নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

টুলের ওপর বসে মন ভার করে থাকা কোন এক শৈশব

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১

ছোট বেলায় নিউমার্কেটের গেইটে আমসত্বের দোকান গুলিতে লোভী চোখে তাকিয়ে থাকতাম। কেন যেনো কখনো আম্মাকে ওই আমসত্ব কিনে দিতে বলতাম না। মনে হতো এই খরচটা আম্মার জন্য বাহূল্য খরচ হবে। ওই গোল্ডেন আমসত্ব খাবার সাধ তাই বলে একটুও কম হতো না আমার। মনে মনে বলতাম, বড় হলে স্বর্নের বারের মত আস্ত একটা আমসত্বের বার কিনে একা একা খাবো। কানাডা থেকে যে বার প্রথম ফিরি, সেবার সোজা নিউমার্কেট গিয়ে গোটা একটা আমসত্বের বার কিনে এনে ছিলাম। পুরোটা দূরে থাক এই এত্তটুকুন পরিমান খেতে পেরেছিলাম। বাকীটা আর খাওয়া হয়নি আমার।



নিউমার্কেটে গেলে এখনো একবারে কোন দোকান খুঁজে পাই না, চক্কর খেতে থাকি। তালগোল লেগে যায় দোকান খুঁজে পেতে। এই চক্কর খাওয়াটা মজা লাগে আমার। আজ নিউমার্কেট গিয়ে খোকন ভাইয়ের ক্যামেরার দোকান খুজতে খুজতে চোখ গেল গুলজার রেডিমেড এন্ড টেইলার্স এর সাইন বোর্ডটায়। কিংবদন্তির এক টেইলারিং শপ গুলজার। মজার ব্যাপার হলো এই দোকানে আম্মার সাথেও গেছি বৌয়ের সাথেও গেছি। দোকানের ভেতর দাড়িয়ে মা অথবা বৌয়ের ব্লাউজ পিসের কাপড় কমবেশীর হিসেবনিকেশ অথবা শাড়ীর পাড়ে উল্টা ফল্স লাগিয়ে ফেলার বিরম্বনার সাক্ষী হওয়া দুনিয়ার সবচেয়ে বড় বোরিং কাজ। অথচ আজ সেই দোকানের পাশ দিয়ে যাবার সময় নিউমার্কেটে শপিং এর সবচে বোরিং প্লেসটাকে আজ আর আমার কাছে মোটেও বোরিং লাগল না। বরং এই দোকানের ভেতর যেয়ে দেখতে ইচ্ছে করছিল খুব, টুলের উপর কোন গোমড়া মুখো বালক পা ঝুলিয়ে মন ভার করে বসে আছে কি না!



শৈশব, বড়ো অদ্ভুত এক যায়গা। যেখানে থাকতে ইচ্ছে করেনা কখনো অথচ ফিরে ফিরে যেতে মন চায় বার বার।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: স্মৃতিকাতরতা। কিংবা স্মৃতি মন্থন তাই না ?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫১

লাল দরজা বলেছেন: কাতর হবার কিছু নাই, মনে হইল আর কি। :)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৭

পথহারা নাবিক বলেছেন: উদাস কইরা দিলেন ভাই!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

লাল দরজা বলেছেন: :)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শৈশব, বড়ো অদ্ভুত এক যায়গা। যেখানে থাকতে ইচ্ছে করেনা কখনো অথচ ফিরে ফিরে যেতে মন চায় বার বার।

-চমৎকার একটা উপলব্ধি!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫

লাল দরজা বলেছেন: হুম, ধন্যবাদ।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

প্রবাসী আমি বলেছেন: হায়রে শৈশব !

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫

লাল দরজা বলেছেন: :)

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০১

রাখালছেলে বলেছেন: শৈশব, বড়ো অদ্ভুত এক যায়গা। যেখানে থাকতে ইচ্ছে করেনা কখনো অথচ ফিরে ফিরে যেতে মন চায় বার বার।

point noted...

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

লাল দরজা বলেছেন: :|

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন:
গ্রামে বড় হওয়ার সুবাদে অনেক খাইছি আমসত্ব
শৈশবে সবসময় ফিরে যেতে ইচ্ছে করে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

লাল দরজা বলেছেন: আজকাল গ্রমে আমসত্ব কেমন বানায় জানি না! আজকাল গ্রামে শহরে সবখানেইতো শৈশবের আমসত্ব হয়ে গেছে প্রানের ম্যাঙ্গো বার।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শৈশব, বড়ো অদ্ভুত এক যায়গা। যেখানে থাকতে ইচ্ছে করেনা কখনো অথচ ফিরে ফিরে যেতে মন চায় বার বার।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

লাল দরজা বলেছেন: hum

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

দারুচিনি বলেছেন: শৈশব, বড়ো অদ্ভুত এক যায়গা। যেখানে থাকতে ইচ্ছে করেনা কখনো অথচ ফিরে ফিরে যেতে মন চায় বার বার।


কি খবর ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

লাল দরজা বলেছেন: খবর ঠিকঠাক। :)

৯| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৩:২৭

খেয়া ঘাট বলেছেন: শৈশব, বড়ো অদ্ভুত এক যায়গা। যেখানে থাকতে ইচ্ছে করেনা কখনো অথচ ফিরে ফিরে যেতে মন চায় বার বার। - রবিঠাকুরীয় ভাব আছে। দারুন।

অথবা রবিঠাকুরের বলে অবলীলায় চালিয়ে দেয়া যাবে।

০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪

লাল দরজা বলেছেন: হায় হায় বলেন কী, ভয় পাইছি! :)

১০| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

বৃষ্টিধারা বলেছেন: শৈশব, বড়ো অদ্ভুত এক যায়গা। যেখানে থাকতে ইচ্ছে করেনা কখনো অথচ ফিরে ফিরে যেতে মন চায় বার বার।

এক্কেবারে ঠিক । আমি আবার কিছু লাগলে সাথে সাথে আম্মু কে বলে দিতাম ।

মাঝে মাঝে বলতে ও হত না । আম্মু কেমনে জানি বুঝে যাইত ।

এখনো যখন মন খারাপ হয়,আম্মু কে মিস করি,মোবাইল টা হাতে নিলাম আম্মু কে কল করব,তখন ই দেখি মোবাইল বেজে উঠেছে,আমার আম্মু কল করেছে । এটা কিভাবে হয়,আমি আজো বুঝে উঠতে পারলাম না। :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.