নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগের বর্তমান অবস্থান দেখে ছোটবেলার সেই শিশুদের অভিযোগের কথা মনে পড়ে, যারা সবকিছুর জন্য মায়ের কাছে অভিযোগ করতে, "মা, আমাকে খেলতে নেয় না," "মা, ওই ছেলেটা আমাকে মেরেছে।" গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা একটি দল, যাদের প্রভাবে অন্য রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা, রাস্তায় দাঁড়াতেই পারতো না। অথচ তাদের ফেসবুক পেজে পোস্ট করে, তারা নাকি ষড়যন্ত্রের শিকার, কেউ নাকি ষড়যন্ত্র করে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। তাদের পোস্টগুলো দেখলে কখনো হাসি পায়, কখনো আরও বেশি হাসি পায়।
গত ১৬ বছরে চুরি করে অর্থনীতির বারোটা বাজিয়ে যে দলের প্রধান বেগুনের বদলে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনী বানানোর রেসিপি দেয়, তারা কীভাবে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে বর্তমান সরকারকে দোষারোপ করে, আমি জানি না। আওয়ামী লীগের মধ্যে অনুশোচনার বিন্দুমাত্র লক্ষণ নেই। তাদের হাতে গত জুলাই-আগস্টের আন্দোলনেই হাজারের ওপর মানুষ নিহত হয়েছে; গত ১৬ বছরের ঘটনা তো বাদই দিলাম। এতকিছুর পরেও তাদের মধ্যে কোনো অপরাধবোধ নেই।
দলের ফেসবুক পেজের চেয়ে আরও সরস হচ্ছে আওয়ামী লীগের কিছু সমর্থক। দলের ভুলত্রুটি নিয়ে চিন্তা করে ভবিষ্যতে সুস্থ রাজনীতিতে কীভাবে ফেরা যায় সেই বিষয়ে কাজ করার বদলে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় —"আলো আসবেই, সুদিন ফিরবেই, আরো শক্তি নিয়ে ফিরে আসবো।" এত রক্তপাত ও হানাহানির পর, এত বাজেভাবে ক্ষমতাচ্যুত হয়ে যারা এখনো অনুশোচনাহীন, তারা ভবিষ্যতে ক্ষমতায় ফিরলে দেশ ও জনগণের জন্য কতটা বিপদ ডেকে আনতে পারে, তা ভাবতেই গা শিউরে ওঠে।
২| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩০
মোহামমদ কামরুজজামান বলেছেন: তাইতো ওরা মানুষ নয়, আওয়ামীলীগ।
কারন - মানুষ আর আওয়ামীলীগ কখনো একসাথে চলতে পারেনা।
৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩২
কুয়ানিন বলেছেন: @রানার ব্লগ
গুজব ছড়াতে তো তারা অন্যের কাছ থেকে সুযোগ নেয়ার অপেক্ষা করে না।
নিজের সমালোচনা করার জন্য তাদের কে এখন বিশেষ ভাবে সুযোগ দিতে হবে ?
৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৫
রানার ব্লগ বলেছেন: কুয়ানিন বলেছেন: @রানার ব্লগ
গুজব ছড়াতে তো তারা অন্যের কাছ থেকে সুযোগ নেয়ার অপেক্ষা করে না।
নিজের সমালোচনা করার জন্য তাদের কে এখন বিশেষ ভাবে সুযোগ দিতে হবে ?
চোর যখন দেখে তারি ফেলে যাওয়া বস্তা দিয়ে নয়া চোরে মুরগীর খোপ হাতায় তখন পুরান চোরের কি আর দায় থাকে?
৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৮
সৈয়দ কুতুব বলেছেন: অনুশোচনা বাংলাদেশের কোন দলের মধ্যে আছে? আওয়ামী লীগ এত প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলো কেন ২০০৯ সালের পর তা নিয়ে আলোচনা হয় না। বিএনপি -জামাত শাসন আমলে (২০০১-২০০৬) সালে যেভাবে দলের প্রধান কে হত্যার পিছে সময় ব্যয় করা হয়েছিল তত টা যদি বিদ্যুৎ নিয়ে সময় দিতো ইলেকট্রিসিটি ক্রাইসিস হতো না। আমার দৃঢ বিশ্বাস সামনে যে দল আসবে প্রতিহিংসার দিক থেকে স্বৈরাচার আওয়ামী লীগ কে ছাড়িয়ে যাবে। মাঝখানে কষ্ট পাবে জনগণ। আমার বিশ্বাস ভুল প্রমাণিত হোক খুব করে চাই।
৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪৮
কুয়ানিন বলেছেন: @রানার ব্লগ চোর যখন দেখে তারি ফেলে যাওয়া বস্তা দিয়ে নয়া চোরে মুরগীর খোপ হাতায় তখন পুরান চোরের কি আর দায় থাকে?
ওকে। সেটার সমালোচনা করুন, সমস্যা নাই।
কিন্তু গত পনের বছরে যে অন্যায়গুলো করেছে, সে বিষয় গুলো নিয়ে তো আওয়ামী লীগের পরিচিত ইনফ্লুএন্সারদের কোনও কথা বলতে দেখি না।
পরিবার তন্ত্র থেকে বের হয়ে দলের চেয়ে দেশকে বেশি ভালবেসে নতুন করে দলকে গড়ার, সংস্কার করার কথা বলতে শুনিনা ।
অন্যের দোষ দেখিয়ে থেমে গেলে হবে? তারপরে তো নিজের ভুলগুলো নিয়ে কথা বলা যায়, না কি ?
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২০
রানার ব্লগ বলেছেন: অনুশোচনাহীন আওয়ামী লীগ ! সত্য কথা ।
কিন্তু সুজুগ তো দেন ?