নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবচেতন মনের গহীনে লালন করা দীর্ঘদিনের অবুঝ সম্ভাবনাটা যখন হঠাৎ করে সত্যিতে পরিণত হয়, তখন কি এতদিনের অপেক্ষার পালা শেষ হয়েছে বলে আহ্লাদে আটখানা হওয়া উচিত? নাকি নতুন বাস্তবতার অজানা অনুভূতি আর পুরাতন মায়ার ঘোর কেটে যাওয়ার বিরহে শোকে মূহ্যমান হওয়া উচিত? জীবন যাত্রার এলোমেলো সরু পথ গুলো বড্ড বেশী আপেক্ষিক। কখনো একই পথকে সহজ মনে হয় আবার সেটাই কখনও গোলমেলে। অনেক বেশী জটিল এই সমীকরণ।হয়তো শেষ বিন্দুতেই রয়েছে এর সমাধান। কিন্তু মৃত্যুই কি শেষ বিন্দু নাকি সমাপ্তির পথটা অসীম। এখানেও আপেক্ষিকতা। আর তাই প্রকৃতি রহস্যময়, আবার প্রকৃতি রহস্য পছন্দও করে না।
©somewhere in net ltd.