নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য থেকে শুরু আর শূন্যতেই শেষ !

মেহেদী তারেক

আজীবন উপদেষ্টা,গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

মেহেদী তারেক › বিস্তারিত পোস্টঃ

ভাগাভাগি

২০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৩৫

প্রত্যেক মানুষের অনুভূতির জায়গাটা অনেক বেশী আলাদা।কেউ কারোটা কখনো বুঝে না। আপনি যদি প্রচন্ড কষ্টে অনবরত চোখের পানি ফেলতে থাকেন তবুও আপনার ঠিক সামনে থাকা মানুষটা আপনার ওই অনুভূতির কথা বুঝতে পারবে না। তেমনি আপনার জীবনের সবথেকে আনন্দের মূহুর্তটার অনুভূতি আপনি চাইলেও কাউকে বুঝাতে পারবেন না।
আপনার আশেপাশের মানুষ গুলো হয়তো আপনার দুঃখে কাঁদতে পারে কিংবা আপনার খুশিতে হাসতে পারে কিন্তু আপনার মনের ফিলটা রিয়েলাইজ করতে পারবে না। তারা হয়তো বিষয় গুলো যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে চাইবে। কিন্তু মানুষের আবেগ যুক্তি মানে না। মন মনের মত। যার যারটা তার তার।
এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও এমন কেউ থাকে যে আপনার চোখের দিকে তাকিয়ে বুঝে নেবে আপনি কি চান। আপনার অনুভূতি গুলোর ভাগ নিতে না পারুক আপনার প্রতিটি অনুভূতির সাথে সাথে সেও আলোড়িত হবে। আপনার জন্য সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে না পারুক, তার কাছে আপনি পৃথিবীর সব থেকে বেশী গূরত্ব পাবেন। এটাকে আমরা ভালবাসা বলি। কিন্তু এই ভাগাভাগির বিষয়টা ভালবাসার থেকেও বেশী কিছু......।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৩

ধ্রুবক আলো বলেছেন: কিন্তু এই ভাগাভাগির বিষয়টা ভালবাসার থেকেও বেশী কিছু......। +++

২| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১০:১৪

ধ্রুবক আলো বলেছেন: লেখাখানি খুব ভালো লাগলো

২১ শে মার্চ, ২০১৭ রাত ১০:১২

মেহেদী তারেক বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.