নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ছোট মেয়ের সাইকেল সারাতে নিয়ে গেছিলাম। ৩০ বছর আগে এই কাজটা আমার নিয়মিত করতে হতো। সাইকেল ছিলো তখন আমার বাড়তি অঙ্গ। মাঠ-ঘাট-জঙ্গল পেরিয়ে নতুন পৃথিবী আবিস্কার করি প্রতিদিন। মাইলের পরে মাইল। আর এখন আমার মেয়ে সাইকেল চালায় ঘরে।
সাইকেলমিস্ত্রি চাইনিজ সাইকেল দেখেই বুঝে গেছে সমস্যা কোথায়। বললো দেশের সাইকেল অনেক ভালো, কেন যে চাইনিজ কিনলাম! ঢাকার রাস্তায় সাইকেল চালানোর চিন্তা করাও আমার কাছে দু:স্বপ্ন। কিন্তু লোকজন প্রচুর সাইকেল চালাচ্ছে। দেশে সাইকেল তৈরী হচ্ছে ভালো ভালো ব্রাণ্ডের। একটা পার্টস কিনতে গেলাম এমন একটা দোকানে, যেখানে প্রচুর দেশী সাইকেল বিক্রির জন্য সাজিয়ে রেখেছে। - ঝকঝকে, তকতকে - আধুনিক।
একটা সাইকেল কিনতে ইচ্ছেও হলো। পার্টস কিনে সাইকেল মিস্ত্রির ডেরায় এলাম। সাইকেল আগে আমি নিজেই সারতে পারতাম। ত্রিশ বছর পরে দেখলাম সবকিছু আগের মতই আছে। টুলস গুলো। মিস্ত্রিরাও আগের মতই। একই তাদের জীবনমান।
সাইকেল একটা নিরাপদ বাহন - পরিবেশের জন্য তো বটেই। স্বাস্থ্যের জন্যও ভালো। আমি একটা সাইকেল কিনবো কিনা সত্যি সত্যি ভাবছি। যান্ত্রিক পরিবহনের উপরে আমাদের নির্ভরতা যত কমানো যায় - পৃথিবীর জন্য ততই মঙ্গলের।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: একসময় আমি সাইকেল চালাতাম।
সাইকেল দিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াতাম। এখন একটা সাইকেলের দাম নাকি ৩০/৪০ হাজার টাকা। দাম শুনে কেনার সাহস পাই না।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: বেশতো।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২
পদ্মপুকুর বলেছেন: আপনি আছেন এখনও??? বহু বহুদিন আগে আপনার সাথে ত্রিভুজের দ্বৈরথগুলো খুব মিস করি।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৩
কামরুননাহার কলি বলেছেন: বাবা আমাকে ছোট বেলা সাইকেল চালানো শিখিয়েছে। শিখানো পর্যন্তই ছিলাম তারপর আর পেরাটিক্স করিনি। কিন্তু এখন আমার চালতে ইচ্ছে করে তবে সাইকেল নেই। আসা আছে আবার চালানো শিখবো প্লাস স্কুটি চালাবো। তার কারণটা হলো এই শহরে জ্যামে আর গাড়িতে চলতে ভালো লাগে না। আমার অনেকগুলো মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। আর সময় নষ্ট করতে চাই না।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: এত্তগুলা দিন পরে পোস্ট পেলাম। আছেন কেমন?
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
শের শায়রী বলেছেন: ভালো আছেন তো?
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাইকেল পরিবেশবান্ধব বাহন, স্বাস্থের জন্যও উপকারী।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২২
ওমেরা বলেছেন: সাইকেল চালানো খুব ভালো। অামি এক সময় খুব সাইকেল চালাতাম , এখনো সামারে মাঝে সাঝে।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
রুপ।ই বলেছেন: আমি জীবনে সাইকেল চালান শিখীনি। এবার শিখবো এবং কিনবো ।
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এবারের ব্লগ ডেতে আপনাকে পেয়ে দারুন খুশি লেগেছ।
বহু বহু বছর পর....দেখে
প্রকৃতির যত কাছে থাকবে মানুষ ততই নিরাপদ
কিন্তু আত্মঘাতি মানুষ বুঝছে কই? ক্ষনিক সুখের নামে প্রকৃতির উপর চলাচ্ছে ভয়ংকর ধ্বংসযজ্ঞ!
প্রকৃতির প্রতিশোধ খুবই নিষ্ঠুর হয়।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
ফয়সাল রকি বলেছেন: আসলে ঢাকা শহরে সাইকেলের জন্য একটা লেন এখন সময়ের দাবী।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সাইকেল চালক কে দেখে আমার আবার ভয় লাগে। একবার ডানে আবার একবার বামে এমন জানে দোল খায়। কোনদিকে সরবো বুঝে উঠতে পারিনা। .... মজা করলাম।
কেমন আছেন প্রিয় কৌশিক ভাই। কাল দেখা হয়ে ভালো লাগলো।