নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন ভালো থাকলে ঝাঁঝালো রোদ পর্যন্ত আনন্দে ঝিকমিকিয়ে ওঠে! আর মন খারাপ থাকলে প্রিয় বৃষ্টিও বিষণ্ণতার কারণ হয়ে দাড়ায়! মানুষের মন পৃথিবীর সব চেয়ে রহস্যময় জিনিস। জাগতিক সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা গেলেও মন কোন যুক্তি মানে না। কখন কাকে কি জন্য তার ভাল লাগে সেটা সে নিজেও জানে না। দেখা যায়, সবচেয়ে অপ্রিয় জিনিসটাই এক সময় প্রিয় হয়ে যায়। কিংবা খুব ভালো লাগার বিষয়গুলো কোন একটা সময়ে যেয়ে আর ভালো লাগে না। যদিওবা কখনো মস্তিষ্কের কাছে মনকে হেরে যেতে হয়। মনের কাছেও মস্তিষ্ক হার মানে মাঝেমধ্যে। চলতে থাকে মন মস্তিষ্কের টানাপোড়ন। জীবন যেখানে যেমন.................!
২| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৭
আহমেদ জী এস বলেছেন: মেহেদী তারেক ,
মনটা হলো রঙিন ঘুড়ির মতো । হাওয়ায় তরতর করে এই আকাশ পানে ধায় তো, এই গোত্তা খেয়ে ওদিক পানে যায় । আর শেষে বোকাট্টা হতে ইচ্ছে করে তার । যে বাতাসে যেমন !
৩| ২২ শে মার্চ, ২০১৭ রাত ২:৫০
অতঃপর হৃদয় বলেছেন: ঘুড়ি আমার খুব প্রিয়।
৪| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৮
মোস্তফা সোহেল বলেছেন: মনকে বোঝা আসলেই কঠিন।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৬
ওমেরা বলেছেন: জীবন যেখানে যেমন সে ভাবে মানিয়ে নেয়াই ভাল । ধন্যবাদ ।