্বভাবে প্রানীতে পরিনত করেছে। সততার সাথে কাজ করা আমাদের ভালোই লাগেনা। তাই আপনার এটা এন্টাবলিস্ট হতে আগে আমাদের সৎ এবং দায়িত্বশীল হতে হবে।

একটা ছোট্ট ঘটনা বলি- আমার ভাই সউদি আরবে কাজ করে, রিসেন্টলি এই কোম্পানী বাংলাদেশ থেকে কিছু লেবার নিয়েছে ৩০/৪০ জনে মতো। বাংলাদেশে নির্দিষ্ট একটি রিক্রুটিং এজেন্টকে জন প্রতি ২০০০ ডলার দিয়েছে ঐ কোম্পানী। এর মানে বিনা খরচে লোক গুলো তারা হায়ার করছে।

লোকগুলো সেখানে যাবার পর জানা গেল এক একজন ৫লাখ/ ৪লাখ টাকা দিয়ে এসেছে। রিক্রুটিং এজেন্ট এর পক্ষ থেকে সবাইকে লাইনে দাঁড় করিয়ে বলা হয়েছে, কত টাকার বিনিময়ে এসেছ জানতে চাই বলবে তোমরা সবাই ১লাখ ৬০ হাজার টাকা করে দিয়ে এসেছ। এবং স্বীকারোক্তির ভিডিও তৈরী করে রাখা হয়েছে।

আমাদের সততার তাকত কত ভয়াবহ দেখলেন!!!

৪| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২০

নূর আলম হিরণ বলেছেন: অনলাইনে ১৫০০ টাকার জামা অর্ডার দিয়ে একটা পুরোনো তোয়ালে পেয়েছি! এতে সে ব্যাটার কত খরচ পড়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.