নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শূন্য থেকে শুরু আর শূন্যতেই শেষ !

মেহেদী তারেক

আজীবন উপদেষ্টা,গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

মেহেদী তারেক › বিস্তারিত পোস্টঃ

আড়াই মিনিট !

১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪

মানুষের জীবনের ঘটনা প্রবাহগুলো বড়ই অদ্ভুত। আজকে, কিছুক্ষণ আগে অফিস শেষ করে উত্তরা যাচ্ছিলাম একটা মিটিং এ অংশ নিতে বি আর টি সি এর ডাবল টেকারে করে। এয়ারপোর্ট এর কাছাকাছি আসার পর মাঝ রাস্তায় হঠাৎ বাস থেমে যায়। আমি উপরের তলায় ছিলাম। নিচ থেকে যাত্রীরা চিৎকার চেঁচামিচি শুরু করে এই বলে, বাসে আগুন লেগেছে। চারপাশে শুধু আগুন আগুন বলে চিৎকার। কিছুক্ষণ এর জন্য আমি থমকে গেলাম। আমার আশেপাশের সবাই কে কার আগে বাস থেকে নামবে সেই প্রতিযোগিতায় নেমে গেল। প্রতিযোগিতাই বটে, জীবন বাচানোর প্রতিযোগিতা। খুব দ্রুত আমিও সেই প্রতিযোগিতায় অংশ নিলাম। বাস থেকে নেমে রাস্তায় দাঁড়ালাম। যাক! কোন ক্ষয় ক্ষতির স্বীকার না হয়ে বেচে আছি। জীবনের সবচেয়ে গভীর উপলব্ধিটা মনে হয় টের পেলাম। বেচে থাকা, বেচে থাকার আকুতি।পুরো ঘটনাটা ঘটতে তিন মিনিটেরও কম সময় লাগলো। কিন্তু এই আড়াই মিনিট !
এই আড়াই মিনিটে কত কিছুই না ঘটে যেতে পারতো !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৩

হাতুড়ে লেখক বলেছেন: ১ ন্যানো সেকেন্ডই অনেক কিছু ঘটতে পারে।

২| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২৭

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! যাক খারাপ কিছু ঘটেনি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.