নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ভালোবাসা,
বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি মোটেও ভালো নেই।
তোমার অভাব আমার চারপাশে প্রতি মুহুর্তে। তোমাকে কি প্রচন্ড ভাবে চাইতাম। আমার সাধ্য কম, তাও সাধ্যের সব টুকুন দিয়ে তোমাকে পাশে চাইতাম।
কিন্তু বিনিময়ে অবহেলা, লাঞ্চনা ছাড়া কি পেলাম?
তোমাকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছিলো,, কিন্ত যে দিন জানলাম সব টুকুন অভিনয়..
কিছু বলার নাই
তুমি জানো কিভাবে দিন রাত এক করে আমি তোমার জন্য কাজ করতাম, তুমি আমার সেই সব কষ্টের কি মূল্য দিলে?
আমার ইদানীং ঈশ্বরে বিশ্বাস উঠে গেছে
তোমার মত একজনকে কেন আমার জীবনে আনলো,,কেনোই বা আমাকে এভাবে ক ষ্ট দিলে...
চলে গেলে
মিস করি,, খুব মিস করি
তোমার মুখ...
২| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: আবেগের ঘন কুয়াশা নতুন রবি'র আগমনে কেটে যাবে।
৩| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৪
শায়মা বলেছেন:
আমারও মন খারাপ হলো। সত্যিই
৪| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: বেদনার কুয়াশা কেটে যাক । দারুন আবেগ আপ্লুত কবিতা।
৫| ০৮ ই জুলাই, ২০২১ রাত ২:০৬
ফড়িং-অনু বলেছেন: আহা কি কথা।
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈশ্বরকে অবিশ্বাস তাই বলে তার দোষ ঈশ্বরকে কেন। ইশ্বর কী বলেছেন না জেনে ভালোবাসতে ।