নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাবলিক স্ফিয়ারে যেসমস্ত ডমিনেটিং পারসেপশন এই মুহূর্তে বিরাজমান উহার লিস্ট করি। সবচেয়ে ডমিনেটিং অর্ডারে। এই আলাপগুলো চারপাশে বিভিন্ন মানুষকে এবং কয়েকদিন বিভিন্ন সভা/সমিতির বক্তাদের বলতে শুনেছি, এবং ফেসবুকে নানা মানুষের স্টাটাসে দেখেছি। আমি কোনো কথা বলিনি - বা এগুলো আমার কোনো কথা না। আমি আমার মত করে সহজভাবে লিখলাম মাত্র।
১. ছাত্ররাই দেশ চালাচ্ছে। তাদের পেছনে বা তাদের সাথে হাত ধরে আছে ইসলামিক দলসমূহ। এরা নির্বাচন চায় না। সংবিধান বাদ দিয়ে জামাতের আদর্শে সংবিধান বানাতে চায়। এরা ইসলামিক দলসমূহকে ক্ষমতায় নিয়ে আসবে।
২. ছাত্ররাই দেশ চালাচ্ছে এবং নিজেরা রাজনৈতিক দল করছে, এরপরে তারাই ক্ষমতা দখল করবে - এজন্য ক্ষমতা ও রাজপথ দুটোই তারা দখলে নিতে চায়। সরকারে থেকে রাজনৈতিক দল গুছাচ্ছে। নয়াফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে তাদের মতে।
৩. সরকার চালাচ্ছে সিআইএ। তারা ছাত্রদের রেখেছে লোক দেখানোর জন্য। বিএনপির সাথে ইউনূসের চুক্তি হয়েছে - ছাত্ররাও সেটা মেনে নিয়েছে। তাদের চিন্তা নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা আর সামান্য কিছু সংস্কার করা।
৪. সরকার চালাচ্ছে আসলে বিএনপি। আমেরিকা ও ইন্ডিয়ার সাথে তাদের সমঝোতা হয়ে গেছে। ইউনূস এবং ছাত্ররা তাদের হাতের পুতুল। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। ইসলামিক দলগুলো যেনো ক্ষমতায় না আসতে পারে সেজন্য আমেরিকার স্ট্রাটেজি এটা। দ্রুত তারা নির্বাচন করবে, সংস্কারের নাটক হবে শুধু।
৫. ক্ষমতায় আছে বামরা, নাস্তিকরা - এদের উদ্দেশ্য ইসলামি খেলাফত ঠেকানো। দেশে মূলত ইসলামিক বিপ্লব হয়ে গেছে, এখন সরকার সিআইএর সাথে মিলেমিশে সেই বিপ্লব নষ্ট করছে।
আমি এইসব পার্সেপশনের প্রত্যেকটার সাথে কিছু নামের কথাও শুনেছি, যারা ইনফ্লুয়েন্সার এবং অ্যাক্টর, কিন্তু সেগুলো আর লিখলাম না। এগুলো সবাই জানে বা রিলেট করতে পারবে হয়তো।
আপনারা আর কি ভিন্ন ভিন্ন পার্সেপশন দেখছেন মানুষের মধ্যে?
২| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১০
আহা রুবন বলেছেন: আমার কাছে মনে হয় তারা নতুন কিছু করতে চাচ্ছে। যা আগে কেউ করেনি, আগে কেউ ভাবেনি। এজন্য এরা কাজ বাদ দিয়ে গবেষণায় ব্যস্ত সময় পার করছে।
৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৫
জুল ভার্ন বলেছেন: অন্যগুলো সম্পর্কে জানিনা, তবে ৪ নম্বরটা সম্পুর্ণই ভুল!
৪| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৬
মামুন ইসলাম বলেছেন: তাহলে তলে তলে এত্ত দূর।সহজ সরল মানুষরে ভাই এত কঠিন কঠিন বিষয় মাথায় ঢুকবে না।
৫| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:১০
সৈয়দ কুতুব বলেছেন: ১ নং পয়েন্ট নিয়ে ঝামেলা আছে। সংবিধান কমিটির প্রধান আমেরিকার লোক। তিনি ইসলামিক রাজনীতির বিরুদ্ধে প্রচুর কলাম লিখেছেন।
৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেকদিন পর ব্লগে দেখলাম আপনাকে। ওয়েলকাম ব্যাক।
আপনার উল্লেখিত পারসেপশনগুলো আমার কাছে ডমিনেটিং বা বহুল আলোচিত মনে হলো না। বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এবং সোস্যাল মিডিয়ায় এরকম কথা খুব বেশি শোনা যায় না। যেটি সবচাইতে জোরালো হচ্ছে দিনে দিনে - দ্রুত নির্বাচন দিন, এজন্য যতটুকু সংস্কারের প্রয়োজন, সেটা করুন, বাকি সংস্কার নির্বাচিত সরকার এসে করবে।
আরেকটা আলোচনা আছে। সরকার কেন কোনো ড্রাস্টিক বিচারিক অ্যাকশনে যাচ্ছে না? বিশেষ করে নিপীড়ক আওয়ামী লীগারদের কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না।
আজকের মিডিয়ায় বড়ো আলোচনা - নিপীড়ক আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। এর সাথে তাদের সহযোগী ১০ দলের কথাও বলা হচ্ছে।
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪
আমি সাজিদ বলেছেন: এগুলোর বাইরে তো আর দেখি নি।