নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফখর

আলো

আলো › বিস্তারিত পোস্টঃ

প্রসংগ হোলি আর্টিজান মামলার রায়

২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৫

১। হৈচৈ হচ্ছে আসামীদের মাথায় আইএস এর টুপি এল কোত্থেকে, আমার প্রশ্ন হল এরা আইএস এর টুপি পরে আদালত চত্তরে ঘোরার সুযোগ পেল কিভাবে? দুই পাশে পুলিশ, সাংবাদীকরা ফটো তুলছেন, কেউ ওদের থেকে টুপি কেড়ে নিল না! কোন আঁতেল যদি বলেন টুপি খোলা গুনার কাজ, তাহলে কোনটা আইএস এর টুপি, আর কোনটা সাধারন টুপি এটা না চিনা এই জামানায় কবিরা গুনার কাজ। এরা টুপি পরে হেটে এসে প্রিজন ভেনে উঠে গেল! এদের উদ্দ্যেশ্য ছিল টুপি দেখানো, একটা বার্তা পৌছানো। যে তরিকায় এই টুপি যোগাড় হয়েছে, একিই তরিকায় এই টুপি প্রদর্শনের ব্যবস্থা হয়েছে। সর্ষের মধ্যেই ভূত আছে মনে হচ্ছে আর তা যদি হয়ে থাকে, এটা একটা ভয়ানক ব্যাপার!

২। আরেকটি সমস্যা যেটি মাথায় আসে তা হল ইউটিউব, ফেইসবুকে নানান হুজুর আর বন্ধু বান্ধবদের দেখি ধর্মীয় নানান বিষয় নিয়ে আলোচনা করতে, কিন্তু এসব জন্গীদের নিয়ে কেউ কথা বলেনা। আমার মনে হয় উনারা ভাবেন মৌনাতা সন্মতির লক্ষন, কিন্তু এই মৌনাতাও ভয়াবহ। আমাদের কঠিন ভাবে বার্তা পৌছে দিতে হবে এই জন্গীরা মুসলীম ত দূরের কথা, এরা নিকৃষ্ট কাফের। আমরা যারা পান্জাবী টুপি পরা সাধারন মুসলমান, তাদের মাঝে এদের স্থান নেই। এদের ফাঁসীতে মুসলমান, বিশেষ করে যারা ধর্মীয় বিষয় নিয়ে লিখতে বা বলতে পছন্দ করেন তাদের শুকরিয়া জ্ঞাপন করে বার্তা পৌছাতে হবে। এভাবেই নতূন প্রজন্ম জানবে,বুঝবে আর শিখবে। প্রচারেই প্রসার। আপনি মৌন থেকে প্রচার করছেন না, জন্গীবাদের নিভৃত প্রচার নিরবে প্রসার করছে নাতো! প্লিজ ধারনাটা উড়িয়ে দেবেন না, হোলি আর্টিজানের ঘটনা থেকে শিক্ষা নিন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই সব টুপি জোগাড়, টুপি প্রদর্শন, এসবে কার লাভ সব চেয়ে বেশি হলো ?

এই সব পিশাচগুলোর ফাঁসি নিয়ে কারো বিন্দুমাত্র সহানুভূতি প্রদর্শনেরও প্রয়োজন নেই

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৩

আখ্যাত বলেছেন:
ফাসিঁর রায় শুনে ওরা নাকি উল্লাসে ফেটে পড়েছিল
কী অদ্ভুত!!

৩| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইসব অমানুষ জঙ্গিদের একটাই শাস্তি। আর তা' হলো মৃত্যুদণ্ড এবং তা' তাৎক্ষনিকভাবে কার্যকর করা। আপীল, রিভিউ, রাষ্ট্রপতির ক্ষমা এসব আইনি মারপ্যাঁচের সুযোগ নিয়ে এরা যেন বেঁচে যেতে না পারে।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

ইসিয়াক বলেছেন: এদের এতোদিন বাঁচিয়ে রাখা হলো কেন? এদের ক্রসফায়ারে দিলে তো একটু স্বস্তি পাওয়া যাতো।
এদের নিয়ে প্রচারের কিছু নাই।এরা জঘন্য নোরাং নরকের কীট। ভাবে আবার নাকি স্বর্গে যাবে.......
এই সব পিশাচগুলোর ফাঁসি নিয়ে আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: রায় ভালো হয়েছে।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

হাবিব বলেছেন: ভাবা যায় ওরা কি ধ্যান ধারনা নিয়ে কাজ করে.......! কি রকম ব্রেন ওয়াশ করা হয়েছে তাদের!

৭| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩১

তারেক_মাহমুদ বলেছেন: এই জানোয়ারগুলোর ফাসি কার্যকর হওয়ার অপেক্ষায় আছি

৮| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: আদালত চত্তরে আসামি জঙ্গিদের জঙ্গি সংগঠনের টুপি পরা অবস্থায় দেখাটা পীড়াদায়ক। রায় কার্যকর হওয়ার অপেক্ষায় আছি।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

নীল আকাশ বলেছেন: স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এই সব টুপি জোগাড়, টুপি প্রদর্শন, এসবে কার লাভ সব চেয়ে বেশি হলো ? কবি এখানেই নিরব!!!!! তবে সত্য একদিন প্রকাশ হবেই!

১০| ২৮ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

সাইফ নাদির বলেছেন: টুপি পরার অনুমতি দিয়ে পুলিশরা সবথেকে বড় বোকামি করেছে। এদের টুপি খুলে পাছায় লাথি দিতে দিতে কোর্টে নিয়ে আসা উচিত ছিলো।

১১| ১৩ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

নতুন পোস্ট দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.